Kolkata Metro Rail Recruitment 2023 – রাজ্য সমস্ত চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর। কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হবে। চুক্তি ভিত্তিক পদে নিয়োগ করা হবে। আরো বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অব্দি পড়বেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।
নিয়োগ সংস্থা | KMRCL |
পদের নাম | ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার / DY.CHIEF ENGINEER |
মোট শূন্যপদ | ০১ টি |
আবেদন মাধ্যম | অফলাইনে |
আবেদন শেষ | ০৮-০৯-২০২৩ |
নতুন চাকরির খবর –মাধ্যমিক পাশে পোস্ট অফিসে চাকরি, অনলাইনে আবেদন জানান
পদের নাম ও শূন্যপদ (Kolkata Metro Rail Recruitment 2023)
১) এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হচ্ছে ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার / DY.CHIEF ENGINEER।
২) সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে মোট ০১ টি শূন্য করে কর্মী নিয়োগ করা হবে।
বয়স সীমা ও বেতন
১) সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী উল্লেখিত পদে আবেদন করার জন্য বয়সসীমা সর্বোচ্চ ৬৪ বছর মধ্যে হতে হবে।
২) এখানে বেতন ধার্য করা হয়েছে সর্বশেষ বেতনের উপর ভিত্তি করেই বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা (Kolkata Metro Rail Recruitment 2023)
যে সকল ইচ্ছুক প্রার্থীর এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে আবেদন করতে গেলে অবশ্যই সেই প্রার্থীদের অবসরপ্রাপ্ত রাজ্য অথবা কেন্দ্র সরকারি ডেপুটেশন চিফ ইঞ্জিনিয়ার হতে হবে।
এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?
Kmrc.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন, বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।
আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে?
১) সার্ভিস সার্টিফিকেট / পিপিও কপি।
২) অবসরপ্রাপ্ত অফিসার কর্তৃক স্বাক্ষরিত সিভি (কারিকুলাম ভিটা) এর ফটোকপি।
৩) মোবাইল নম্বর।
৪) অভিজ্ঞতার সার্টিফিকেট।
৫) সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো।
৬) ও আরো অন্যান্য।
কি ভাবে আবেদন করতে হবে?
যে সকল চাকরিপ্রার্থীরা এখানে (Kolkata Metro Rail Recruitment 2023) আবেদন করবেন ভাববেন তাদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আবেদন করার জন্য যে ফর্মটি আছে সেটাকে a4 পেপারে প্রিন্ট আউট করতে হবে তারপর সেটাকে টাইপিং করে নিতে হবে এবং নির্দিষ্ট ডেট এবং ঠিকানায় আবেদনপত্র পাঠিয়ে দিলেই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। বিস্তারিত জানার জন্য সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ফলো করুন।
গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | ০৯-০৮-২০২৩ |
আবেদন শুরু | ০৯-০৮-২০২৩ |
আবেদন শেষ | ০৮-০৯-২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক
🌐 অফিশিয়াল ওয়েবসাইট | View Now |
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF | Download Now |
নতুন চাকরির খবর –১৫০০ শূন্যপদে রাজ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে কর্মী নিয়োগ, অনলাইন মাধ্যমে আবেদন