বাংলার বেকার যুবক যুবতীদের জন্য সুখবর, সকলকে ২ লক্ষ থেকে ৬ লক্ষ টাকা দেবে রিলায়েন্স। Reliance Scholarship 2023.

বেকারদের দু’লক্ষ থেকে ছলক্ষ টাকা দেবে রিলায়েন্স জিও। কি করলে পাবেন এই টাকা জানুন। Reliance Scholarship 2023.

আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়াতে, বাজারে রয়েছে বিভিন্ন স্কলারশিপ। এই ধরনের স্কলারশিপ পেয়ে উপকৃত অনেক ছাত্রছাত্রী। বিভিন্ন সরকারি বেসরকারি তরফে পাওয়া যায় এই স্কলারশিপ (Reliance Scholarship 2023). তেমনি ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে রিলায়েন্স গ্রুপ নিয়ে এলো একটি নতুন স্কলারশিপ। যেই স্কলারশিপের আওতায় দেশের দরিদ্র পরিবারের পড়ুয়াদের উচ্চমাধ্যমিক পাস করার পর স্নাতকোত্তর ডিগ্রি পর্যন্ত  ২,০০,০০০-৬,০০,০০০ টাকা পর্যন্ত অর্থ প্রদান করা হবে। চলুন এবার আপনাদেরকে জানাবো এই স্কলারশিপ বিষয় বিস্তারিত তথ্য।

ভারতের একটি বিখ্যাত কোম্পানি রিলায়েন্স, যার মালিক ধীরুভাই আম্বানি। তাদের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে শুরু করেছে একটি স্কলারশিপ যার নাম Reliance Foundation Scholarship”.
স্কলারশিপ প্রদান করা হবে দেশের মোট ৫,০০০ জন স্নাতক স্তরের পড়ুয়াকে এবং ১০০ জন স্নাতকোত্তর স্তরের পড়ুয়াকে। এই স্কলারশিপের আওতায় পড়ুয়াদের দু লাখ টাকা থেকে ৬ লাখ টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছে। এই স্কলারশিপ এ আবেদন করতে গেলে পড়ুয়াকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং তার সঙ্গে থাকতে হবে তার আধার কার্ড।

আরও পড়ুন –মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা ভালো নাম্বার পেতে এই পদ্ধতি মেনে চলুন।

স্নাতক স্তরের জন্য স্কলারশিপ পেতে গেলে আবেদনকারী ছাত্র-ছাত্রীকে মিনিমাম ৬০ শতাংশ নাম্বার পেতে হবে এবং স্নাতক পর্যায়ে ভর্তি হতে হবে। স্নাতকোত্তরের ক্ষেত্রে GATE পরীক্ষায় ৫৫০-১০০০ এর মধ্যে নম্বর পেয়েছে এবং বর্তমানে স্নাতকোত্তর পর্যায়ের প্রথম বর্ষে পাঠরত অবস্থায় রয়েছে তারাই খালি আবেদন করতে পারবেন। যদি আপনি গেট পরীক্ষা না দিয়ে থাকেন আপনার স্নাতকের রেজাল্টে CGPA 7.5 অথবা তার বেশি হওয়া আবশ্যিক।

এই স্কলারশিপ এ আবেদন করার জন্য www.scholarships.reliancefoundation.org প্রথমে এই ওয়েবসাইটে যান। তারপর রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপ 2023 (Reliance Scholarship 2023) এই অপশনে ক্লিক করুন এবং সেখানে দেওয়া নিয়ম অনুযায়ী আপনার রেজিস্ট্রেশন সম্পূর্ণ করুন। এরপর আপনাকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রদান করা হবে। সেটি দিয়ে পোর্টালে লগইন করে সেখানে চাওয়া সমস্ত ডিটেইলস দিন এবং নথিপত্র আপলোড করুন, সবশেষে সাবমিট বাটনে ক্লিক করলেই এপ্লিকেশন সফল হিসাবে ধরা হবে।

এই স্কলারশিপ (Reliance Scholarship 2023) এর জন্য আবেদন করার এখনো অবধি কোন লাস্ট ডেট দেয়া হয়নি। যেহেতু এটি প্রাইভেট স্কলারশিপ তাই এটি প্রত্যেককে দেওয়া হবে না। রিলায়েন্স কোম্পানির মাধ্যমে বাছাই করে কেবলমাত্র কিছু সংখ্যক ছাত্রছাত্রীকেই এই সুবিধা দেওয়া হবে। এই সম্পর্কিত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Soham Senapati.

Leave a Comment