PEN Card Details 2024 – আমাদের জীবনে প্যান এবং আঁধার এই দুটি কার্ড ভীষণ গুরুত্বপূর্ণ। আধার কার্ড ছাড়া কোন সরকারি কাজ হয় না। আবার অন্যদিকে প্যান কার্ড ছাড়া বড় অংকের টাকার লেনদেন থেকে শুরু করে অনেক কাজ আটকে যায়। প্যান কার্ড ছাড়া ব্যাংক একাউন্ট তৈরি করা গেলেও সব সুবিধা পাওয়া যায় না। তবে এসব প্যান কিংবা আধার কার্ড ছাড়াও এসে গিয়েছে এক নতুন কার্ড। ইতিমধ্যেই সেই কার্ড প্রদান করা শুরু হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। এই বাংলায় সেই কার্ড প্রদান করা হচ্ছে।
Permanent Education Number Card
আসলে যে কার্ডের কথা বলা হচ্ছে সেই কার্ড (PEN Card Details 2024) আগামী দিনে ভীষণ জরুরি হয়ে উঠবে সাধারণ মানুষের কাছে। এই কার্ডের মধ্য দিয়ে পাওয়া যাবে দারুণ সুবিধা। নতুন এই কার্ডের নাম হলো PEN কার্ড বা Permanent Education Number। প্যান কার্ড অথবা আধার কার্ডে যেমন ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর থাকে, ঠিক সেই রকমই এই কার্ডেও একটি নম্বর থাকবে। আর ওই নম্বরটি হবে ১১ ডিজিটের।
বিনামূল্যে অতিরিক্ত রেশন দেওয়া হবে! সম্পূর্ণ সুখবরটি জানুন এখনই
কারা পাবেন এই কার্ড
PEN কার্ড মূলত পড়ুয়াদের জন্য দেওয়া হবে। এই কার্ড চালু করেছে কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়। PEN কার্ড বা Permanent Education Number কার্ড শুধুমাত্র দেওয়া হবে ছাত্রছাত্রী। ইতিমধ্যেই (PEN Card Details 2024) কার্ড বিলির প্রক্রিয়া শুরু হয়েছে। দেশের বিভিন্ন রাজ্যের ছাত্র-ছাত্রীদের পাশাপাশি এ রাজ্যের অনেক ছাত্র-ছাত্রী এই কার্ড পেয়েছে।
PEN কার্ড এর গুরুত্ব (PEN Card Details 2024)
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে চালু করা নতুন এই PEN কার্ড থেকে বিভিন্ন প্রান্তে স্কুল কলেজ কিংবা অন্য কোন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার ক্ষেত্রে কোন সমস্যা তৈরি হবে না। তবে আগামী দিনে এই কার্ড না থাকলে ভর্তি হওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি হতে পারে বলে জানা যাচ্ছে। স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে চালু করা এই কার্ড আগামী দিনে পড়ুয়াদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ কার্ড হিসেবে পরিগণিত হতে চলেছে।
PEN কার্ড এর সুবিধা
কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের চালু করা PEN কার্ড যদি থাকে তাহলে, এক শিক্ষা প্রতিষ্ঠান থেকে অন্য শিক্ষা প্রতিষ্ঠান স্থানান্তরিত বা মাইগ্রেশন হওয়ার কাজ খুব দ্রুত এবং সঠিকভাবে হবে। শুধু তাই নয় স্কলারশিপ, চাকরি এবং সরকারি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাওয়ার সময় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন নেবে এই কার্ড। ভুয়ো ডিগ্রি ধরার ক্ষেত্রেও এই কার্ড দারুন কাজ করবে।
স্কুলে এবার ফ্রি WIFI ইন্টারনেট পরিষেবা! কোন কাজে ব্যবহার হবে এই ইন্টারনেট?