LIC Nivesh Plus Policy – LIC দিচ্ছে সুবর্ণ সুযোগ, কয়েক মাসে ডবল হবে টাকা, কিভাবে করবেন বিনিয়োগ?

LIC Nivesh Plus Policy – দেশে নাগরিকদের জন্য অনেক ধরনের সঞ্চয় স্কিম রয়েছে। ভারত সরকার অনেক ধরনের বীমা প্রকল্প পরিচালনা করেছে, যার মধ্যে আজকাল নাগরিকদের কাছে সবচেয়ে বেশি পছন্দ হল জীবন বীমা কর্পোরেশন অফ ইন্ডিয়া স্কিম। এবার অর্থ বিনিয়োগের বিরাট সুযোগ নিয়ে এলো LIC।

ভারতীয় জীবন বীমা নিগম নিয়ে এসেছে LIC Nivesh Plus Policy-তে বিনিয়োগ করুন আর কয়েক মাসেই টাকা ডবল করুন। সাথে পাবেন নিরাপত্তা ও জীবন বীমা। গ্যারান্টি যুক্ত ডবল রিটার্ন পাবেন মাত্র ৫ বছরেই। কিভাবে করবেন বিনিয়োগ? জানুন বিস্তারিত।

বিনিয়োগের ধরন

LIC Nivesh Plus হলো সিঙ্গল প্রিমিয়াম, নন পার্টিসিপেটিং, ইউনিট লিঙ্কড বীমা। আপনি যদি কম সময়ে মোটা অংকের ভালো রিটার্ন আশা করেন এবং একটু ঝুঁকি নিতে পারেন, তাহলে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC) এর নিবেশ প্লাস প্ল্যান খুব কার্যকর হবে। এলআইসি নিবেশ প্লাস প্ল্যান হল একটি ইউলিপ প্ল্যান, যাতে প্রিমিয়াম শুধুমাত্র একবারই দিতে হয়।

বিনিয়োগকৃত অর্থ কিভাবে ডবল হয়?

আপনার বিনিয়োগ করা এই টাকা শেয়ার বাজারে বিনিয়োগ করা হয়। তাই এমন পরিস্থিতিতে বিনিয়োগে ঝুঁকি রয়েছে কিছুটা। কিন্তু বেশি রিটার্নের সম্ভাবনা বেড়ে যায়। এর সাথে সাথে জীবন ও দুর্ঘটনা বীমার পরিমাণও সময়ের সাথে সাথে বৃদ্ধি পায়। তবে এই স্কিমে কমপক্ষে ৫ বছরের জন্য অর্থ বিনিয়োগ করতে হবে।

বিনামূল্যে অতিরিক্ত রেশন দেওয়া হবে! সম্পূর্ণ সুখবরটি জানুন এখনই

এই স্কিমের অধীনে, যদি কোনও বিনিয়োগকারী সর্বোচ্চ ঝুঁকি নিয়ে গ্রোথ ফান্ডের মাধ্যমে অর্থ বিনিয়োগ করে। সুতরাং ১৫ শতাংশ এনএভি বৃদ্ধির ভিত্তিতে, ৫ বছরে অর্থ প্রায় দ্বিগুণ হবে। তবে এর জন্য আপনাকে ঝুঁকি নিতে হবে। ঝুঁকি কমার সাথে সাথে রিটার্নও কমবে।

কতো টাকা বিনিয়োগ করতে হবে?

LIC Nivesh Plus স্কিমে সবচেয়ে কম ১,০০০,০০ টাকা প্রিমিয়াম দিতে হয়। এক্ষেত্রে প্রিমিয়াম একেবারেই জমা করতে হয়। পাঁচ বছর পর বিনিয়োগের ডবল টাকা আপনি রিটার্ন পাবেন।

মৃত্যুর পর বেনিফিট বা সুবিধা (LIC Nivesh Plus Policy)

এলআইসি নিবেশ প্লাস প্ল্যানের পলিসি চলাকালীন যদি পলিসি হোল্ডারের মৃত্যু হয়, তবে তাঁর যে নমিনি থাকবে তিনি পুরো টাকা ফেরত পাবেন। তবে ঝুঁকি শুরু হওয়ার পূর্বে যদি মৃত্যু হয়, তবে শুধু ইউনিট তহবিলের টাকাই প্রত্যাহার করা। ঝুঁকি শুরু হওয়ার পর মৃত্যু হলে বিমার টাকা এবং ইউনিট তহবিল দুটোই পাওয়া যাবে।

স্কুলে এবার ফ্রি WIFI ইন্টারনেট পরিষেবা! কোন কাজে ব্যবহার হবে এই ইন্টারনেট?

ম্যাচিওরিটি ও সুইচিং বেনিফিট

নিবেশ প্লাসে বিনিয়োগ করে টাকা ম্যাচিওর হওয়ার পর পলিসি হোল্ডার যদি জীবিত থাকেন সেক্ষেত্রে, ইউনিট ফান্ড মূল্যের সমপরিমাণ অর্থই পাবেন তিনি। শুধু যদি পলিসি হোল্ডারে মৃত্যু হয় তাহলে এই সুবিধা নমিনি পাবেন। LIC Nivesh Plus স্কিমে বিনিয়োগকারী যদি LIC গ্রাহক হোন তবে, পলিসি চলাকালীন নিজের ইউনিট পরিবর্তন করতে পারবেন তিনি।

আংশিক রিটার্নের সুবিধা (LIC Nivesh Plus Policy)

LIC এই পলিসিতে বিনিয়োগ করলে পাঁচ বছর ধরে টাকা ম্যাচিওর হওয়ার পর আংশিক রিটার্ন এর সুবিধা পাবেন। তখন যদি কোন ভিডিও করে চান তাহলে ৫০ শতাংশ টাকা তুলে নিয়ে বাকি টাকা লাভের জন্য বীমার খাতায় জমা রাখতে পারেন। তবে অপ্রাপ্তবয়স্ক গ্রাহকরা এই সুবিধা পাবেন না। ১৮ বছর বয়সের পর ৫০ শতাংশ টাকা প্রত্যাহার করার সুবিধা পাওয়া যাবে।

ফ্রি লুক ইন পিরিয়ড

এলআইসি নিবেশ প্লাসে বিনিয়োগ করার পূর্বে ফ্রী লুক ইন পিরিয়ডের সুবিধা পাবেন। লুক ইন পিরিয়ড (LIC Nivesh Plus Policy) চলাকালীন এই পলিসির সমস্ত সুবিধায় যাচাই করে দেখে নিতে পারবেন বিনিয়োগকারীরা। এটি ফ্রি। কোন প্রিমিয়াম জমা দিতে হয় না। ওই সময়ের মধ্যে গ্রাহক সন্তুষ্ট হলে তিনি নিশ্চিন্তে বিনিয়োগ করতে পারেন।

নিবেশ প্লাসের অনলাইন এবং অফলাইন সুবিধা

যারা নিবেশ প্লাসে আবেদন করতে চান তারা অনলাইনে হলে ৩০ দিন এবং অফলাইনে হলে ১৫ দিন লুক ইন পিরিয়ডের সুবিধা পাবেন। LIC এই প্লানে অনেকেই বিনিয়োগ করে সুবিধা পাচ্ছেন। এই পলিসিযে বিনিয়োগ করতে গেলে ন্যূনতম বয়স ৯০ দিন থেকে ৭০ বছর হওয়া বাধ্যতামূলক। ১০ থেকে ৩৫ বছরের জন্য এই পলিসি করা যেতে পারে। তবে লকইন পিরিয়ড পাঁচ বছর। প্রিমিয়ামের পর মিনিমাম লিমিট ১ লক্ষ টাকা।

RPF কনস্টেবল হতে চান? RPF এর মাসিক বেতন? সবটাই এই প্রতিবেদনে