PM Surya Ghar 2024 – দেশবাসীর জন্য সুখবর তথ্য উঠে এসেছে কেন্দ্র সরকারের তরফে। লোকসভা ভোটের আগে প্রধানমন্ত্রীর তরফে কি এমন ঘোষিত হলো যা সত্যিকারই দেশবাসীর জন্য সুবিধা জনক। প্রায়ই কেন্দ্র সরকারের তরফে বিভিন্ন প্রকল্প যোজনার মাধ্যমে দেশবাসীকে সুবিধার হাত বাড়িয়ে দেন।
সেরকমই দেশবাসীর জন্য কেন্দ্র সরকারের তরফে সূর্যোদয় যোজনা নামক এক ধরনের নতুন যোজনা চালু করল। দেশের যেকোনো গরিব থেকে মধ্যবিত্ত পরিবারের প্রার্থীরা বিনামূল্যে বিদ্যুৎ পাওয়ার জন্য এই যোজনায় আবেদন জানাতে পারবে। এই যোজনার সুবিধা? কিভাবে এই যোজনা যুক্ত হওয়া সম্ভব ? এই যোজনায় আবেদন করার জন্য কি যোগ্যতার প্রয়োজন ? ইত্যাদি সমস্ত তথ্য উল্লেখিত রয়েছে আজকের এই প্রতিবেদনে।
নারায়ণ ভান্ডার প্রকল্প নাম শুনেছেন? আবেদন করলেই ২০০০ প্রতিমাসে
দৈনন্দিন দিনে বিদ্যুতের খরচ যে পরিমানে দেশে বৃদ্ধি পাচ্ছে তাতে জীবাশ্ম জ্বালানির হার কমে যাচ্ছে। যেকোনো কাজের ক্ষেত্রে বিদ্যুৎ ছাড়া দেশ চলা দুষ্কর হয়ে পড়েছে। এর ফলে বিদ্যুতের দাম দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে। যার ফলে দেশবাসী বিদ্যুতের খরচ হিসাবে পারিবারিক খরচ থেকে বহু পরিমাণ দিতে হচ্ছে।
অনেক গরিব পরিবার এই বিদ্যুতের খরচ না(PM Surya Ghar 2024) চালাতে পারাই বিনা বিদ্যুতে পরিবার চালাচ্ছেন। দেশবাসীর এই দুঃসহ অবস্থা দূরীকরণের জন্য কেন্দ্র সরকারের তরফে বিনামূল্যে বিদ্যুৎ ব্যবস্থা চালু হতে চলেছে। কেন্দ্র সরকার দেশবাসীর পারিবারিক খরচ থেকে বিদ্যুৎ খরচ না দিতে হয় তার জন্যই এই ব্যবস্থা চালু করেছেন। আসুন আরো বিস্তারিত জেনে নিই।
PM Surya Ghar 2024
এই যোজনায় কিভাবে আবেদন জানাবেন ?
এই যোজনায় আবেদন জানানোর জন্য অবশ্যই দেশবাসীদের নিচের পদ্ধতিগুলি অবলম্বন করতে হবে। যেকোন ভারতীয় নাগরিক নিচের পদ্ধতি অবলম্বনে আবেদন জানাতে পারবে।
১) ভারতীয় নাগরিকদের এই যোজনায় আবেদন জানানোর জন্য প্রথমে pmsuryaghar.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে এবং Apply For Rooftop Solar অপসনে ক্লিক করতে হবে।
২) তারপর ইচ্ছুক আবেদনকারীদের নিজের রাজ্যের নাম, নিকটবর্তী বিদ্যুৎ সংস্থার নাম সিলেক্ট করতে হবে।
৩) তারপর যে আবেদনপত্র আসবে সেটি নিজের নাম সহ যাবতীয় ঠিকানা ও বিদ্যুৎ দপ্তরের আগে ব্যবহার করা বিদ্যুৎ আইডি কিংবা অন্যান্য তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। এইভাবে এই যোজনার আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আবেদন করার পর মেনে চলা কয়েকটি নিয়ম
উপরিক্ত পদ্ধতিতে আবেদন করার পর যেকোন দেশবাসী এই যোজনার সুবিধা হিসাবে সোলার প্যানেল বাড়ির ছাদে বসাতে পারবে। তারপর সোলার প্যানেল বাড়ীর ছাদে বসানোর জন্য নিচের নিয়মগুলি অবশ্যই মানতে হবে।
১) বাড়ির ছাদে সোলার প্যানেল বসানোর জন্য (PM Surya Ghar 2024) দেশবাসীদের ডিশকম বিক্রেতার কাছ থেকে এই প্যানেল সংগ্রহ করতে হবে।
২) তারপর নেট মিটারের জন্য নিকটবর্তী বিদ্যুৎ সংস্থায় সোলার প্যানেল বিবরণ দিয়ে আবেদন জানাতে হবে।
৩) নেট মিটার আবেদনপ্রাপ্ত হওয়ার পর বাড়ির ছাদে বসানো প্যানেলেরকে ডিশকম এর সাহায্যে পরীক্ষা করা হবে।
৪) প্যানেল বসানোর প্রক্রিয়ার সঠিকভাবে থেকে থাকলে আবেদনকারীকে pmsurya ghar এই ওয়েবসাইট থেকে একটি সার্টিফিকেট দেওয়া হবে। এই প্যানেলের যে পরিমাণ বিদ্যুৎ খরচ হবে তার মধ্যে ৩০০ ইউনিট বিদ্যুৎ ফ্রিতে পাবে আবেদনকারী।
এই যোজনা সংক্রান্ত আরো বিস্তারিত জানার জন্য অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশনটি ভালো করে অধ্যায়ন করে নিতে হবে।