Kolkata Police Admit Card 2023 – পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (WBPRB) তরফ থেকে কলকাতা পুলিশের কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগ ২০২২ পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করল। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট (PET) ও ফিজিক্যাল মেসারমেন্ট টেস্ট (PMT) এডমিট প্রকাশ করা হয়েছে।
নতুন চাকরির খবর – ইন্সপায়ার কলারশিপে আবেদন করুন আর পেয়ে যান প্রতি মাসে ১০০০ টাকা
যে সকল ইচ্ছুক (Kolkata Police Admit Card 2023) পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করবেন তার চিন্তাধারা নিয়েছেন তারা অতি অবশ্যই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে এখনই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। আগের বিজ্ঞপ্তি অনুযায়ী নির্দিষ্ট তারিখে অর্থাৎ আগামী ২ নভেম্বর ২০২৩ তারিখে সংশ্লিষ্ট পরীক্ষাটি আয়োজিত হতে চলেছে।
Admit Card কি ভাবে (Kolkata Police Admit Card 2023) ডাউনলোড করবেন ?
১) সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে (prb.wb.gov.in) অথবা (wbpolice.gov.in)।
২) এরপর ওয়েবসাইটের নির্দিষ্ট স্থানে গিয়ে এডমিট কার্ড টি ডাউনলোড করতে হবে।
৩) তারপর (Download Admit Card For Physical Measurement Test (PMT) and Physical Efficiency Test (PET) For The Post Of Constables/Lady Constables In Kolkata Police-2022)-তে ক্লিক করতে হবে।
৪) এরপর করতে হবে যে সকল (Kolkata Police Admit Card 2023) প্রার্থীরা এখানে আবেদন করেছিলেন তাদের অ্যাপ্লিকেশন নাম্বার ও জন্মের তারিখ (DOB) দিয়ে লগইন করতে হবে। তারপরে আপনারা দেখতে পারবেন আপনাদের স্কিনে আডমিট কার্ডটি শো হবে এবং সেটিকে ডাউনলোড করে রাখতে হবে।
নতুন চাকরির খবর – রেলে টিকিট কালেক্টর কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন
বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী জানানো হচ্ছে নভেম্বর মাসে সংশ্লিষ্ট পরীক্ষা হবে বলে আগেই জানিয়েছিল বোর্ড। আর এবার প্রকাশ পেল পরীক্ষার অ্যাডমিট। সকল পরীক্ষার্থীর উদ্দেশ্যে বলা হচ্ছে শীঘ্রই সবাই নিজেদের এডমিট কার্ড ডাউনলোড করে নেবেন।
এই বিষয়ে আরো আপডেট পেতে হলে অবশ্যই আমাদের এই ওয়েবসাইটটি ফলো করতে পারেন এছাড়া আরো নিত্য নতুন চাকরির আপডেট ও বিভিন্ন রকম পরীক্ষার কুইজ আমরা প্রতিনিয়ত এই ওয়েবসাইটে আপডেট দিয়ে থাকি।
Download Admit Card | Click Here |
Official Website | View Now |
নতুন চাকরির খবর – জেলায় শিশু সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগ, বেতন প্রতিমাসে ১২,০০০/-টাকা