Business ideas – খুব সহজেই এই ব্যবসা শুরু করে আপনি হতে পারেন বিশাল লাভবান।
Business ideas- Covid -19 এর ফলে লকডাউন হবার পর থেকেই অনেকের চাকরি চলে গেছে অথবা নতুন চাকরি পেতে অসুবিধা হচ্ছে। কি করে ভাল টাকা উপার্জন করবেন বুঝতে পারছেন না। আজকে আমরা এমন একটি ব্যবসা নিয়ে আলোচনা করব, সেটি আপনি ঠিক মতো ভাবে করতে পারলে ভালো টাকা উপার্জন করতে পারবেন।
কিন্তু ব্যবসা করতে গেলে, তার আগে অনেক কিছু মাথায় রাখতে হবে না হলে আপনি ব্যবসায় বিরাট ক্ষতির সম্মুখীন হতে পারেন। বিশেষজ্ঞদের মত অনুযায়ী এগিয়ে ব্যবসা করতে পারলে খুব সহজেই স্বল্প পুঁজিতে ব্যবসা (Business ideas) করে আপনি প্রচুর টাকার মুখ দেখতে পারবেন।
স্বাস্থ্য বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি,শুধু ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ।
আজ আমরা এমন একটি Business ideas নিয়ে আলোচনা করব , যেটি আপনি খুব স্বল্প পুঁজিতে শুরু করতে পারবেন এবং ভালো পরিমানে লাভও করতে পারবেন। ক্রেতাদের চাহিদা অনুযায়ী ব্যবসা শুরু করতে পারলে সেই ব্যবসায় আপনি খুব সহজেই সফল হতে পারবেন এবং বেশি পরিমাণ লাভও করতে পারবেন। আপনি শুরু করতে পারেন কলা গুড়ির ব্যাবসা (Banana Powder Manufacturing Business ideas).
এবার আমরা জেনে নেব এই ব্যবসার (Business ideas) জন্য কি কি করতে হবে।
আমরা যে কলা মূলত খেয়ে থাকি সেই কলা কে বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে গুঁড়ো করাই হলো এই ব্যবসার মূল কাজ। এর জন্য আমাদের প্রয়োজন হতে পারে একটি মিক্সার মেশিন এবং একটি ড্রায়ার। এই মেশিনগুলি আপনি খুব স্বল্প মূল্যে বাজারে পেয়ে যাবেন।
হলদিয়া পেট্রোকেমিক্যালে একাধিক কর্মী নিয়োগ, যোগ্যতা মাধ্যমিক পাশ।
বর্তমানে কলা গুঁড়োর বাজার মূল্য প্রতি কেজি ৮০০ থেকে ৯০০ টাকা। এবং প্রতি কেজিতে লাগে ১০০ থেকে ১৫০ টি কলা। তার মানে বুঝতেই পারছেন লাভের পরিমাণ কতটা বেশি। বর্তমান সময়ে বেশিরভাগ মানুষের ডায়াবেটিসের সমস্যা থাকায় তারা সরাসরি কলা খেতে পারেনা। কিন্তু কলায় প্রচুর পরিমাণে প্রোটিন এবং শক্তি থাকার জন্য তারা এই গুঁড়ো খায়।
এছাড়াও বর্তমানে অনেক ডাক্তার শিশুদেরকে এটি খাওয়ার পরামর্শ দেয়। কলার গুড়ো সেবনে ত্বক ও উজ্জ্বল হয়। যার ফলে বাজারে এ জিনিসের চাহিদা অনেক বেশি। একবার তৈরি করতে পারলে খুব সহজে অনলাইন এবং অফলাইন এ আপনি এগুলি বিক্রি করতে পারবেন।
১লা জানুয়ারি থেকে MNREGA-র ১০০দিনের কাজে জারি হল নয়া নির্দেশিকা।
এটি তৈরি করার পদ্ধতিও খুব সহজ। খোসা ছাড়ানো কলা কে প্রথমে সাইট্রিক অ্যাসিডের দ্রবণে ভিজিয়ে রাখতে হবে তারপর কলাগুলিকে টায়ারের মাধ্যমে শুকিয়ে মিক্সারে গুড়ো করে নিতে হবে। তারপর খুব সুন্দর প্যাকিং এর মাধ্যমে এটিকে বাজারে ছাড়তে হবে।
যেহেতু এটি একটি খাদ্যজাত দ্রব্যের ব্যবসা (Business ideas) তাই এটি শুরু করার আগে ফুট সেফটি লাইসেন্স ও ট্রেড লাইসেন্স নিতে একদমই ভুলবেন না। তাহলে এবার আর না ভেবে ভালো পরিমান লাভের মুখ দেখতে এবং বেকারত্ব ঘোচাতে শুরু করে ফেলুন এই ব্যবসা।
এই সম্পর্কিত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Soham Senapati.