SSA School Recruitment 2024 – কেন্দ্রের স্কুলে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন করুন অনলাইনে।

SSA School Recruitment 2024 – চাকরি প্রার্থীদের জন্য নতুন খুশির খবর। Sainik School Amethi এর তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে পুরুষ ও মহিলা প্রার্থীরা অনলাইন এর মাধ্যমে আবেদন যোগ্য। আবেদন পদ্ধতি কি হবে? বয়স সীমা কি থাকছে? মাসিক বেতন কত হবে? ইত্যাদি সমস্ত বিষয় নিয়েই আজকের এই প্রতিবেদনটি অবশ্যই সমস্ত বিজ্ঞপ্তি প্রথম থেকে শেষ অব্দি পড়বেন বুঝবেন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পূর্ণ করবেন।

নিয়োগ সংস্থাSainik School Amethi
পদের নামVarious
মোট শূন্যপদনিচে উল্লেখ আছে
আবেদন মাধ্যমE-mail
আবেদনের শেষ তারিখ ২২.০৬.২০২৪

সেন্ট্রাল ব্যাঙ্কে কর্মী নিয়োগ, বেতন শুরু ১২,০০০/- থেকে

পদের নাম 

এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – TGT (Social Sciences), Counsellor, TGT (General Science), Medical Officer, TGT (Maths), TGT (Hindi), Librarian, Art Master, Lab Assistant।

বয়স সীমা ও বেতন (SSA School Recruitment 2024)

উল্লেখিত পদে আপনারা আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্য বলা হচ্ছে বয়সসীমা বা বেতন সম্বন্ধে সেরকম কিছু সংস্থার বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই তবু আবেদন করার আগে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি যাচাই করে দেখে বুঝে তবে আবেদন করতে পারেন।

শিক্ষাগত যোগ্যতা

সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যেহেতু এখানে অনেকগুলি শূন্য পদ আছে। প্রত্যেক শূন্যপদে আলাদা আলাদা (SSA School Recruitment 2024) শিক্ষাগত যোগ্যতা লাগছে সেক্ষেত্রে কোন পদে কি শিক্ষাগত যোগ্যতা লাগছে সে সমস্ত বিষয়ে বিস্তারিত তথ্য জানতে গেলে অবশ্যই সংস্থার বিজ্ঞপ্তি নিচ থেকে ডাউনলোড করে বা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে আপনারা দেখতে পারেন।

এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?

sainikschoolamethi.com পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।

আবেদন মূল্য কি আছে?

সংস্থার বিজ্ঞপ্তিতে আবেদনমূল্য সম্বন্ধে সেরকম কিছু উল্লেখ নেই।

কি ভাবে আবেদন করতে হবে? 

যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাববেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে (SSA School Recruitment 2024) আপনারা আবেদন করতে পারবেন ই-মেইল এর মাধ্যমে। সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন পত্রটি ডাউনলোড করতে পারেন বা এই প্রতিবেদনের নিচে যে ডাউনলোড বাটনটি আছে সেখান থেকে ক্লিক করো আপনারা আবেদন পত্রটি ডাউনলোড করতে পারেন এবং হাতে কলমে সমস্ত কিছু লিখে সেটিকে ফিলাপ করে নির্দিষ্ট টাইম এবং স্থানে ইমেল আইডির মাধ্যমে পাঠিয়ে দিলে আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে।

আরো ভালোভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন দেখুন যাচাই করুন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করুন।

গুরুত্বপূর্ন তারিখ

আবেদনের শেষ তারিখ২২.০৬.২০২৪

প্রয়োজনীয় লিঙ্ক

🌐 অফিশিয়াল ওয়েবসাইটsainikschoolamethi.com
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDFDownload Now

নতুন চাকরির খবর – পশ্চিমবঙ্গে স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ, আবেদন পদ্ধতি জানুন

বিঃদ্রঃ– উপরের তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। wbtak.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এটা কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা করে না। এটা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে প্রকাশিত করে। wbtak.com সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।