NEET Admit Card Download 2024 – নিট পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড করতে চান? পরীক্ষাই বা কবে? বিস্তারিত রইল প্রতিবেদনে…

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

NEET Admit Card Download 2024 – ইউজি নিট ২০২৪ এর অ্যাডমিট ডাউনলোড প্রক্রিয়া শুরু করল NTA অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সি। ন্যাশনাল টেস্টিং এজেন্সির অফিসিয়াল ওয়েবসাইট থেকেই পরীক্ষার্থীরা নিজেদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। সেক্ষেত্রে বেশ কিছু নিয়ম রয়েছে। তাই কিভাবে ইউজি নিট ২০২৪ এর অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন, তা জানুন এই প্রতিবেদন থেকে।

ED অফিসার হতে চাইলে কি করবেন? কি যোগ্যতা লাগে? জানুন বিস্তারিত

কি জানালো ন্যাশনাল টেস্টিং এজেন্সি?

neet.ntaonline.in – এই ওয়েবসাইট থেকেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে নিট পরীক্ষার। ইতিমধ্যে এই সম্পর্কিত বিজ্ঞপ্তি জারি করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। সেখানে জানানো হয়েছে যে, এ বছর সারাদেশ জুড়ে পরীক্ষা কেন্দ্র গুলিতে মোট ২৪ লক্ষ পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন।

(NEET Admit Card Download 2024)

এদেশের ৫৫৭ টি শহরে এবং ভারতের বাইরের চৌদ্দটি শহরে এই পরীক্ষার আয়োজন করা হয়েছে। নিট পরীক্ষার অ্যাডমিট কার্ড গত ২রা মে প্রকাশিত হয়েছে। neet.ntaonline.in ওয়েবসাইট থেকে পরীক্ষার্থীরা নিজেদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। চলতি বছরের ৫ই মে রবিবার দুপুর ২:০০ থেকে বিকেল ৫:২০ মিনিট পর্যন্ত চলবে পরীক্ষা।

নিট পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করার নিয়ম

১) পরীক্ষার্থীরা ন্যাশনাল টেস্টিং এজেন্সির অফিসিয়াল ওয়েবসাইট exams.nta.ac.in/NEET বা neet.ntaonline.in -এ যান।
২) হোমপেজে NEET অ্যাডমিট কার্ড ডাউনলোড করার লিংক দেখতে পাবেন।
৩) নির্দিষ্ট স্থানে নিজের অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ড, জন্ম তারিখ লিখে স্ক্রিনে দেওয়া সিকিউরিটি কোড লিখুন।

৪) সঙ্গে সঙ্গে স্ক্রিনে নিজের অ্যাডমিট কার্ড দেখতে পাবেন।
৫) অ্যাডমিট কার্ডে পরীক্ষার সময় থেকে শুরু করে পরীক্ষার কেন্দ্র কোথায় হবে এবং নিজের ব্যক্তিগত সমস্ত তথ্য দেখতে পাবেন।
৬) অ্যাডমিট কার্ডে কোন তথ্য ভুল থাকলে সঙ্গে সঙ্গে হেল্পডেস্কে যোগাযোগ করুন।
৭) অ্যাডমিট কার্ডে কোন ভুল ভ্রান্তি না থাকলে ডাউনলোড অপশনে ক্লিক করে ইউজি নিট ২০২৪ অ্যাডমিট কার্ড ডাউনলোড করুন। পরীক্ষার দিন পরীক্ষা কেন্দ্রের প্রবেশ করতে গেলে এবং পরীক্ষা দিতে গেলে অবশ্যই সঙ্গে থাকা বাঞ্ছনীয় এই অ্যাডমিট কার্ড।

📄 Download PDFDownload Now