PM Suryoday Yojana 2024 – দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অযোধ্যায় তৈরি রাম মন্দিরের জন্য তার সম্মান অতুলনীয়। ফের রাম মন্দির প্রতিষ্ঠার পর দেশে ফিরলেন এবং দেশবাসীর জন্য একটি নতুন সুবিধার হাত বাড়িয়ে দিলেন।
কেন্দ্র সরকারের তরফে প্রায় বিভিন্ন যোজনা ও প্রকল্পের মাধ্যমে দেশবাসীকে সুযোগ-সুবিধা দিয়ে থাকেন এবং সাহায্যের হাতের হাত বাড়িয়ে দেন। রাম মন্দির প্রতিষ্ঠার পর মাননীয় প্রধানমন্ত্রী দিল্লিতে ফিরে দেশবাসীর জন্য খুশির খবর।
এবার রাজ্যে চালু হতে চলেছে সূর্যোদয় যোজনা। এই যোজনার মাধ্যমে 1 লক্ষেরও বেশি বাড়িতে সোলার প্যানেল বসানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। দেশের মানুষের বিদ্যুতের খরচ কমানোর উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রীর এই ঘোষণা।
PM Suryoday Yojana 2024
কেন্দ্র সরকারের তরফে দরিদ্র মানুষদের বিদ্যুৎ খরচ যাতে না লাগে তার জন্য এই ব্যবস্থা। কিভাবে এই যোজনার সঙ্গে যুক্ত হবেন ও কি যোগ্যতার প্রয়োজন, আবেদন পদ্ধতি ইত্যাদি বিস্তারিত তথ্য আসুন জেনে নিই এই প্রতিবেদনের মাধ্যমে।
সূর্যোদয় যোজনা কি (PM Suryoday Yojana 2024)
সূর্যদয় যোজনা হল দেশের প্রধানমন্ত্রী দ্বারা চলিত নতুন যোজনা। এই যোজনার মাধ্যমে দেশের প্রতিটি বাড়ির ছাদে সৌর প্যানেল বসানো হবে। যার ফলে দেশবাসীদের কারেন্ট বিলের খরচ কমে যাবে।
सूर्यवंशी भगवान श्री राम के आलोक से विश्व के सभी भक्तगण सदैव ऊर्जा प्राप्त करते हैं।
— Narendra Modi (@narendramodi) January 22, 2024
आज अयोध्या में प्राण-प्रतिष्ठा के शुभ अवसर पर मेरा ये संकल्प और प्रशस्त हुआ कि भारतवासियों के घर की छत पर उनका अपना सोलर रूफ टॉप सिस्टम हो।
अयोध्या से लौटने के बाद मैंने पहला निर्णय लिया है कि… pic.twitter.com/GAzFYP1bjV
যোজনার সুবিধা
এই যোজনার মাধ্যমে বিভিন্ন সুবিধা নিয়ে প্রধানমন্ত্রী ঘোষণা করলেন সূর্যোদয় যোজনা। এই যোজনা সাহায্যে দেশবাসী বিদ্যুতের খরচ লাগবে না। বিদ্যুতের খরচ কমানোর জন্য দেশবাসীর জন্য প্রতিটি বাড়ির ছাদের সৌর প্যানেল বসানোর সিদ্ধান্ত নিয়েছেন। এর মাধ্যমে যেকোনো দেশবাসী সৌর প্যানেলের সাহায্যে বিদ্যুতের যাবতীয় সুবিধা পাবেন।
নারায়ণ ভান্ডার প্রকল্প নাম শুনেছেন? আবেদন করলেই ২০০০ প্রতিমাসে
আবেদন যোগ্য (PM Suryoday Yojana 2024)
১) যোজনায় আবেদনকারীকে ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২) আবেদনকারীকে সরকারি চাকরিরত থাকা চলবে না।
৩) আবেদনকারীর আয় বার্ষিক ১ লাখ টাকার উপরে হওয়া চলবেনা।
যোজনা চালুর কারণ
এই যোজনায় সংযুক্ত হওয়ার জন্য নিচের যোগ্যতাগুলি থাকা প্রয়োজন।
সংবাদ সূত্রে জানা গিয়েছে দেশের প্রধানমন্ত্রী টুইটারে জানিয়েছেন সকল মানুষ সূর্য দেবতার কাছে থেকে আলো পেয়ে থাকেন। সেজন্য প্রধানমন্ত্রী অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার পর রাজ্যবাসীদের রামের লীলা দেখানোর জন্য এই যোজনা চালু করেছেন। এবং শ্রী রামের ভক্তদের প্রতি করুনার ছবি তুলে ধরার জন্য দেশে এই যোজনা চালু করেছেন।
আবেদন পদ্ধতি
এই যোজনায় দেসবাসী অফলাইন ও অনলাইন দুই মাধ্যমে আবেদন করতে পারবেন। অফলাইনে আবেদনের জন্য আবেদনকারীকে বিডিও অফিসে গিয়ে যোজনার ফর্ম ফিলাপ করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্টস গুলির জেরক্স কপি তার সঙ্গে পিন করে জমা দিতে হবে। আবেদন জমা দেওয়ার পর একটি রশিদ দেবে সেটি নিজের কাছে রাখতে হবে।
অনলাইনে আবেদনের জন্য আবেদনকারীকে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যাবতীয় সঠিক তথ্য দিয়ে ফর্মটি পূরণ এবং আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি সঠিকভাবে আপলোড করতে হবে। সর্বশেষ একটি রশিদ বের হবে এবং সেটির নিজের কাছে রাখতে হবে। এই দুই পদ্ধতির মধ্যে যেকোন একটি পদ্ধতিতে দেশের যেকোনো প্রার্থী উপরিক্ত যোগ্যতা থাকলে এই যোজনার সুবিধা পাবে।