Railway School Recruitment 2023 – আবারো চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর। রেলের স্কুলে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদন মূল্য আছে কি না? আবেদন করার শেষ তারিখ কবে এইসব বিষয় নিয়ে সমস্ত তথ্য জানার জন্য এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অব্দি পড়ুন। তাছাড়া সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন করতে পারেন।
নিয়োগ সংস্থা | Chittaranjan Locomotive Works (CLW) |
পদের নাম | Various |
মোট শূন্যপদ | নিচে উল্লেখ করা আছে |
আবেদন মাধ্যম | ইন্টারভিউ |
ইন্টারভিউ তারিখ | ২২.১১.২০২৩ // ২৩.১১.২০২৩ // ২৪.১১.২০২৩ |
নতুন চাকরির খবর – আবারো ফরেস্ট গার্ড কর্মী নিয়োগ, মাধ্যমিক পাস যোগ্যতায়
পদের নাম ও শূন্যপদ (Railway School Recruitment 2023)
১) এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – Bengali,Hindi, Political Science,Mathematics, History, Physics,English, Economics, Commerce, and Physical Education এখানে (PGT) এবং PRT/ Computer Education পদে শিক্ষক নিয়োগ করা হবে।
২) এখানে মোট ২০ জনকে নিয়োগ করা হবে।
বয়স সীমা ও বেতন (Railway School Recruitment 2023)
১) যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সীমা সর্বোচ্চ ৬৫ বছর মধ্যে বয়স থাকলেই এখানে আবেদন করা যাবে।
২) এখানে Computer Education / PRT পদে চাকরিপ্রাপ্ত প্রার্থীদের প্রতিমাসে ২১,৫০০/- টাকা বেতন প্রদান করা হবে তাছাড়া PGT (Physics, Bengali, Political Science, English, Hindi, History, Mathematics, Economics, Commerce, and Physical Education) পদে চাকরিপ্রাপ্ত প্রার্থীদের প্রতিমাসে ২৭,৫০০/- টাকা বেতন প্রদান করা হবে।
শিক্ষাগত যোগ্যতা
এখানে অনেকগুলি (Railway School Recruitment 2023) শূন্য পদে রয়েছে এবং প্রত্যেক শূন্য পদে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা লাগছে অবশ্যই সংস্থার অফিসার বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত ইন্টারভিউ স্থানীয় ইন্টারভিউ দিতে যেতে পারেন।
এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?
clw.indianrailways.gov.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।
নিয়োগ প্রক্রিয়া (Railway School Recruitment 2023)
এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে ইন্টারভিউ এর মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের এখানে নিয়োগ প্রদান করা হবে।
কি ভাবে আবেদন করতে হবে?
যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে অফলাইন বা অনলাইনে আবেদন করতে হবে না। এখানে সরাসরি ইন্টারভিউ স্থানে চলে যেতে হবে সেখানে ইন্টারভিউ হয়ে যাবে। ইন্টারভিউ (Railway School Recruitment 2023) দিতে যাওয়ার আগে অবশ্যই একটি বায়োডাটা তৈরি করতে হবে। তার সঙ্গে যা যা ডকুমেন্টস আছে সেগুলিকে অ্যাটাচ করতে হবে এবং সমস্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি যা যা উল্লেখ করা আছে সেগুলোকে অবশ্যই অনুসরণ করে নির্দিষ্ট টাইম এবং ঠিকানায় চলে গেলে ইন্টারভিউ হয়ে যাবে। এ বিষয়ে আরো বিস্তারিত জানার জন্য অবশ্যই সংস্থার অফিসার বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্ব স্থানে ইন্টারভিউ দিতে যাবেন।
গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | ৩০-১০-২০২৩ |
ইন্টারভিউ তারিখ | ২২.১১.২০২৩ // ২৩.১১.২০২৩ // ২৪.১১.২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক
🌐 অফিশিয়াল ওয়েবসাইট | clw.indianrailways.gov.in |
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF | Download Now |
নতুন চাকরির খবর – SDO অফিসে কর্মী নিয়োগ, বেতন প্রতি মাসে ১৬,৮০০/- টাকা