TATA Company Job Recruitment – রাজ্যের সমস্ত বেকার চাকরি প্রার্থীদের জন্য দারুন খুশির খবর। টাটা কোম্পানিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার উভয় চাকরিপ্রার্থী এখানে আবেদনযোগ্য। ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ হবে। তাছাড়া শিক্ষাগত যোগ্যতা কি লাগছে? ।
আবেদন মূল্য আছে কি না? আবেদন করার শেষ তারিখ কবে? এইসব বিষয় নিয়ে সমস্ত তথ্য জানার জন্য এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অব্দি পড়ুন। তাছাড়া সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন করতে পারেন।
নিয়োগ সংস্থা | GOVERNMENT OF INDIA – MINISTRY OF COMMUNICATION |
পদের নাম | Staff Car Driver |
মোট শূন্যপদ | নিচে উল্লেখ করা আছে |
আবেদন মাধ্যম | অফলাইনে |
আবেদনের শেষ তারিখ | ২০-০১-২০২৪ |
নতুন চাকরির খবর –কলকাতা হাইকোর্টে চাকরি, বাংলা ভাষা জানলে আবেদন করুন
পদের নাম ও শূন্যপদ (TATA Company Job Recruitment)
১) এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল -Supervisor Trainee (Canteen)।
২) এখানে মোট ০২ জনকে কে নিয়োগ করা হবে।
বয়স সীমা ও বেতন
১) যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে (TATA Company Job Recruitment) আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সীমা সর্বোচ্চ ২৮ বছর মধ্যে বয়স থাকলেই এখানে আবেদন করা যাবে।
২) এখানে যদি আপনার আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতিমাসে ২৩,০০০/-টাকা প্রদান করা হবে।
শিক্ষাগত যোগ্যতা
উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তিন বছরের হোটেল ম্যানেজমেন্ট এর ডিগ্রী সম্পূর্ণ করা সার্টিফিকেট থাকতে হবে এছাড়া ক্যান্টিন টেকনোলজির ওপরে অভিজ্ঞতাও থাকতে হবে এবং কম্পিউটারের উপরের সম্পূর্ণ জ্ঞান থাকতে হবে এছাড়া আরো অনেকগুলি যোগ্যতা লাগছে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে আবেদন করতে পারেন।
এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?
tifrrecruitment.tifrh.res.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।
নিয়োগ প্রক্রিয়া (TATA Company Job Recruitment)
এখানেও প্রার্থীদের ইন্টারভিউ মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের এখানে নিয়োগ প্রদান করা হবে।
কি ভাবে আবেদন করতে হবে?
১) এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
২) সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
৩) এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ (TATA Company Job Recruitment) ফর্ম ফিলাপ করতে হবে।
৪) তারপরে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলিকে নির্দিষ্ট সাইজ মত আপলোড করতে হবে।
৫) সর্বশেষ নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
৬) আরো ভালোভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন দেখুন যাচাই করুন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করুন।
গুরুত্বপূর্ন তারিখ
ইন্টারভিউ তারিখ | ০৪-০১-২০২৪ |
প্রয়োজনীয় লিঙ্ক
🌐 অফিশিয়াল ওয়েবসাইট | tifrrecruitment.tifrh.res.in |
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF | Download Now |
নতুন চাকরির খবর – জেলায় অ্যাডিশনাল ইন্সপেক্টর পদে চাকরি,