SBI Asha Scholarship – ভারতবর্ষ একটি উন্নয়নশীল দেশ আর দেশের উন্নতির জন্য রাজ্য, কেন্দ্র ও তার সাথে বিভিন্ন প্রাইভেট কোম্পানিগুলি প্রায়ই এগিয়ে আসে। আর এই ভারতবর্ষকে আরও উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার জন্য সারা ভারতবর্ষের সরকারি রাষ্ট্রয়ত্ত বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) সমস্ত মেধা ছাত্র-ছাত্রীদের জন্য একটি স্কলারশিপের আয়োজন করেছে।
মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য একটি জনপ্রিয় স্কলারশিপ SBI ফাউন্ডেশন বা SBIF এর উদ্যোগে এই স্টেট ব্যাঙ্ক আশা স্কলারশিপ আয়োজন করেছে। এই স্কলারশিপে কারা কারা আবেদন করতে পারবে? আবেদন করার জন্য কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন? আবেদন কবে থেকে শুরু ও শেষ হবে? আবেদন করার জন্য সর্বোচ্চ বয়স সীমা কত লাগবে এই সংক্রান্ত সমস্ত বিষয় নিয়েই আজকের এই প্রতিবেদনটি অনুরোধ একটাই প্রথম থেকে শেষ অব্দি পড়বেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।
SBI Asha Scholarship 2023 – স্টেট ব্যাঙ্ক আশা স্কলারশিপ
SBI Asha Scholarship আসলে কি?
SBI ফাউন্ডেশন বা SBIF এর উদ্যোগে এই (ILM) – Scholarship প্রোগ্রামটি উল্লেখিত ইন্ট্রিগ্রেডেড লার্নিং মিশন এর একটি অংশ। এই স্কলারশিপে আসল উদ্দেশ্য হচ্ছে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মেধাবীর ছাত্র-ছাত্রীদের সাহায্য করা। এই স্কলারশিপে ক্লাস VI থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত ছাত্র ছাত্রীরা এই স্কলারশিপের অন্তর্ভুক্ত হতে পারেন। এখানে আবেদন করলে বছরে ১০,০০০/- টাকা পর্যন্ত সাহায্য পাওয়া যেতে পারে।
SBIF কি ও তাদের কাজ কি?
SBI একটি গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে SBIF ফাউন্ডেশন যা সারা বিশ্বে ২৮ টি দেশে স্বাস্থ্য, কর্ম, খেলাধুলা, যুব সমাজের উন্নতি, উন্নয়ন ইত্যাদি ক্ষেত্রে দেশে নাগরিকদের সাহায্য করে আসছে।
এই স্কলারশিপে (SBI Asha Scholarship) আবেদন করলে কত টাকা পাওয়া যায়?
এখানে আবেদন করলে বছরে ১০,০০০/- টাকা পর্যন্ত সাহায্য পাওয়া যেতে পারে। তবে আবেদন করলেই যে সবাই পাবে এবং কোন বিষয় নয় সবকিছু মেধার উপর ভিত্তি করে তাদের সাহায্য প্রদান করা হয়ে থাকে।
এই স্কলারশিপে আবেদন করার যোগ্যতা কি লাগছে?
১) ভারতবর্ষের যে কোন স্থানের যে কোনো মেধাবী ছাত্রছাত্রীরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে। এই স্কলারশিপে আবেদন করতে গেলে অন্তত (৭৫ %) শতাংশ নাম্বার নিয়ে পূর্বে ক্লাসের পাস করে থাকতে হবে।
২) এই স্কলারশিপে VI ক্লাস থেকে XII ক্লাস পর্যন্ত ছাত্রছাত্রীরা এখানে আবেদনযোগ্য।
৩) আবেদন করা ছাত্র-ছাত্রীদের তাদের পরিবারের বার্ষিক আয় 3,00,000 বা এর কম হতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে।
আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগছে?
১) আগের শিক্ষাবর্ষের পরীক্ষার রেজাল্ট লাগবে।
২) ভারতবর্ষে নাগরিক তার পরিচয় পত্র লাগবে।
৩) পরিবারের বার্ষিক আয় ইনকাম সার্টিফিকেট প্রয়োজন।
৪) সম্প্রতি কালে তোলা পাসপোর্ট সাইজের ছবি।
৫) বর্তমানে যে শ্রেণীতে পড়ছেন তার ভর্তির প্রমাণ পত্র প্রয়োজন।
এছাড়া আরো অন্যান্য ডকুমেন্টস লাগবে সেগুলো অবশ্যই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন ও এই সমস্ত ডকুমেন্ট গুলিকে স্ক্যান করে একটি পিডিএফ (PDF) করে বানিয়েও রাখতে হবে।
আবেদনের সময়কাল (SBI Asha Scholarship)
প্রত্যেক বছর এই স্কলারশিপে আবেদন শুরু হয় এ বছরের আবেদন করা শেষ তারিখ ইতিমধ্যে ঘোষিত হয়ে গেছে সেই শেষ তারিখ হচ্ছে ৩০ শে নভেম্বর (30.11.2023)। যে সকল ইচ্ছুক ও মেধাবী ছাত্র-ছাত্রীরা এখানে আবেদন করবেন ভাবছেন তারা অতি অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেন না।
আবেদন পদ্ধতি?
এই স্কলারশিপে ইচ্ছুক প্রার্থীদের আবেদন করতে হলে তাদের অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এই স্কলারশিপে আবেদন করার জন্য সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পরে নাম ইমেল আইডি ও জন্ম তারিখ দিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। এরপর ইমেল (SBI Asha Scholarship) আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। তারপর যা ডকুমেন্টস চেয়েছে নির্দিষ্ট সাইজের মধ্যে স্ক্যান করে আপলোড দিতে হবে। সর্বশেষ সমস্ত কিছু তথ্য যাচাই করে সাবমিট বাটনে ক্লিক করে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। এই বিষয়ে আরো বিস্তারিত ভাবে তথ্য জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সমস্ত কিছু তথ্য যাচাই করে তবেই নিজের দায়িত্বে আবেদন করবেন।
ইন্সপায়ার কলারশিপে আবেদন করুন আর পেয়ে যান প্রতি মাসে ১০০০ টাকা!