SDO Office Recruitment 2024 – রাজ্যের সমস্ত চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর। রাজ্যের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতরে তরফে কর্মী নিয়োগ করা হবে তার বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এখানে অফলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে। এছাড়া ভালো বেতনের এটি একটি চাকরি।
আরও বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অবধি পড়বেন, বুঝবেন তারপরেই নিজের দায়িত্বে আবেদন পদ্ধতি সম্পূর্ণ করবেন।
নিয়োগ সংস্থা | SDO Darjeeling |
পদের নাম | Block Program Coordinator |
মোট শূন্যপদ | নিচে উল্লেখ করা আছে |
আবেদন মাধ্যম | অফলাইনে |
শেষ তারিখ | ৩০-০১-২০২৪ |
নতুন চাকরির খবর –শিক্ষা দপ্তরে ক্লার্ক নিয়োগ, উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করুন
পদের নাম
এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – Block Program Coordinator (ASHA)।
বয়স সীমা ও বেতন (SDO Office Recruitment 2024)
১) যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সীমা সর্বোচ্চ ৪০ বছর মধ্যে বয়স থাকলেই এখানে আবেদন করা যাবে।
২) এখানে যদি আপনার আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতিমাসে ১৫,০০০/-টাকা প্রদান করা হবে ও তার সাথে অনেক সুযোগ সুবিধা থাকছে।
শিক্ষাগত যোগ্যতা
উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশন সহ কোনো হেলথ প্রোজেক্টে অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে অথবা Economics/ Sociology / Social Anthropology / Social Science / Social Work (MSW) / Business Administration (MBA) / Rural Development / Mass Communication এ মাস্টার্স ডিগ্রি করে থাকলে এই পদে আবেদন করা যেতে পারে।
আরো এর সম্বন্ধে বিস্তারিত জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে পারেন।
এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?
darjeeling.gov.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।
নিয়োগ পদ্ধতি কি আছে?
এখানে অনেকগুলি ধাপেই (SDO Office Recruitment 2024) মাধ্যমে নিয়োগ সম্পন্ন করা হবে – যেমন লিখিত পরীক্ষার, শিক্ষাগত যোগ্যতার,অভিজ্ঞতার ও সর্বশেষ ইন্টারভিউ এর উপরে ভিত্তি করে সঠিক ও যোগ্য প্রার্থীদের এখানে নিয়োগ প্রদান করা হবে।
কি ভাবে আবেদন করতে হবে?
যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। আবেদন করার জন্য প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তি আবেদনের ফর্মটি আছে সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে হাতে কলমে সমস্ত কিছু লিখে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সঙ্গে অবশ্যই যে যে নথি গুলি চেয়েছে সেগুলিকে সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও ঠিকানায় পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে।
এছাড়া এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করবেন দেখবেন, বুঝবেন, যাচাই করবেন তবে নিজের দায়িত্বে আবেদন করবেন।
গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | ১০-০১-২০২৪ |
শেষ তারিখ | ৩১-০১-২০২৪ |
প্রয়োজনীয় লিঙ্ক
🌐 অফিশিয়াল ওয়েবসাইট | darjeeling.gov.in |
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF | Download Now |
More Details | Click Here |