Summer Vacation Extended – তাপপ্রবাহের জের, গ্রীষ্মের ছুটি নিয়ে বড় ঘোষণা শিক্ষা দপ্তরের!

দিনে দিয়ে যেন বেড়েই চলেছে তাপপ্রবাহ। উত্তরের জেলাগুলিদের সাময়িকভাবে স্বস্তি মিললেও এখনো পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা নেই। হাতেগোনা কয়েকটা জেলায় একটু আধটু বৃষ্টি হলেও তাতে স্বস্তি মিলছে না। আবহাওয়া দপ্তরের বৃষ্টির পূর্বাভাস যেন নামে মাত্রই।

Summer Vacation Extended -এদিকে গরমের ছুটি শেষ হয়ে খুলে গিয়েছে এরাজ্যের স্কুলগুলি। গত ১০ তারিখ থেকে বিদ্যালয়ে যেতে শুরু করেছে পড়ুয়ারা। এরই মধ্যে বিভিন্ন বিদ্যালয়ে পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়ছে প্রচন্ড গরমে। তাতেই উদ্বিগ্ন শিক্ষা দপ্তর।

স্কুলগুলি খুলে গেল এখনো পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক নয়। প্রচন্ড গরম আর তাপপ্রবাহের জন্য স্কুলে পড়ুয়াদের সংখ্যা খুবই কম। স্কুলেই আসতে চাইছে না কেউ।

(Summer Vacation Extended)

এদিকে দীর্ঘদিন ধরে গরমের ছুটি থাকার কারণে নিঃসন্দেহে পড়ুয়াদের পড়াশোনায় যথেষ্ট ব্যাঘাত ঘটেছে। এবার তাদের কথা চিন্তা করে বড়সড়ো সিদ্ধান্ত নিল রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর। তাতে আপাতত স্বস্তি মিলবে বলে মনে করা হচ্ছে।

বিনামূল্যে অতিরিক্ত রেশন দেওয়া হবে! সম্পূর্ণ সুখবরটি জানুন এখনই

তীব্র গরম আর তাপপ্রবাহের পরিস্থিতির কথা চিন্তা-ভাবনা করে সরকারি এবং সরকার-পোষিত স্কুলের সময়সূচি পরিবর্তন করার অনুমতি দিয়েছে স্কুল শিক্ষা দপ্তর। স্কুলগুলি যে এলাকায় অবস্থিত সেখানকার আবহাওয়ার অবস্থার ওপর ভিত্তি করে জুন মাসের বাকি দিনগুলিতে পঠন পাঠনের সময়সূচিতে বদল আনা হচ্ছে বলে খবর।

ইতিমধ্যে স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদ এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ কে অ্যাডভাইজারি পাঠানো হয়েছে। আবারও গরমের ছুটি না দিয়ে যাতে পড়ুয়াদের সমস্যা কিছুটা কম করা যায় তার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

তবে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় এ দেশের বিভিন্ন রাজ্যের অবস্থাই যে শোচনীয় এই গরমে, তা বলাই বাহুল্য। এই রাজ্যে গরমের ছুটি বৃদ্ধি করা না হলেও উত্তরপ্রদেশে গরমের ছুটি বৃদ্ধি করা হয়েছে। আগামী ২৪ শে জুন পর্যন্ত সে রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছে উত্তরপ্রদেশের শিক্ষা দপ্তর।

RPF কনস্টেবল হতে চান? RPF এর মাসিক বেতন? সবটাই এই প্রতিবেদনে