Nagar Bandhu Prakalpa 2024 – নগর বন্ধু প্রকল্প চালু হয়েছে জানেন কি? এই প্রকল্পে কি কি সুবিধা, দেখুন বিস্তারিত।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Nagar Bandhu Prakalpa 2024 – গত বছর থেকে এই প্রকল্প নিয়ে অনেক রকম সিদ্ধান্ত ও বৈঠক হয়েছিল তবে তা এ বছর অর্থাৎ ২০২৪ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই শুরু হয়ে গেল ‘নগর বন্ধু’ প্রকল্প। এই প্রকল্পে কোথায় গিয়ে আবেদন করতে হবে? কি কি সুবিধা পাওয়া যাবে? আবেদন করার জন্য কি কি কাগজপত্র লাগবে সমস্ত তথ্য নিয়েই আজকের এই প্রতিবেদন অবশ্যই প্রথম থেকে শেষ অব্দি পড়বেন।

WB Yuvashree Prakalpa 23-2024

এই প্রকল্পের সুবিধা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু হবে না। কেবলমাত্র শহর কেন্দ্রিক কিছু অংশ সেখানকার নাগরিকরাই এই প্রকল্পের সুবিধা পেয়ে থাকবে। এছাড়া এই প্রকল্প টি রাজ্য সরকারের প্রকল্প‌ও নয়। ‘নগর বন্ধু’ প্রকল্প সম্পূর্ণ রূপে কলকাতা পুরসভার নিজস্ব একটি প্রকল্প যার পরিষেবা পুরসভার ১৪১ টি ওয়ার্ডের মধ্যে বসবাসরত নাগরিকরাই কেবলমাত্র পাবেন।

(Nagar Bandhu Prakalpa 2024)

এই প্রকল্প মূলত চালু করার আসল উদ্দেশ্য হচ্ছে বয়স্ক ও বিশেষভাবে সক্ষমরাই এর পরিষেবা পেয়ে থাকবে যা বিনামূল্যে। এই প্রকল্প শুরু করেছেন কলকাতার মেয়ের ফিরহাদ হাকিম।

এই প্রকল্পে কি কি সুবিধা থাকছে? 

১) কলকাতা পুরসভা তার অধীনস্থ যে সমস্ত এলাকায় বসবাসকারী বৃদ্ধা এবং বিশেষভাবে সক্ষমরাই এই প্রকল্পের সুবিধা একমাত্র লাভ করে থাকবে।

২) এছাড়া এখানে জমির (Nagar Bandhu Prakalpa 2024) মিউটেশন, খাজনা প্রদান, ট্যাক্স জমা, বিভিন্ন রকম সার্টিফিকেট ও লাইসেন্সের জন্য আবেদন ইত্যাদি এইসব বিষয় গুলিতে যে সময় লাগে এবং গিয়ে লাইনে দাঁড়াতে হয় এই প্রকল্পের মাধ্যমে বয়স্কদের আর বিনা ঝামেলা বিনা ঝঞ্ঝাটে তাদের কাজ অনায়াসেই হয়ে যাবে। এছাড়া এই প্রকল্পের আবেদন করার পরে নাগরিকরা তারা বাড়িতে বসেই সমস্ত গুরুত্বপূর্ণ পরিষেবা গুলি পেয়ে যাবেন।

আমার কর্মদিশা প্রকল্পের মাধ্যমে চাকরি, আবেদন পদ্ধতি দেখে নিন

৩) দেখা গেছে বর্তমান যুগে ইন্টারনেটের ব্যবহার বা অনলাইনের ব্যবহার যেভাবে হচ্ছে তাতে (Nagar Bandhu Prakalpa 2024) বহু প্রবির নাগরিকরা তারা ঠিক বুঝতে পারে না এবং তাদের বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়তে হয়। সেক্ষেত্রে এই প্রকল্পের মাধ্যমে পুরসভার আধিকারিকরা তাদের বাড়িতে গিয়েই সমস্ত অনলাইনের কাজ যেমন খাজনা জমা দেওয়া বা মিউটেশন জমা দেওয়া ইত্যাদি কাজগুলি তারা তাদের সামনেই করে দেবে। 

এই প্রকল্পে আবেদন করার জন্য কি পদ্ধতি আছে?

এখানে আবেদন করার জন্য খুব সহজ পদ্ধতি একটি নাম্বার দেওয়া আছে সেই নাম্বারের মাধ্যমেই (Nagar Bandhu Prakalpa 2024) আপনাদের যোগাযোগ করতে হবে। নম্বরে হোয়াটসঅ্যাপ করতে হবে কলকাতার পুর এলাকার মধ্যে বসবাসরত নাগরিকদের তাহলে আপনারা নগর বন্ধু প্রকল্পের সুবিধা পেয়ে যাবেন।

নারায়ণ ভান্ডার প্রকল্প নাম শুনেছেন? আবেদন করলেই ২০০০ প্রতিমাসে