Museum Recruitment 23-2024 – কলকাতা জাদুঘরে কর্মী নিয়োগ, বেতন প্রতিমাসে ১৬,৫০০/-।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Museum Recruitment 23-2024 – রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর। রাজ্যের BITM এর নর্থ বেঙ্গল মিউজিয়ামে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্য সমস্ত জেলা থেকে এখানে আবেদনযোগ্য। এ ছাড়া আরও বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অবধি পড়বেন, বুঝবেন তারপরেই নিজের দায়িত্বে আবেদন পদ্ধতি সম্পূর্ণ করবেন। 

নিয়োগ সংস্থাBirla Industrial and Technological Museum
পদের নামট্রেনি – এডুকেশন / Trainee – Education
মোট শূন্যপদনিজে উল্লেখ করা আছে 
আবেদন মাধ্যমঅফলাইনে
আবেদনের শেষ তারিখ ০৫-০১-২০২৪

নতুন চাকরির খবর –ব্যাঙ্ক অফ বরোদাতে কর্মী নিয়োগ, ভালো বেতনের চাকরি

পদের নাম ও শূন্যপদ

১) এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – ট্রেনি – এডুকেশন ট্রেনি।

২)  এখানে মোট ০৩ জনকে নিয়োগ করা হবে।

বয়স সীমা ও বেতন (Museum Recruitment 23-2024)

১) সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী বয়সের কোনো রকম উল্লেখ নেই তবুও সংস্থার বিজ্ঞপ্তি আবার ভালো করে যাচাই করে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন করবেন।

২) উল্লেখিত পদে আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতিমাস ১৬,৫০০/- টাকা হবে।

শিক্ষাগত যোগ্যতা 

উল্লেখিত পদে আবেদন করার জন্য (Museum Recruitment 23-2024) প্রার্থীদের অতি অবশ্যই যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে B.SC নিয়ে গ্রাজুয়েশন সম্পূর্ণ করা থাকলে তাহলে এখানে আবেদন করা যাবে। বিস্তারিত জানতে সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখতে পারেন।

এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?

nbscsiliguri.org পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।

নিয়োগ প্রক্রিয়া (Museum Recruitment 23-2024)

এখানেও প্রার্থীদের লিখিত পরীক্ষা মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের এখানে নিয়োগ প্রদান করা হবে।

আবেদন পাঠাবার ঠিকানা

Project Coordinator, North Bengal Science Centre, Transport

Nagar, Matigara, Siliguri – 734 01

কি ভাবে আবেদন করতে হবে? 

যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। আবেদন করার জন্য প্রার্থীদের একটি বায়োডাটা (Museum Recruitment 23-2024) তৈরি করতে হবে সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে হাতে কলমে সমস্ত কিছু লিখে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সঙ্গে অবশ্যই যে যে নথি গুলি চেয়েছে সেগুলিকে সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও ঠিকানায় পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। এছাড়া এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করবেন দেখবেন, বুঝবেন, যাচাই করবেন তবে নিজের দায়িত্বে আবেদন করবেন।

গুরুত্বপূর্ন তারিখ

আবেদন শেষ০৫-০১-২০২৪

প্রয়োজনীয় লিঙ্ক

🌐 অফিশিয়াল ওয়েবসাইটnbscsiliguri.org
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDFDownload Now

নতুন চাকরির খবর – রেলে টিকিট কালেক্টর নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন