Samudra Sathi Prakalpa 2024 – পশ্চিমবঙ্গ আবার নতুন প্রকল্প শুরু, আবেদন করলেই ৫০০০/-।

Samudra Sathi Prakalpa 2024 – রাজ্য জুড়ে বহু উন্নয়ন মূলক প্রকল্প চালু করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কন্যাশ্রী, শিক্ষাশ্রী, সবুজ সাথী, লক্ষ্মীর ভান্ডার,স্বাস্থ্য সাথী, খাদ্য সাথী, কৃষক বন্ধু থেকে আরও কত কি! আর এই প্রত্যেকটা প্রকল্প দারুন জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে রাজ্যবাসীর মধ্যে।

তবে সমাজের বিভিন্ন জীবিকার মানুষদের জন্য বিভিন্ন ধরনের প্রকল্প থাকলেও এতদিন মৎস্যজীবীদের জন্য সেরকম কোন প্রকল্প ছিল না। এবার পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে মৎস্যজীবীদের জন্য চালু করা হলো এমন একটি বিশেষ প্রকল্প যা কিনা ব্যান পিরিয়ড চলাকালীন তাদের ভাত যোগাবে।

প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা, আবেদন করলে মিলবে ৫০,০০০ টাকা।

মৎস্যজীবীদের জন্য চালু করা রাজ্য সরকারের এই বিশেষ প্রকল্পটির নাম হল সমুদ্র সাথী (Samudra Sathi)। এই প্রকল্পে সারা বছরে দু’মাস পাঁচ হাজার টাকা করে ভাতা দেবে রাজ্য সরকার। তবে সে ক্ষেত্রে মৎস্যজীবী হওয়া বাধ্যতামূলক। সারা রাজ্যের মৎস্যজীবীরা নয়, পুর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিন ২৪পরগনা জেলার মৎস্যজীবীরা পাবেন এই সুবিধা। তবে অনেকেই জানেন না সরকারের এই স্কিমে কিভাবে আবেদন করতে হয়। আজকের প্রতিবেদনে জানুন সমুদ্র সাথী প্রকল্পের আগাগোড়া।

উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার মৎস্যজীবীদের কথা বিবেচনা (Samudra Sathi Prakalpa 2024) করে সমুদ্র সাথী নামক বিশেষ প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। মৎস্য চাষের মাধ্যমে জীবিকা নির্বাহ করা মৎস্যজীবীরা পাবেন এই ভাতা। এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত আবহাওয়া খারাপ থাকে।

নারায়ণ ভান্ডার প্রকল্প নাম শুনেছেন? আবেদন করলেই ২০০০ প্রতিমাসে

তাই এই সময়টা সমুদ্রে গিয়ে মাছ ধরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয় কেন্দ্রের তরফে। ওই দুই মাস যাতে মৎস্যজীবীদের জীবন ও জীবিকার ক্ষতি না হয় তাই দুই মাস ভাতা দেবে রাজ্য সরকার।

তবে এক্ষেত্রে লক্ষ্মীর ভান্ডারের মতো ৫০০ কিংবা ১০০০ টাকা করে নয়। বরং দুই মাসে ৫ হাজার টাকা করে, সব মিলিয়ে ১০ হাজার টাকা পাবেন মৎস্যজীবীরা। এই সমুদ্র সাথী প্রকল্পের জন্যে ২০০ কোটি টাকা বরাদ্দ (Samudra Sathi Prakalpa 2024) করেছে পশ্চিমবঙ্গ সরকার।

উপকূলবর্তী এলাকায় ২ লক্ষ মানুষ এই প্রকল্পের সুবিধা পাবেন। মৎস্যজীবী হিসেবে প্রয়োজনীয় নথিপত্র থাকলেই সমুদ্র সাথী প্রকল্পে আবেদন করা যাবে। তাই আর দেরি কেনো? আজই আবেদন করুন সমুদ্র সাথী প্রকল্পে।