SSC Recruitment New Update 2024 – এপ্রিলের বেতন কি অ্যাকাউন্টে ঢুকবে? কি রয়েছে ২৬হাজার চাকরি হারাদের ভাগ্যে?

SSC Recruitment New Update 2024 – কলকাতা হাইকোর্টের রায়ে চাকরি খুইয়ে বসেছেন ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষক সহ আশিক্ষক কর্মীরা। তাদের মধ্যে যারা যোগ্য প্রার্থী হিসেবে চাকরি পেয়েছিলেন, তাদের ভবিষ্যতে পুনরায় চাকরিতে বহাল করার কথা বলেছে উচ্চ আদালত। তবে তাতেও যেন সংশয় কাটছে না প্রায় ২৬ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মীর।

ইতিমধ্যেই রাজ্যের শিক্ষা দপ্তর সহ স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জে জানিয়ে সুপ্রিমকোর্টে গিয়েছেন। আপাতত শীর্ষ আদালতের বিচারাধীন এই মামলা।

প্রাইমারি টেট নিয়ে প্রকাশ্যে বড় খবর! চিন্তায় প্রাথমিক শিক্ষকরা।

এসএসসি নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগে দায়ের হওয়া মামলায় ২০১৬ সালের সমস্ত প্যানেল বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই সিদ্ধান্ত নিয়েছেন বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সববর রশিদের ডিভিশন বেঞ্চ। ওই সময় অনেক চাকরি পাওয়া ব্যক্তি সাদা খাতা জমা দিয়েও চাকরি পেয়েছেন।

SSC Recruitment New Update 2024

ইতিমধ্যে সকলকেই দীর্ঘ ৮ বছরের সম্পূর্ণ বেতন সুদসহ ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রয়োজনে সন্দেহভাজনদের হেফাজতে নিয়ে তদন্ত করতে পারবেন কেন্দ্রীয় সংস্থা।

তবে এরই মধ্যে একটি বিষয় (SSC Recruitment New Update 2024) নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়েছেন চাকরি হারানো শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীরা। ২০১৬ সালের চাকরী প্রাপ্ত এই সকল ব্যক্তিদের মাথায় এমনিতেই এত টাকা ফেরত দেওয়ার বোঝা।

দিতে হবে ১২ শতাংশ হারে সুদ। তার ওপরে অযোগ্য ব্যক্তিদের চাকরি যে থাকবে না তা একপ্রকারে নিশ্চিত। সেক্ষেত্রে এপ্রিল মাসের বেতন কি তারা পাবেন? এই প্রশ্ন চাকরি-হারাদের সকলের মনেই ঘোরাফেরা করছে।

 হাইকোর্টের পক্ষ থেকে চাকরি হারানো সকল শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের জানানো হয়েছে যে, তাদের এপ্রিল মাসের বেতন দেওয়া হবে। শিক্ষা দপ্তর সূত্রে খবর, শ্রম আইন অনুসারে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। যতদিন সুপ্রিম কোর্টে এই মামলা চলবে ততদিন সকলেই বেতন পাবেন। এখনো যেহেতু পুরো মামলা বিচারাধীন রয়েছে, তাই সকলেই বেতন পাবেন।

রাজ্য সরকার জানিয়েছে, ৫০০০ চাকরি প্রাপকদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে ঠিক কথায়। কিন্তু তার জন্য বা এই ২০ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মীরা কেন সমস্যায় পড়বেন? চাকরি হারানোর মতো অপমান কেনই বা তারা সহ্য করবেন? যোগ্য প্রার্থীদের পাশে দাঁড়াতেই আপাতত সুপ্রিম কোর্টে দারস্ত হয়েছে রাজ্য। এবার দেখার সুপ্রিম কোর্ট কি সিদ্ধান্ত নেয় –Written by Sunita

বহু মানুষের আইডল শিল্পপতি রতন টাটা! অনুপ্রাণিত করে যুব সমাজকে