Indian Security Press Recruitment – ইন্ডিয়ান সিকিউরিটি প্রেসে যারা চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য সুবর্ণ সুযোগ। এখানে দুটি ডিপার্টমেন্ট মিলিয়ে মোট ১০৮ টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। এখানে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবে। শুরুতে এখানে বেতন ১৮ হাজার ৭৮০ টাকা থেকে দেওয়া হবে।
নিয়োগ সংস্থা | Indian Security Press |
পদের নাম | Welfare Officer এবং Junior Technician |
মোট শূন্যপদ | ১০৮ টি। |
বয়সসীমা ও শিক্ষাগত যোগ্যতা (Indian Security Press Recruitment)
এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়সের মধ্যে হতে হবে।
যেহেতু এখানে দুটি পদ আছে সে ক্ষেত্রে দুটি পদে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা লাগছে। Welfare Officer – ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা লাগছে সংশ্লিষ্ট বিষয়ের উপরে ডিপ্লোমা অথবা ডিগ্রী কমপ্লিট করা থাকতে হবে তাহলে আবেদন করা যাবে। Junior Technician – এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা লাগছে সংশ্লিষ্ট বিষয়ে আইটিআই (ITI) কমপ্লিট করা থাকতে হবে। আরো বিশদ জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ফলো করুন।
নতুন চাকরির খবর- কৃষি দপ্তরে শতাধিক পদে কর্মী নিয়োগ, বিস্তারিত জানুন
মাসিক বেতন
Welfare Officer এবং Junior Technician যেহেতু এখানে এই দুটি পদ (Indian Security Press Recruitment) আছে এই দুটি পদে আলাদা আলাদা বেতন ধার্য করা আছে। Welfare Officer এই পদে আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতিমাসে ২৯,৭৪০ – ১,০৩,০০০/- টাকা হবে। Junior Technician এই পদে আবেদন যদি করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতিমাসে ১৮,৭৮০ – ৬৭,৩৯০/- টাকা হবে।
আবেদন মূল্য
যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে (Indian Security Press Recruitment) আবেদন করবেন ভাবছেন তাদের এখানে আবেদন মূল্য দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এখানে আবেদন করার জন্য SC/ ST/ PWD প্রার্থীদের ২০০/- টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে ও OBC/ GEN/ EWS প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ৬০০/- টাকা ধার্য করা হয়েছে।
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরু | ১৫.০৭.২০২৩ |
আবেদন শেষ | ১৬.০৮.২০২৩ |
কিভাবে আবেদন (Indian Security Press Recruitment) করতে হবে?
১) যে সমস্ত ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের অতি অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
২) সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সংস্থা থেকে যে বিজ্ঞপ্তিটি বেরিয়েছে সেটিকে প্রথম থেকে শেষ অব্দি ভালো করে পড়ুন।
৩) এরপরে নাম ও ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করুন এবং রেজিস্ট্রেশন করার পরে একাউন্টটি লগইন করুন।
৪) এরপর আবেদন ফরমটি যা যা তথ্য চেয়েছে সেগুলোই সঠিকভাবে পূরণ করে সঙ্গে যা যা নথি চেয়েছে সেগুলোকে স্ক্যান করে আপলোড করে সঙ্গে আবেদন মূল্য দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করুন।
অফিশিয়াল নোটিফিকেশন PDF-
https://ispnasik.spmcil.com/wp-content/uploads/2023/07/Advt_WO__JT_2023.pdf
নতুন চাকরির খবর- রাজ্যে কন্যাশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ, প্রতি মাসে বেতন হবে ১৫,০০০/- টাকা