SSC Stenographer Recruitment 2023 – উচ্চ মাধ্যমিক পাশে গ্রুপ ডি ও গ্রুপ সি কর্মী নিয়োগ

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

SSC Stenographer Recruitment 2023 – স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি ইতি মধ্যে প্রকাশিত হয়েছে। এখানে ভারতবর্ষের নাগরিক হলে আবেদন করা যাবে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে ২৩ টি জেলার চাকরিপ্রার্থী আবেদনযোগ্য। ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে খুব সহজে আবেদন করে নিতে পারবে। এখানে মোট শূন্যপদ ১২০৭টি। আরো বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অব্দি পড়ুন তারপরে নিজের দায়িত্বে আবেদন করুন।

নিয়োগ সংস্থাStaff Selection Commission (SSC)
পদের নামStenographer
মোট শূন্যপদ১২০৭ টি
আবেদন মাধ্যমঅনলাইন
আবেদন শেষ২৩.০৮.২০২৩

নতুন চাকরির খবর – রামকৃষ্ণ মিশনে গ্রুপ ডি ও শিক্ষা কর্মী নিয়োগ, যোগ্যতা অষ্টম পাশ

পদের নাম ও শূন্যপদ (SSC Stenographer Recruitment 2023)

১) এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদটির নাম হচ্ছে Stenographer Group-C/Group-D

২) এখানে মোট ১২০৭ টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে, Stenographer Group-C – ৯৩ টি ও Stenographer Group-D – ১১১৪ টি শূন্য পদ আছে।

বয়স সীমা ও বেতন 

১) যেহেতু এখানে (SSC Stenographer Recruitment 2023) গ্রুপ সি ও গ্রুপ ডি এই দুটি পদ আছে সেক্ষেত্রে দুটি পদে সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী আলাদা আলাদা বয়সসীমা লাগছে। গ্রুপ সি পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা সর্বনিম্ন ১৮ বছর বয়স থেকে সর্বোচ্চ ৩০ বছর বয়সের মধ্যে হতে হবে ও গ্রুপ ডি পদে আবেদন করার জন্য প্রার্থীদের সর্বোচ্চ ২৭ বছরের মধ্যে হলেই তবেই তারা আবেদন করতে পারবে। এছাড়া বয়সের হিসাব ০১ আগষ্ট ২০২৩ তারিখ অনুযায়ী হিসাব করে দেখে নিতে হবে। আরো বিস্তারিতভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ফলো করুন।

২) সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে প্রার্থীদের বেতন সরকারি নিয়ম অনুযায়ী দেওয়া হবে। 

শিক্ষাগত যোগ্যতা (SSC Stenographer Recruitment 2023)

যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে শিক্ষাগত যোগ্যতা লাগছে যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাস থাকলেই তারা এখানে আবেদন করতে পারবে। আরো বিস্তারিত জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ফলো করুন। 

নিয়োগ প্রক্রিয়া

এখানে নিয়োগ করা হবে (SSC Stenographer Recruitment 2023) অনেকগুলি ধাপে সর্বপ্রথম কম্পিউটার পরীক্ষা নেওয়া হবে তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন ও তারপরে মেডিকেল পরীক্ষা নেওয়া হবে সর্বশেষে ইন্টারভিউ এর মাধ্যমে সঠিক প্রার্থী নির্বাচন করা হবে। 

আবেদন মূল্য

এই পদে আবেদন করার জন্য অবশ্যই আবেদন মূল্য দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। (SSC Stenographer Recruitment 2023) বিজ্ঞপ্তি অনুযায়ী সাধারণ জাতিভুক্ত প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ১০০/- টাকা ধার্য করা হয়েছে ও সংরক্ষিত শ্রেণী প্রার্থীদের কোনরকম আবেদন মূল্য লাগবে না তারা বিনামূল্যে এখানে আবেদন করে নিতে পারবে।ভালোভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ফলো করুন।

এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে?

ssc.nic.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন, বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।

কি ভাবে (SSC Stenographer Recruitment 2023) আবেদন করতে হবে? 

যে সকল চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করবেন ভাববেন তাদের এখানে অনলাইনে মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন করার জন্য ssc.nic.in পোর্টালে যেতে হবে সেখানে গিয়ে নিজের নাম ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপরে যে পদের জন্য আবেদন করবে সেই পদটিকে চয়েস করে ও যে যে ডকুমেন্টস চেয়েছে সেগুলোকে সংযুক্ত করে নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য দেখবেন বুঝবেন তারপরেই নিজের দায়িত্বে আবেদন করবেন।

বিজ্ঞপ্তি প্রকাশিত০২.০৮.২০২৩
আবেদন শুরু০২.০৮.২০২৩
আবেদন শেষ২৩.০৮.২০২৩

অফিশিয়াল নোটিফিকেশন PDF-

https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/Final_Notice-Steno-2023_02082023.pdf

নতুন চাকরির খবর – রাজ্যজুড়ে বিভিন্ন ব্যাংকে ক্লার্ক নিয়োগ, শূন্যপদ ৪৫৪৫ টি