এ বছরে কবে থেকে সবুজ সাথি প্রকল্পের সাইকেল পাবেন।

খুব সহজে জেনে নিন আপনি সবুজ সাথি প্রকল্পের সাইকেল পাবেন কিনা?

পশ্চিমবঙ্গ সরকারের জনসেবা মূলক প্রকল্পগুলির মধ্যে একটি প্রকল্প হল সবুজ সাথী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের সমস্ত নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের সাইকেল বিতরণ করে রাজ্য সরকার। ২০১৫ – ২০১৬ বাজেট অধিবেশনে মমতা ব্যানার্জী রাজ্যের প্রায় 40 লক্ষ সাইকেল দেবার কথা বলেন।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা  বন্দ্যোপাধ্যায় বরাবরই মানুষের কথা ভাবেন। বিশেষ করে যুব সমাজ এর কথা মাথায় রেখে তিনি বিভিন্ন জনকল্যাণ মূলক প্রকল্প আনতেই থাকেন। তেমনি এক প্রকল্প হল সবুজ সাথী। আসলে স্কুলের পড়ুয়াদের বহু কিলোমিটার হেঁটে স্কুলে যেতে হয় বহু সময়। এতে যাতে তাদের কষ্ট না হয় তাই এই সাইকেল দেবার প্রকল্প নেন মুখ্যমন্ত্রী।

সবুজ সাথী প্রকল্পের কিছু উদ্দেশ্য ও সুবিধা

১) শিক্ষা গ্রহণে পড়ুয়াদের আগ্রহ তৈরি করা এবং স্কুল ছুটের সংখ্যা কমানো।
২) প্রত্যেকে পরিবেশ বান্ধব হয়ে ওঠার শিক্ষা প্রদান করা।
৩) ছাত্র এবং ছাত্রী প্রত্যেককে সমান নজরে দেখা।
৪) যাতা যাতাহাতে কোন খরচা না হয় সেটি লক্ষ্য রাখা।

সবুজ সাথি প্রকল্পের স্ট্যাটাস চেক করবেন কিভাবে?

সর্ব প্রথমেই পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইট www.wbsaboojsathi.gov.in এ যান।এরপরে Bi – Cycle Distribution অপশনে ক্লিক করুন। সঠিক ভাবে নিজের ব্লক, স্কুল, ফেজ ও ক্লাস বেছে নিন। Search Beneficiary এই অপশনে ক্লিক করুন। এই নিয়ম গুলি সঠিক ভাবে পালন করলেই সুবিধাভোগী পড়ুয়াদের নাম দেখা যাবে। এই সম্পর্কে আরো বিস্তারিত তথ্য পেতে আপনি রাজ্য সরকারের হেল্পলাইন নম্বর – ৯১২৩৯১৭৭৭৩। ই – মেল – saboojsathi-wb@gov.in এ যোগাযোগ করতে পারেন।

আরও পড়ুন- Ration Card Download – হাতে মোবাইল দিয়ে রেশন কার্ড Download করে রেশন তুলুন।

এছাড়াও আপনি আপনারা নিজ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা শিক্ষিকার থেকে এই সমস্ত তথ্য সংগ্রহ করতে পারবেন। তবে একটা কথা মনে রাখবেন প্রত্যেক পড়ুয়া কিন্তু সাইকেল একবারই পাবেন। দ্বিতীয়বার কোনমতেই এই সাইকেল আপনি পাবেন না। ছাত্র-ছাত্রী প্রত্যেকেই সবুজ সাথি প্রকল্পের অধীনে একটি করে সাইকেল পাবেন।

সবুজ সাথি প্রকল্প শুরু হওয়ার ফলে বহু ছাত্র-ছাত্রী উপকৃত হয়েছেন। গ্রামের দিকে আজও বহু ছাত্র-ছাত্রী টাকা-পয়সার অভাবে অথবা যানবাহন না থাকার কারণে বহু কিলোমিটার অবধি পায়ে হেঁটে স্কুল যেত। তারা এই সাইকেল পাবার পরে এতে করেই স্কুলে যেতে পারবে। তাদের আর পায়ে হেঁটে কষ্ট করে স্কুলে যেতে হবে না। তাই এই প্রকল্প পেয়ে খুশি বহু ছাত্র-ছাত্রী। এই সম্পর্কিত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Soham Senapati.

Leave a Comment