SDO Office Recruitment 2023 – SDO অফিসে কর্মী নিয়োগ, বেতন প্রতি মাসে ১৬,৮০০/- টাকা।

SDO Office Recruitment 2023 – রাজ্য সমস্ত চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর। রাজ্যের একটি SDO অফিস থেকে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এখানে ছেলে ও মেয়ে প্রত্যেকের আবেদন করতে পারবে। ইচ্ছুক প্রার্থীরা অফলাইন এর মাধ্যমে নিজেদের আবেদন সম্পন্ন করতে পারবে।

আবেদন মূল্য আছে কি না? আবেদন করার শেষ তারিখ কবে এইসব বিষয় নিয়ে সমস্ত তথ্য জানার জন্য এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অব্দি পড়ুন। তাছাড়া সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন করতে পারেন।

নিয়োগ সংস্থাOffice of the CMOH Purba Bardhaman
পদের নামBlock Programme Coordinator
মোট শূন্যপদনিচে উল্লেখ করা আছে
আবেদন মাধ্যমঅফলাইনে
আবেদনের শেষ তারিখ২৪-১১-২০২৩

নতুন চাকরির খবর – আবারো ফরেস্ট গার্ড কর্মী নিয়োগ, মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করা যাবে

পদের নাম ও শূন্যপদ (SDO Office Recruitment 2023)

১) এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – Block Programme Coordinator।

২) উল্লেখিত পদে এখানে ১৭ জনকে নিয়োগ করা হবে।

বয়স সীমা ও বেতন 

১) যে সকল ইচ্ছুক প্রার্থীরা (SDO Office Recruitment 2023) এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সীমা সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৪০ বছর মধ্যে বয়স থাকলেই এখানে আবেদন করা যাবে।

২) উল্লেখিত পদে আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে ১৬ হাজার ৮০০ টাকা করে প্রদান করা হবে।

শিক্ষাগত যোগ্যতা (SDO Office Recruitment 2023)

এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করা থাকলে এখানে আবেদন করা যাবে। আরো বিস্তারিত জানার জন্য অবশ্য সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেন।

এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?

purbabardhaman.nic.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন (SDO Office Recruitment 2023) করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।

আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে?

১) বসবাসের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড/ আধার কার্ড/
২) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট,
৩) অভিজ্ঞতার সার্টিফিকেট, যদি থাকে,
৪) কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়),
৫) সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো,
৬) এছাড়া আরো অন্যান্য,

কি ভাবে আবেদন করতে হবে? 

যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে (SDO Office Recruitment 2023) আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। আবেদন করার জন্য প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তি আবেদনের ফর্মটি আছে সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে হাতে কলমে সমস্ত কিছু লিখে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সঙ্গে অবশ্যই যে যে নথি গুলি চেয়েছে সেগুলিকে সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও ঠিকানায় পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। এছাড়া এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করবেন দেখবেন, বুঝবেন, যাচাই করবেন তবে নিজের দায়িত্বে আবেদন করবেন।

গুরুত্বপূর্ন তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত১৩-১০-২০২৩
আবেদন শুরু১৩-১০-২০২৩
আবেদন শেষ২৪-১১-২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক

🌐 অফিশিয়াল ওয়েবসাইটpurbabardhaman.nic.in
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDFDownload Now
More DetailsView Now

নতুন চাকরির খবর – রাজ্যর স্কুলে কর্মী নিয়োগ, ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ হবে