Skip to content
WBTAK Bengali Daily News Portal | বাংলা খবর, বাংলা সংবাদ
  • Home
  • Trending
  • Jobs
  • Scholarship
  • Govt Scheme
    • Education
    • Economics
    • Business
  • Tech News
  • Hroscope
Pradhan Mantri Shram Yogi Mandhan Yojana

Pradhan Mantri Shram Yogi Mandhan Yojana – মাসে ২০০ টাকা জমা করে প্রতি বছরে মিলবে 36 হাজার টাকা, আবেদন করুন এইভাবে।

August 22, 2023 by WB TAK
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Pradhan Mantri Shram Yogi Mandhan Yojana – কেন্দ্র সরকারের অসংগঠিত শ্রমিক অর্থাৎ নিম্ন আয়ের ব্যক্তিদের জন্য অবসর জীবনে কেন্দ্র সরকারের তরফ থেকে একটি পেনশন সুবিধা প্রদান করছে। সরকারের এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনা। এই প্রকল্পে এখনো পর্যন্ত ৪৫ লক্ষেরও বেশি মানুষ সুবিধা পাচ্ছে। ভারতবর্ষের নাগরিক হয়ে থাকলে এই প্রকল্পে আবেদন করা যাবে। 

এই প্রকল্পে ১৮ থেকে ৪০ বছর বয়সের মধ্যে সকল নাগরিকই আবেদন করতে পারবে। যদি কোন (Pradhan Mantri Shram Yogi Mandhan Yojana) ইচ্ছুক ব্যক্তি এই প্রকল্পে মধ্যে আসে তাহলে তার ৬০ বছর পর থেকে আজীবন অর্থাৎ মৃত্যুর আগে পর্যন্ত প্রতি মাসের ৩০০০ টাকা করে পেনশন পাবে। এই প্রকল্পের একটি বিশেষ বৈশিষ্ট্য হল জন ধন অ্যাকাউন্টধারীরাও এই প্রকল্পের সুবিধা নিতে পারে। যদি সংশ্লিষ্ট শ্রমিকের মৃত্যু হয়, তা হলে তাঁর জীবনসঙ্গী পেনশনের ৫০% টাকা পাবেন।

এই প্রকল্পে আবেদন করলেই মিলবে ২ লক্ষ টাকা, আবেদন করার পদ্ধতি দেখে নিন

কারা এই প্রকল্পের আওতায় আসবে?

১) গৃহকর্মী।
২) হেড লেডার।
৩) ভূমিহীন শ্রমিক।
৪) বিড়ি শ্রমিক।
৫) চামড়া শ্রমিক।
৬) রিকশা চালক।
৭) মিড ডে মিল কর্মী।
৮) ধোপা।
৯) ইট ভাটার শ্রমিক।
১০) মুচি।
১১) আবর্জনা বাছাইকারী।
১২) তাঁত শ্রমিক।
১৩) নির্মাণ শ্রমিক।
১৪) রাস্তার বিক্রেতা।
১৫) কৃষি শ্রমিক।

এই প্রকল্পে নাম লেখানোর জন্য প্রয়োজনীয় যোগ্যতা – 

১) এই প্রকল্পে (Pradhan Mantri Shram Yogi Mandhan Yojana) আবেদন করার জন্য বয়স সীমা ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
২) এই প্রকল্পের জন্য অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক হওয়াটা বাধ্যতামূলক।
৩) যাদের মাসিক আয় ১৫ হাজার টাকা বা তার কম তারা এই প্রকল্পে আবেদন করতে পারবে।

কারা এই প্রকল্পে (Pradhan Mantri Shram Yogi Mandhan Yojana) যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবে না?

১) সংগঠিত ক্ষেত্রের কর্মী হলে বা EPF/NPS/ESIC-র সদস্য হলে।
২) যারা সরকারকে আয়কর দেয় তারা এই প্রকল্পের আওতায় আসবে না।

প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনা স্কিমের পদ্ধতি জেনে নিন

যদি কোন ব্যক্তির বয়স ১৮ হয় তাহলে ৬০ বছর বয়স পর্যন্ত সেই ব্যক্তিকে প্রত্যেক মাসে ৫৫ টাকা করে প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনায় জমা করতে হবে। যদি কোন (Pradhan Mantri Shram Yogi Mandhan Yojana) ব্যক্তির বয়স ২৯ বছর হয় তাহলে তাকে ৬০ বছর বয়স পর্যন্ত প্রতি মাসে ১০০ টাকা করে এই স্কিমে জমা করতে হবে। তাছাড়া কোন ব্যক্তির বয়স যদি ৪০ বছর হয় তাহলে এই প্রকল্পে পেনশন এর সুবিধা পেতে হলে ৬০ বছর পর্যন্ত প্রতি মাসে ওই ব্যক্তিকে ২০০ টাকা করে জমা করতে হবে।

এই প্রকল্পে আবেদন করার জন্য গুরুত্বপূর্ণ নথিগুলি দেখে নিন

এখানে আবেদন করার জন্য শুধুমাত্র দুটি ডকুমেন্টস এর প্রয়োজন হয়, প্রথমটি হল আবেদনকারীর নিজস্ব আধার কার্ড ও ব্যাংকের পাসবুক। তাহলেই এখানে অনায়াসে ওই ব্যক্তি আবেদন করতে পারবে। (Pradhan Mantri Shram Yogi Mandhan Yojana) এছাড়া এই সম্পর্কিত আরও তথ্য পাওয়ার জন্য ও আরো অন্যান্য রাজ্য সরকারের প্রকল্পের আপডেট পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল ও whatsapp গ্রুপে আজই যুক্ত হতে পারেন ও আমাদের এই ওয়েবসাইটটিকে রেগুলার ভিজিট করতে পারেন।

নতুন চাকরির খবর – রামকৃষ্ণ মিশনে গ্রুপ ডি ও শিক্ষা কর্মী নিয়োগ, যোগ্যতা অষ্টম পাশ

WB TAK

wbtak.com-এ আপনাকে স্বাগতম , চাকরি ও প্রকল্প কিংবা স্কলারশিপের আপডেট পেতে ফলো করুন WBTAK.com

Read More

Related Posts

NABARD Recruitment 2025

NABARD Recruitment 2025 – গ্রামীণ ব্যাঙ্কে প্রচুর কর্মী নিয়োগ, আবেদন পদ্ধতি দেখে নিন।

Block Development Office Vacancy 2025

Block Development Office Vacancy 2025 – জেলায় বিডিও অফিসের অধীনে কর্মী নিয়োগ, বেতন প্রতিমাসে ১০ হাজার টাকা। 

WBSEDCL New Recruitment 2025

WBSEDCL New Recruitment 2025 – রাজ্যর বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ, ভালো বেতনের চাকরি।

Flipkart Internship 2025

Flipkart Internship 2025 – উচ্চ মাধ্যমিক পাশ করেছেন ? তাহলে আপনার জন্য দারুণ সুযোগ নিয়ে এসেছে ফ্লিপকার্ট।

Citroen C3 CNG

টাটা ও মারুতিকে টেক্কা দিতে বাজারে আসছে সস্তার CNG গাড়ি, সাথে ভরপুর নতুন ফিচার্স !

DM Office New Recruitment 2025

DM Office New Recruitment 2025 – ১৬,৫০০ টাকা বেতনে DM অফিসে কর্মী নিয়োগ, উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করুন।

RRC Group C Recruitment 2025

RRC Group C Recruitment 2025 – মাধ্যমিক পাসে রেলওয়েতে গ্রুপ-ডি কর্মী নিয়োগ, বেতন শুরু ১৮ হাজার টাকা থেকে।

IOCL Apprentice Recruitment 2025

IOCL Apprentice Recruitment 2025 – ১৭৭০ শূন্যপদে ইন্ডিয়ান অয়েলে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন।

BECIL Recruitment 2025

BECIL Recruitment 2025 – মাধ্যমিক পাশে কেন্দ্র কর্মী নিয়োগ, বেতন প্রতিমাসে ১৮,৯৯৩ টাকা

  • NABARD Recruitment 2025 – গ্রামীণ ব্যাঙ্কে প্রচুর কর্মী নিয়োগ, আবেদন পদ্ধতি দেখে নিন।
  • Block Development Office Vacancy 2025 – জেলায় বিডিও অফিসের অধীনে কর্মী নিয়োগ, বেতন প্রতিমাসে ১০ হাজার টাকা। 
  • WBSEDCL New Recruitment 2025 – রাজ্যর বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ, ভালো বেতনের চাকরি।
  • Flipkart Internship 2025 – উচ্চ মাধ্যমিক পাশ করেছেন ? তাহলে আপনার জন্য দারুণ সুযোগ নিয়ে এসেছে ফ্লিপকার্ট।
  • টাটা ও মারুতিকে টেক্কা দিতে বাজারে আসছে সস্তার CNG গাড়ি, সাথে ভরপুর নতুন ফিচার্স !
  • About Us
  • Disclaimer
  • Privacy Policy
  • Site Map
  • Terms and Conditions
  • Contact Us
  • DMCA Policy
  • DMCA Removal Request
Copyright © 2023 wbtak.com