ফের বদলাতে পারে মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষার রুটিন ! জল্পনায় পরীক্ষার্থী ও অভিভাবকরা
সামনেই মাধ্যমিক পরীক্ষা, কোভিড কাটিয়ে প্রায় দু বছর পর আবার পুরনো ছন্দে ফিরতে চলেছে মাধ্যমিক। তাই বেশ ভয়ের মধ্যেই রয়েছে ছাত্র-ছাত্রীরা। কিন্তু পর্ষদ বিভিন্ন সময় বিভিন্ন নিয়ম বদলাচ্ছে মাধ্যমিকের। প্রথমেই ইতিহাস পরীক্ষার ডেট পাল্টে দেয় পর্ষদ। ২৭ এ ফেব্রুয়ারির বদলে পরীক্ষা করে দেওয়া হয় ১লা মার্চে।
পরীক্ষার্থীরা ভেবেছিল এখানেই হয়তো শেষ কিন্তু পর্ষদ চমকের পর চমক দিয়েই চলেছে। ৮ ই ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের অর্থ দপ্তর থেকে এক নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আর সেই বিজ্ঞপ্তি দেখেই দ্বন্দ্বে পড়েছেন মাধ্যমিক পরীক্ষার্থীরা।
২৮ ফেব্রুয়ারি রয়েছে মাধ্যমিকের জীবন বিজ্ঞান পরীক্ষা, কিন্তু অর্থ দপ্তরের নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ২৭ তারিখ যে ইলেকশন রয়েছে সেখানে ডিউটিতে যাবেন শিক্ষকেরা, তাদের যদি ভোটের কাজের জন্য ২৭ তারিখ বাড়ি ফিরতে দেরি হয় সেক্ষেত্রে তারা ২৮ তারিখ ছুটি নিতে পারেন। এমনটাই বলা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।
আরও পড়ুন- মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা ভালো নাম্বার পেতে এই পদ্ধতি মেনে চলুন।
এই দেখেই অবাক পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকেরা। ২৮ তারিখ মাধ্যমিকের জীবন বিজ্ঞান পরীক্ষা হওয়ার কথা, যদি শিক্ষকেরাই কাজে যোগ না দিতে পারেন তাহলে কিভাবে সেই পরীক্ষা হবে ? এ নিয়ে শোরগোল পড়ে গিয়েছে ছাত্র এবং অভিভাবক মহলে।
কিন্তু এ বিষয়ে পর্ষদের তরফ থেকে এখনো কোনো নতুন নোটিশ জারি করা হয়নি । তবে এই নিয়ে চিন্তায় রয়েছেন সবাই। এখন দেখবার বিষয়ে একটাই, ২৮ তারিখ জীবন বিজ্ঞান পরীক্ষার রুটিন অনুযায়ী হবে নাকি নতুন কোন নোটিশ জারির মাধ্যমে তার পরিবর্তন করা হবে!
তবে ছাত্র-ছাত্রীরা চাইছে যাতে তাদের পরীক্ষার ডেটের আর পরিবর্তন না হোক। কারণ এতে তাদের সমস্যার মুখোমুখি হতে হয়। তারা মস্তিষ্ক স্থির করে পরীক্ষার প্রিপারেশন নেয় কিন্তু বারবার পরীক্ষার তারিখ চেঞ্জ করা হলে তাদের প্রস্তুতির সময় অসুবিধার মুখোমুখি পড়তে হয়।
তবে এমনও হতে পারে, যে সমস্ত শিক্ষকেরা পরীক্ষায় গার্ড দেবেন তাদের হয়তো ভোটের ডিউটি দেয়া হবে না, এবং যাদের ভোটের ডিউটি দেয়া হবে তাদের হয়তো বা পরীক্ষার গার্ড হিসাবে দেওয়া হবে না। তবে পুরোটাই একটি কল্পনামাত্র। এর কোনোটিই অফিশিয়াল ভাবে জানায়নি পর্ষদ বা অর্থদপ্তর। তবে খুব শীঘ্রই হয়তো একটি নতুন নোটিশ মারফত তারা ছাত্র-ছাত্রীদের নতুন পরিকল্পনা বিষয়ে জানাবেন। এই সম্পর্কিত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Soham Senapati.