Skip to content
WBTAK Bengali Daily News Portal | বাংলা খবর, বাংলা সংবাদ
  • Home
  • Trending
  • Jobs
  • Scholarship
  • Govt Scheme
    • Education
    • Economics
    • Business
  • Tech News
  • Hroscope
LPG Gas E Kyc Online

LPG Gas E Kyc Online – রান্নার গ্যাসের ই-কেওয়াইসি প্রক্রিয়া শেষ হচ্ছে! বিস্তারিত জানালেন কেন্দ্রীয় মন্ত্রী

July 15, 2024 by WB TAK
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

LPG Gas E Kyc Online – রান্নার গ্যাসের আধার ভিত্তিক ই-কেওয়াইসি প্রক্রিয়া চলছে। ইতিমধ্যেই অনলাইনে ই-কেওয়াইসির জন্য ডকুমেন্টস জমা দিচ্ছেন গ্রাহকরা। কিন্তু অনেকের মনেই প্রশ্ন ছিল, এই ডকুমেন্ট ভেরিফিকেশনের শেষ দিন কবে?

প্রাথমিক ভাবে গত ৩১ ডিসেম্বরের সময়সীমা ধার্য করা হলেও পরে তা মৌখিকভাবে বৃদ্ধি করা হয়। এখনো পর্যন্ত লিখিতভাবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। এবার এই নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ পুরী।

KYC শেষ দিন কবে?

গত মঙ্গলবার কেরল বিধানসভার বিরোধী দলনেতা ভিডি সাথী সানের এক চিঠির জবাবে এক্স হ্যান্ডেলে ই-কেওয়াইসি সংক্রান্ত জল্পনার নিরসন করলেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ পুরী। মঙ্গলবার মন্ত্রী হরদীপ পুরী জানিয়েছেন, ভুয়া অ্যাকাউন্ট নির্মূল করার জন্য এবং বাণিজ্যিক সিলিন্ডারের ক্ষেত্রে জালিয়াতি বন্ধ করতে তেল প্রস্তুতকারক সংস্থাগুলি ই -কেওয়াইসি করানোর সিদ্ধান্ত নিয়েছে।

দ্রুত কিনুন BSNL সিম! এক মাসের Unlimited ডেটা থেকে Call, মাত্র ১৯ টাকায়।

প্রকৃত এলপিজি উপভোক্তারা যাতে পরিসেবা (LPG Gas E Kyc Online) পান তার নিশ্চিত করতেই এমন উদ্যোগ বলে জানিয়েছেন মন্ত্রী। তিনি আরো জানেন, গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে ই-কেওয়াইসির কোন রকম ডেটলাই না এখনো পর্যন্ত দেওয়া হয়নি।

বাড়িতে বসে গ্যাসের KYC করার নিয়ম

গ্যাসের ই-কেওয়াইসি আর কোথাও যেতে হবে না। বাড়িতে বসেই করুন এই কাজ। এক্ষেত্রে দুটি অ্যাপ ইন্সটল করতে হবে। সেগুলি হলো ইন্ডিয়ান অয়েলের অফিসিয়াল অ্যাপ এবং স্ক্যানার সুবিধা প্রদানকারী অ্যাপ। তাছাড়া মোবাইলে এম আধারও থাকা বাঞ্ছনীয়।

মোবাইলে গ্যাসের KYC করার নিয়ম

প্রথমে গ্যাস কানেকশনের ই-কেওয়াইসি করতে ইন্ডিয়ান অয়েলের অ্যাপটি ওপেন করুন এবং নিজের একটি প্রোফাইল তৈরি করুন। এরপর মেনু থেকে এলপিজি সেকশন বেছে নিয়ে ডোমেস্টিক এলপিজি কানেকশনে ক্লিক করুন।

সঙ্গে সঙ্গে এলপিজি ড্যাশবোর্ড স্ক্রিনে ভেসে উঠবে। সেখানে আধার কেওয়াইসি অপশনে ক্লিক করুন। আধার কেওয়াইসিতে আপত্তি নেই জানিয়ে চেকবক্সে টিক দিয়ে নিচের ফেস স্ক্যান অপশনে ক্লিক করুন।

(LPG Gas E Kyc Online)

এরপর ফোনে আরডি সার্ভিস এর ব্যবস্থা করে, প্লে স্টোর থেকে আধার ফেস আর ডি অ্যাপ ইন্সটল করুন। ওই অ্যাপটি UIDAI দ্বারা আধার ফেস ভেরিফিকেশনের জন্য তৈরি। সেখানে ফেস স্ক্যান করে সাবমিট করুন। এভাবেই সম্পন্ন হবে গ্যাসের ই-কেওয়াইসি। সবশেষে, www.mylpg.in এই ওয়েবসাইটে গিয়ে গিয়েও ই-কেওয়াইসি জমা দিন। সেখানে এলপিজি সাবস্ক্রিপশন আইডি লিখে সাবমিট অপশনে ক্লিক করলেই হয়ে যাবে।

বিদ্যুতের দাম বৃদ্ধি? তারপরেও বিদ্যুতের দাম নিয়ে সুখবর দিলেন মুখ্যমন্ত্রী

WB TAK

wbtak.com-এ আপনাকে স্বাগতম , চাকরি ও প্রকল্প কিংবা স্কলারশিপের আপডেট পেতে ফলো করুন WBTAK.com

Read More

Recent Posts

  • Calcutta High Court Job Vacancy 2025 – কলকাতা হাইকোর্টের নতুন করে কর্মী নিয়োগ, সমস্ত জেলা থেকে আবেদন করুন।
  • SAIL Job Notification 2025 – স্টিল সংস্থায় কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি, মোটা বেতনের চাকরি।
  • WBCS Notification Out 2025 – WBCS বিভিন্ন পদে কর্মী নিয়োগ, পুরুষ মহিলা উভয় আবেদন যোগ্য।
  • NRSMCH Recruitment 2025 – কলকাতায় DEO পদে কর্মী নিয়োগ, সমস্ত জেলা থেকে আবেদন করুন।
  • BCWTD Recruitment 2025 – জেলায় ক্লার্ক ও কুক পদে কাজের সুযোগ, ছেলে মেয়ে উভয় আবেদনযোগ্য।
  • About Us
  • Disclaimer
  • Privacy Policy
  • Site Map
  • Terms and Conditions
  • Contact Us
  • DMCA Policy
  • DMCA Removal Request
Copyright © 2023 wbtak.com