শুরু হল ICDS অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ | Anganwadi Recruitment 2023.
Anganwadi Recruitment 2023: দীর্ঘ কয়েক বছর পর, পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলায় ICDS অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকাল চাকরির বাজার খুবই খারাপ,এটা কারোরই অজানা নয়।
তাই এই সুযোগ হাতছাড়া করতে না চায়লে আজই আবেদন করুন। এর জন্য আপনাকে হতে হবে শুধু মাধ্যমিক কিংবা অষ্টম শ্রেণী পাশ। আবেদন চলবে ০৭/০১/২০২৩ অবধি। কিভাবে আবেদন করবেন জানতে হলে প্রতিবেদনটি পড়ুন।
১লা জানুয়ারি থেকে MNREGA-র ১০০দিনের কাজে জারি হল নয়া নির্দেশিকা।
ICDS অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ (Anganwadi Recruitment 2023).
ICDS অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের জন্য নূন্যতম শিক্ষাগত যোগ্যতা হল যথাক্রমে মাধ্যমিক (Metric) ও অষ্টম শ্রেণী পাশ। পাশাপাশি আবেদনপ্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ৪৫ বছর।
তবে সংরক্ষিত শ্রেণি(Reserved Category) এ বিষয়ে বয়সের ছাড় পাবেন।
এখানে প্রথমে ৯০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। এতে পাশ করলে পরে ১০ নম্বরের ইন্টারভিউ (Interview) দিতে হয়। ইন্টারভিউতে পাশ করলে ডকুমেন্টস্ ভেরিফিকেশন(Documents Verification) মারফৎ প্রার্থীদের নিয়োগ করা হয়।
Madhyamik 2023 – সামনেই মাধ্যমিক পরীক্ষা, মানতে হবে এই নিয়ম, কড়া সিদ্ধান্ত মধ্যশিক্ষা পর্ষদের।
আবেদন প্রক্রিয়া
ICDS অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে (Anganwadi Recruitment 2023) আবেদন করার জন্য আবেদনকারীদের সরাসরি https://murshidabad.gov.in/notice_category/recruitment/ -এই লিংকে ক্লিক করতে হবে।
এই সম্পর্কিত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Arpita Sen.