NIA DEO Recruitment 2023 – কেন্দ্রে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ। বেতন ২৯ হাজার ২০০ টাকা।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

NIA DEO Recruitment 2023 – যেসব চাকরিপ্রার্থীরা কেন্দ্র সরকারের চাকরির জন্য অপেক্ষা করেছিলেন তাদের জন্য খুশির খবর। কেন্দ্র সরকারের অধীনস্থ সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA) তরফ থেকে ডাটা এন্ট্রি অপারেটরে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে খুব সহজে আবেদন করে নিতে পারবে। দেশের যে কোন স্থানে এখানে নিয়োগ হবে। আরো বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটটি ফলো করুন।

নিয়োগ সংস্থাNIA
পদের নামডাটা এন্ট্রি অপারেটর / Data Entry Operator
মোট শূন্যপদ৩৪ টি 
আবেদন মাধ্যমঅনলাইন
আবেদন শেষ২২-০৮-২০২৩

নতুন চাকরির খবর – রাজ্যজুড়ে বিভিন্ন ব্যাংকে ক্লার্ক নিয়োগ, শূন্যপদ ৪৫৪৫ টি

পদের নাম (NIA DEO Recruitment 2023)

এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হল ডেটে এন্ট্রি অপারেটর অর্থাৎ (DEO)।

বয়স সীমা ও বেতন

১) উল্লেখিত পদে (NIA DEO Recruitment 2023) আবেদন করার জন্য আবেদনকারীদের বয়সসীমা ৫৬ বছরের মধ্যে হতে হবে। আরো বিস্তারিত জানার জন্য অবশ্য সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ফলো করুন।

২) যদি আপনারা এই পদে আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে প্রায় ২৯,২০০ – ৯২,৩০০/- টাকা করে বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা (NIA DEO Recruitment 2023)

যে সমস্ত ইচ্ছুক চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করবেন ভাববেন তাদের এখানে বর্তমানে সরকারি কর্মচারী এবং ইনফরমেশন টেকনোলজিতে ‘ও’ অথবা ‘এ’ সার্টিফিকেট থাকলেই এখানে আবেদন করা যাবে।

নিয়োগ প্রক্রিয়া ও নিয়োগ স্থান

১)এখানে নিয়োগ (NIA DEO Recruitment 2023) করা হবে ডেপুটেশনের ভিত্তিতে।
৩)এখানে যদি আপনারা আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের মনে রাখতে হবে ভারতের যে কোন স্থানে নিয়োগের স্থান হতে পারে।

কি ভাবে (NIA DEO Recruitment 2023) আবেদন করতে হবে? 

১) এখানে আবেদন করতে হলে (NIA DEO Recruitment 2023) অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
২) সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
৩) রেজিস্ট্রেশন সম্পূর্ণ হওয়ার পরে ওটিপি দিয়ে লগইন করতে হবে।
৪) লগইন করার পরে যে পদের জন্য আবেদন করবেন সেই পদটিকে দিয়ে চয়েস করতে হবে।
৫) এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিলাপ করতে হবে।
৬) তারপরে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলিকে নির্দিষ্ট সাইজ মত আপলোড করতে হবে।
৭) সর্বশেষ নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
৮) আরো ভালোভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন ও নিজের দায়িত্বে আবেদন করুন।

অফিশিয়াল নোটিফিকেশন PDF-

https://nia.gov.in/writereaddata/Portal/Recruitment/163_1_DataEntryOperator.pdf

নতুন চাকরির খবর – ১৭,৫৫০ টাকা বেতন রামকৃষ্ণ মিশনে কর্মী নিয়োগ