Kolkata Metro Rail Recruitment 2024 – পশ্চিমবঙ্গের সমস্ত চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর। কলকাতা মেট্রোরেলের তরফ থেকে কর্মী নিয়োগ করা হবে তার বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এখানে ইচ্ছুক প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবে। বয়স সীমা কি থাকছে? আবেদন পদ্ধতি কি হবে? ইত্যাদি সমস্ত বিষয় নিয়েই আজকের এই প্রতিবেদনটি অবশ্যই সমস্ত বিজ্ঞপ্তি প্রথম থেকে শেষ অব্দি পড়বেন বুঝবেন তবেই নিজের দায়িত্বে আবেদন করবেন।
নিয়োগ সংস্থা | METRO RAILWAY |
পদের নাম | Group ‘C'(in suitable post) |
মোট শূন্যপদ | নিচে উল্লেখ করা আছে |
আবেদন মাধ্যম | অফলাইনে |
আবেদন শেষ | ২৩-০২-২০২৪ |
নতুন চাকরির খবর –রাজ্যের জেলা আদালতে কর্মী নিয়োগ, বেতন শুরু ১৭ হাজার থেকে
পদের নাম
এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – Group ‘C'(in suitable post)।
বয়স সীমা ও বেতন (Kolkata Metro Rail Recruitment 2024)
১) উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হলেই আবেদন করা যাবে। তাছাড়া আবেদন সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় (Kolkata Metro Rail Recruitment 2024) পাওয়া যাবে। আরো বিস্তারিত জানার জন্য অবশ্য সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে পারেন।
২) এখানে যদি আপনারা আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতিমাসে Pay Level 2 -(7 Cpc) অনুযায়ী বেতন প্রদান করা হবে।
শিক্ষাগত যোগ্যতা (Kolkata Metro Rail Recruitment 2024)
যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে তার সাথে আইটিআই পাস করা লাগবে। তাছাড়া ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট ও তার সাথে উচ্চমাধ্যমিক পাস করা থাকলেও আবেদন করা যাবে। আরো বিস্তারিত জানতে গেলে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে আবেদন করতে পারেন।
এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?
mtp.indianrailways.gov.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।
কি ভাবে আবেদন করতে হবে?
যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। আবেদন করার জন্য প্রার্থীদের সংস্থার (Kolkata Metro Rail Recruitment 2024) অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তি আবেদনের ফর্মটি আছে সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে হাতে কলমে সমস্ত কিছু লিখে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সঙ্গে অবশ্যই যে যে নথি গুলি চেয়েছে সেগুলিকে সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও ঠিকানায় পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে।
এছাড়া এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করবেন দেখবেন, বুঝবেন, যাচাই করবেন তবে নিজের দায়িত্বে আবেদন করবেন।
গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | ০২-০২-২০২৪ |
আবেদন শেষ | ২৩-০২-২০২৪ |
প্রয়োজনীয় লিঙ্ক
🌐 অফিশিয়াল ওয়েবসাইট | mtp.indianrailways.gov.in |
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF | Download Now |
More Details | Click Here |
নতুন চাকরির খবর – পশ্চিমবঙ্গ কো-অপারেটিভ ব্যাঙ্কে চাকরি, ১৮ থেকে ৪০ বছর হলে আবেদন করুন