IT Department Recruitment 23-2024 – আয়কর দপ্তরে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করুন।

IT Department Recruitment 23-2024- আয়কর দপ্তরের তরফ থেকে কর্মী নিয়োগ করা হবে তার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে একাধিক শূন্য পদে নিয়োগ হবে। ভালো বেতনের চাকরি। এ ছাড়া আরও বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অবধি পড়বেন, বুঝবেন তারপরেই নিজের দায়িত্বে আবেদন পদ্ধতি সম্পূর্ণ করবেন।

নিয়োগ সংস্থাIncome Tax Rajasthan jaipur
পদের নামVarious
মোট শূন্যপদনিচে উল্লেখ করা আছে
আবেদন মাধ্যমঅনলাইনে
আবেদনের শেষ তারিখ১৬-০১-২০২৪

নতুন চাকরির খবর –খড়গপুর IIT তে কর্মী নিয়োগ, আবেদন করুন অনলাইনের মাধ্যমে

পদের নাম ও শূন্যপদ (IT Department Recruitment 23-2024)

১) এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – মাল্টি টাস্কিং স্টাফ, স্টেনোগ্রাফার গ্রেড II, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স।

২)  এখানে মোট ৫৫ জনকে নিয়োগ করা হবে। 

১) মাল্টি টাস্কিং স্টাফ – ২৬ টি
২) স্টেনোগ্রাফার গ্রেড II – ২ টি
৩) ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট – ২৫ টি
৪) ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স – ২ টি

বয়স সীমা ও বেতন (IT Department Recruitment 23-2024)

১) যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সীমা সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩০ বছর মধ্যে বয়স থাকলেই এখানে আবেদন করা যাবে। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড়ো পাওয়া যাবে। 

২) উল্লেখিত পরে আপনার যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন এখানে শুরু হবে ১৮ হাজার থেকে যদি অনেকগুলি পদ আছে এবং প্রত্যেক পদে আলাদা আলাদা বেতন সীমা উল্লেখ করা আছে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে পারেন।

শিক্ষাগত যোগ্যতা 

এখানে যেহেতু অনেক গুলি শূন্যপদ আছে, প্রত্যেক শূন্যপদে আলাদা আলাদা শিক্ষকতা যোগ্যতা (IT Department Recruitment 23-2024) লাগছে তবে কিছু পোস্ট আছে যেখানে মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করা যাবে বা উচ্চমাধ্যমিক পাস যোগ্যতাতেও আবেদন করতে পারবেন। সেই সংক্রান্ত বিষয়ে আরো বেশি জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেন।

এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?

incometaxrajasthan.gov.in/ পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।

কি ভাবে আবেদন করতে হবে? 

১) এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
২) সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল (IT Department Recruitment 23-2024) ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।

৩) এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিলাপ করতে হবে।
৪) তারপরে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলিকে নির্দিষ্ট সাইজ মত আপলোড করতে হবে।
৫) সর্বশেষ নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
৬) আরো ভালোভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন দেখুন যাচাই করুন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করুন।

গুরুত্বপূর্ন তারিখ

আবেদন শুরু১২-১২-২০২৩
আবেদন শেষ১৬-০১-২০২৪

প্রয়োজনীয় লিঙ্ক

🌐 অফিশিয়াল ওয়েবসাইটincometaxrajasthan.gov.in
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDFDownload Now 1
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDFDownload Now 2
More DetailsClick Here

নতুন চাকরির খবর – রাজ্যে আপার ডিভিশন ক্লার্ক কর্মী নিয়োগ