SSC GD Constable Recruitment 2023 – গোটা দেশের সমস্ত চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর। SSC পক্ষ থেকে ৭৫,৭৬৮ শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এখানে পুরুষ ও মহিলা উভয় চাকরিপ্রার্থী আবেদন যোগ্য। ইচ্ছুক প্রার্থীরা নিজেদের আবেদন অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে পারবে।
আবেদন মূল্য আছে কি না? আবেদন করার শেষ তারিখ কবে এইসব বিষয় নিয়ে সমস্ত তথ্য জানার জন্য এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অব্দি পড়ুন। তাছাড়া সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন করতে পারেন।
নিয়োগ সংস্থা | Staff Selection Commission (SSC) |
পদের নাম | Constable (GD) |
মোট শূন্যপদ | ৭৫,৭৬৮ টি |
আবেদন মাধ্যম | অনলাইনে |
আবেদনের শেষ তারিখ | ২৮-১২-২০২৩ |
নতুন চাকরির খবর – খাদ্য সুরক্ষা দপ্তরের একাধিক কর্মী নিয়োগ
পদের নাম ও শূন্যপদ (SSC GD Constable Recruitment 2023)
১) এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – সিকিউরিটি স্ক্রিনার।
২) এখানে মোট ৭৫,৭৬৮ জনকে নিয়োগ করা হবে। কোন পদে কতজনকে নিয়োগ করা হবে নিচে তা উল্লেখ করে দেওয়া হল।
পদের নাম | পুরুষ প্রার্থী সংখ্যা | মহিলা প্রার্থী সংখ্যা |
BSF | ২৪৮০৬ | ৩০৬৯ |
CISF | ৭৮৭৭ | ৭২১ |
CRPF | ২২১৯৬ | ৩২৩১ |
SSB | ৪৮৩৯ | ৪৩৯ |
ITBP | ২৫৬৪ | ৪৪২ |
AR | ৪৬২৪ | ১৫২ |
SSF | ৪৫৮ | ১২৫ |
NIA | ২২৫ | .. |
মোট শূন্যপদ | ৬৭৩৬৪ | ৮১৭৯ |
বয়স সীমা ও বেতন
১) যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সীমা সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ২৩ বছর মধ্যে বয়স থাকলেই এখানে আবেদন করা যাবে। তবে আবেদন করার সময় অবশ্যই ০১-০৮-২০২৩ তারিখ অনুযায়ী বয়সের হিসাব করে নিতে হবে। তাছাড়া সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় এখানে পাওয়া যাচ্ছে।
২) এখানে অনেকগুলো শূন্যপদ আছে এবং প্রত্যেক শূন্যপদে আলাদা আলাদা বেতন উল্লেখ করা আছে। কিছু শূন্য পদে ২১,৭০০/- টাকা থেকে ৬৭,১০০/- টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে।
আবার কিছু শূন্যপদে ১৮,০০০/- টাকা থেকে ৫৯,৯০০/- টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে সে ক্ষেত্রে সমস্ত ইচ্ছুক প্রার্থীরা যারা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে অতি অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে বেতন কি আছে সেটা জানতে পারেন।
শিক্ষাগত যোগ্যতা (SSC GD Constable Recruitment 2023)
যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করা থাকতে হবে কার সঙ্গে শারীরিকভাবে ফিট থাকতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে।
এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?
ssc.nic.in পোর্টালে পাওয়া (SSC GD Constable Recruitment 2023) তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।
নিয়োগ প্রক্রিয়া (SSC GD Constable Recruitment 2023)
এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে অনেকগুলি ধাপের মাধ্যমে। সর্বপ্রথম Computer Based Test নেওয়া হবে তারপরে PET, PST, Medical Examination ও সর্বশেষে Document Verification এর মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের এখানে নিয়োগ প্রদান করা হবে।
এখানে কি আবেদন মূল্য লাগছে?
যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে (SSC GD Constable Recruitment 2023) আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে আপনাদের আবেদন মূল্য দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আবেদন মুল্য কি আছে এবং কাদেরকে আবেদন মূল্য দিতে হবে?
এছাড়া কোথায় আবেদন মূল্য দিতে হবে এই সংক্রান্ত সমস্ত বিষয় জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে যাচাই করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে অনলাইন এর মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারেন।
কি ভাবে আবেদন করতে হবে?
১) এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
২) সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল (SSC GD Constable Recruitment 2023) ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
৩) এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিলাপ করতে হবে।
৪) তারপরে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলিকে নির্দিষ্ট সাইজ মত আপলোড করতে হবে।
৫) সর্বশেষ নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
৬) আরো ভালোভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন দেখুন যাচাই করুন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করুন।
গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | .. |
আবেদন শেষ | ২৮-১২-২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক
🌐 অফিশিয়াল ওয়েবসাইট | ssc.nic.in |
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF | Download Now |
নতুন চাকরির খবর – রেলের স্কুলে কর্মী নিয়োগ, ইন্টারভিউ মাধ্যমে চাকরি