SSC Recruitment Big Update – বেকার হলেন ২৫ হাজার ৭৫৩ জন! ফেরাতে হবে সুদ সহ বেতন, কি হবে যোগ্য চাকরি প্রার্থীদের?

SSC Recruitment Big Update – ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিল করল কলকাতা হাইকোর্ট। চাকরি বাতিলের পাশাপাশি গত আট বছরের সম্পূর্ণ বেতন সুদ সহ ফেরানোর নির্দেশ দিল আদালত। ২০১৬ সালের পুরো প্যানেলই বাতিল নির্দেশ উচ্চ আদালতে।

হিসেব অনুযায়ী ১,১১৩ জন চাকরি প্রাপককে সুদ সমেত বেতনের পুরো টাকা ফেরাতে হবে বলে জানা যাচ্ছে। সোমবার আদালতের নির্দেশে আরো জানানো হয়েছে যে, আগামী চার সপ্তাহের মধ্যে এই টাকা ফেরত দিতে হবে।

মামলা কারীদের তরফে আইনজীবীরা (SSC Recruitment Big Update) জানান, সোমা দাস ছাড়া বাকি সকলের প্যানেল বাতিল। অর্থাৎ, ২০১৬ সালে চাকরি পাওয়ার পর থেকে এতদিন ধরে যাঁরা বেতন পেয়েছেন তাঁদের সমস্ত টাকা ফেরত দিতে হবে।

বহু মানুষের আইডল শিল্পপতি রতন টাটা! অনুপ্রাণিত করে যুব সমাজকে

ববিতা সরকার, অঙ্কিতা অধিকারীদের ক্ষেত্রে ঠিক যেমনটা ঘটেছিল সেটাই ঘটছে এক্ষেত্রেও। ইতিমধ্যেই ডিএমকে নির্দেশ দেওয়া হয়েছে। ডিআই তা ডিএম-কে জানাবেন। এই প্যানেলের গ্রুপ সি, গ্রুপ ডি, নবম-দশম, একাদশ-দ্বাদশ সকলকে এই ৮ বছরের প্রাপ্ত বেতন ফেরাতে হবে।

এদিন ২০১৬ সালের পরীক্ষার প্যানেলের গ্রুপ সি, গ্রুপ ডি, নবম-দশম, একাদশ-দ্বাদশের গোটা প্যানেলই বাতিল করে দেয় বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ।

তবে চাকরি যাচ্ছে না সোমা দাস নামক এক শিক্ষিকার। কারণ তিনি ক্যান্সারের রোগী। হাইকোর্টের রায়ে প্রমাণ মিলল আবারও, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় সঠিক ছিল।