Salary hike WB Civic Volunteers – সিভিক ভলেন্টিয়ারদের জন্য বিরাট ঘোষণা রাজ্য সরকারের! বাড়লো বেতন, মিলবে বাড়তি সুবিধা

Salary hike WB Civic Volunteers – লোকসভা নির্বাচন শেষ হতেই রাজ্য সরকারের পক্ষ থেকে ১৪ শতাংশ হারে বৃদ্ধি করা হয়েছে মহার্ঘ ভাতা। তবে এবার সিভিক ভলেন্টিয়ারদের জন্য আসার খবর শোনাল রাজ্য সরকার। চলতি বছরের রাজ্য বাজেটে সরকারি কর্মীদের, ডিএ বৃদ্ধি, লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান বৃদ্ধি সহ নানান যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার।

প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা, আবেদন করলে মিলবে ৫০,০০০ টাকা।

সিভিক ও পুলিশ কর্মীদের বেতন বৃদ্ধি নিয়েও উল্লেখযোগ্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১০০০/- টাকা করে বৃদ্ধি করা হয় পুলিশ ও ভিলেজ পুলিশদের। আপনিও যদি উল্লিখিত দুই পদের কোনো একটিতে চাকরি করেন, তাহলে এক প্রতিবেদন আপনার জন্য।

বেতন বৃদ্ধি সিভিক ও ভিলেজ পুলিশদের

সিভিক পুলিশ ও ভিলেজ পুলিশদের বেতন বৃদ্ধি নিয়ে এবার নোটিশ জারি করল নবান্ন ভিলেজ পুলিশ এবং ভলেন্টিয়ারদের দৈনিক মজুরি ৩৪/- টাকা করে বৃদ্ধি করা হচ্ছে বলে জানানো হয়েছে।

সিভিক এবং ভিলেজ পুলিশদের বর্তমান বেতন (Salary hike WB Civic Volunteers)

হিসাব করলে দেখা যাবে, প্রতি মাসে তাদের বেতন বাড়ছে প্রায় হাজার টাকা মত। এমনিতে ভিলেজ পুলিশ এবং সিভিক ভলান্টিয়ারদের বর্তমানে ৩৪৪/- টাকা করে প্রতিদিন হিসেবে ভাতা দেওয়া হয়। এবার তা বৃদ্ধি করে হল ৩৭৮/- টাকা। এছাড়া সিভিক ভলেন্টিয়ারদের বোনাস ২০০০/- টাকা থেকে বৃদ্ধি করে হয়েছে ৫৩০০/- টাকা করা হল।

অবসরকালীন ভাতা বৃদ্ধি

শুধু তাই নয় এবার উৎসবের মরশুমের আগে সিভিক পুলিশ এবং ভিলেজ পুলিশদের অবসরকালীন বিভিন্ন সুবিধা নিয়ে বড় ঘোষণা (Salary hike WB Civic Volunteers) করেছে রাজ্য সরকার। ইতিপূর্বে অবসর কালীন সুবিধা হিসেবে ২ থেকে ৩ লক্ষ টাকা দেওয়া হতো তাদের। সেই অনুদান এবার বৃদ্ধি করে ৫ লাখ টাকা করা হয়েছে বলে খবর। তাতে সরকারের খরচ হবে প্রায় ১০০ কোটি টাকা। সকলের উদ্দেশ্যে বলা হচ্ছে এই খবরটি বিভিন্ন রকম ডিজিটাল প্রিন্ট মিডিয়ার মাধ্যম থেকেই পাওয়া হয়েছে যা আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। এই খবরের সত্যতা WBTAK যাচাই করেনি।

রাজ্য নতুন সেবা সখী প্রকল্প, আবেদন করলেই ৭৫০০ টাকা