Krishi Vigyan Kendra Recruitment 2024 – রাজ্যের কৃষি দপ্তরে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Krishi Vigyan Kendra Recruitment 2024 – নতুন বছরের শুরুতেই রাজ্যের সমস্ত চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর। রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্রে কর্মী নিয়োগ করা হবে তার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভারতবর্ষের নাগরিক হলে এখানে আবেদন করা যাবে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার উভয় চাকরিপ্রার্থী আবেদন যোগ্য। এ ছাড়া আরও বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অবধি পড়বেন, বুঝবেন তারপরেই নিজের দায়িত্বে আবেদন পদ্ধতি সম্পূর্ণ করবেন। 

নিয়োগ সংস্থাRathindra Krishi Vigyan Kendra
পদের নামVarious
মোট শূন্যপদনিচে উল্লেখ করা আছে
আবেদন মাধ্যমঅফলাইনে
আবেদনের শেষ তারিখ ২১-০১-২০২৪

নতুন চাকরির খবর –সেন্ট্রাল ব্যাঙ্কে কর্মী নিয়োগ, সাফাই কর্মী পদে আবেদন করুন

পদের নাম (Krishi Vigyan Kendra Recruitment 2024)

এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – Skilled Supporting Staff, Stenographer।

বয়স সীমা ও বেতন 

১) যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে আবেদন (Krishi Vigyan Kendra Recruitment 2024) করার জন্য প্রার্থীদের বয়স সীমা সর্বোচ্চ ৩২ বছর মধ্যে বয়স থাকলেই এখানে আবেদন করা যাবে।

২) যেহেতু এখানে দুটি পদ আছে দুটি পদের ক্ষেত্রে বেতন আলাদা আলাদা সেক্ষেত্রে সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী কোন পদের জন্য কি বেতন সেটা দেখে নিতে পারেন।

শিক্ষাগত যোগ্যতা (Krishi Vigyan Kendra Recruitment 2024)

যেহেতু এখানে দুটি পথ আছে সে ক্ষেত্রে দুটি পদে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা আছে সে ক্ষেত্রে নিচে বিস্তারিত উল্লেখ করে দেওয়া হলো – 

Stenographer – এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে তাহলে আবেদন করা যাবে।

Skilled Supporting Staff – এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস করে থাকতে হবে তাহলে আবেদন করা যাবে। আরো (Krishi Vigyan Kendra Recruitment 2024) বিস্তারিত জানতে সমস্ত অফিসার বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে অফলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেন।

এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?

www.rkvk.ac.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।

আবেদন মূল্য আছে?

যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে আপনাদের আবেদন মূল্য দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে। তবে (Krishi Vigyan Kendra Recruitment 2024) এখানে আবেদন মূল্য কি আছে ? কোথায় কি আবেদন মূল্য জমা দিতে হবে সে সমস্ত বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেনি।

নিয়োগ প্রক্রিয়া 

এখানেও প্রার্থীদের লিখিত পরীক্ষা মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের এখানে নিয়োগ প্রদান করা হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা – Principal, Palli Siksha Bhavana, Visva-Bharati, P.O. Sriniketan, Dist: Birbhum, Pin-731236 (WB)

কি ভাবে আবেদন করতে হবে? 

যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। আবেদন করার জন্য প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তি আবেদনের ফর্মটি আছে সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে হাতে কলমে সমস্ত কিছু লিখে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সঙ্গে অবশ্যই যে যে নথি গুলি চেয়েছে সেগুলিকে সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও ঠিকানায় পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। 

এছাড়া এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করবেন দেখবেন, বুঝবেন, যাচাই করবেন তবে নিজের দায়িত্বে আবেদন করবেন।

গুরুত্বপূর্ন তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত১৫-১২-২০২৩
আবেদন শেষ২১-০১-২০২৪

প্রয়োজনীয় লিঙ্ক

🌐 অফিশিয়াল ওয়েবসাইটwww.rkvk.ac.in
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDFDownload Now

নতুন চাকরির খবর – TATA সংস্থাতে কর্মী নিয়োগ