Kalyani Aiims New Job Notice – অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (AIIMS) কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্য সমস্ত জেলা থেকে এখানে আবেদনযোগ্য। এ ছাড়া আরও বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অবধি পড়বেন, বুঝবেন তারপরেই নিজের দায়িত্বে আবেদন পদ্ধতি সম্পূর্ণ করবেন।
নিয়োগ সংস্থা | অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (AIIMS) (Kalyani) |
পদের নাম | Senior Resident |
মোট শূন্যপদ | নিজে উল্লেখ করা আছে |
আবেদন মাধ্যম | ইন্টারভিউ |
ইন্টারভিউ তারিখ | ২৬-১২-২০২৩ |
নতুন চাকরির খবর – কলকাতা জাদুঘরে কর্মী নিয়োগ,
পদের নাম (Kalyani Aiims New Job Notice)
এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – Senior Resident।
বয়স সীমা ও বেতন
১) যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সীমা সর্বোচ্চ ৪৫ বছর মধ্যে বয়স থাকলেই এখানে আবেদন করা যাবে। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাওয়া যাচ্ছে।
২) উল্লেখিত বোধ আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে ১৫,৬০০ – ৩৯,১০০+GP ৬,৬০০ টাকা হিসাবে বেতন প্রদান করা হবে।
শিক্ষাগত যোগ্যতা (Kalyani Aiims New Job Notice)
উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই MBBS এর সাথে MD/DNB ডিগ্রি থাকতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে।
এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?
aiimskalyani.edu.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।
কি ভাবে আবেদন করতে হবে?
যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইন বা অনলাইনে আবেদন করতে হবে না। প্রার্থীদের নিজে থেকে একটি বায়োডাটা তৈরি করতে হবে সেখানে সমস্ত কিছু তথ্য উল্লেখ করতে হবে এবং যা যা (Kalyani Aiims New Job Notice) ডকুমেন্টস আছে সেগুলোকে সেই বায়োডাটা সঙ্গে সংযুক্ত করে নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে ইন্টারভিউ স্থানে চলে গেলে ইন্টারভিউ হয়ে যাবে।
আরও বিস্তারিত ভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে ইন্টারভিউ দিতে যেতে পারেন।
গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | ১৬-১২-২০২৩ |
ইন্টারভিউ তারিখ | ২৬-১২-২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক
🌐 অফিশিয়াল ওয়েবসাইট | aiimskalyani.edu.in |
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF | Download Now |
নতুন চাকরির খবর –স্টীল সংস্থায় কর্মী নিয়োগ, আবেদন করুন অনলাইনে