WB Agriculture Department Job – পশ্চিমবঙ্গের কৃষি বিশ্ববিদ্যালয় কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি, গ্রুপ সি পদে চাকরি।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WB Agriculture Department Job 2023 – রাজ্য সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য খুশির খবর। পশ্চিমবঙ্গের কৃষি বিশ্ববিদ্যালয় তরফ থেকে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এখানে একাধিক শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে এখানে আবেদন করা যাবে। সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ হবে। এছাড়া আরো বিস্তারিত তথ্য পাওয়ার জন্য অবশ্যই এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অব্দি পড়বেন বুঝবেন তারপরেই নিজের দায়িত্বে আবেদন করবেন।

নিয়োগ সংস্থাUttar Banga Krishi Viswavidyalaya
পদের নামJRF, Field Assistant
মোট শূন্যপদVarious
আবেদন মাধ্যমইন্টারভিউ
আবেদন শেষ৩১-০৮-২০২৩

নতুন চাকরির খবর – রাজ্যে ডেটা এন্ট্রি অপারেটর কর্মী নিয়োগ, ২৫ হাজার টাকা বেতনের চাকরি।

পদের নাম ও শূন্যপদ (WB Agriculture Department Job)

১) এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হচ্ছে জে আরএফ, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট।
২) এখানে কতজনকে নিয়োগ করা হবে বিস্তারিত জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন। 

বয়স সীমা ও বেতন 

১) সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী উল্লেখিত পদে আবেদন করার জন্য বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর মধ্যে হতে হবে। আবেদন করার সময় অতি অবশ্যই ০১-০১-২০২৩ তারিখ অনুযায়ী বয়সের হিসাব করতে হবে। তাছাড়া এখানে (WB Agriculture Department Job) সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় ও পাওয়া যাবে। 

২) যেহেতু এখানে দুটি পদ আছে দুটি পদে আলাদা আলাদা বেতন উল্লেখ করা আছে। Junior Research Fellow – এই পদে আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে ৩১ হাজার টাকা হবে। Field Assistant – এই পদে যদি আপনারা আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে ২২ হাজার টাকা হবে।

শিক্ষাগত যোগ্যতা (WB Agriculture Department Job)

যে সকল ইচ্ছুক প্রার্থীর এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে আবেদন করতে গেলে অবশ্যই সেই প্রার্থীদের যেকোনো স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে B.Sc, M.Sc সম্পন্ন করতে হবে। বিশদ জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন।

এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?

ubkv.ac.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন, বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।

নিয়োগ প্রক্রিয়া

এখানে নিয়োগ (WB Agriculture Department Job) প্রক্রিয়া হবে ইন্টারভিউ এর মাধ্যমে। কোন রকম লিখিত পরীক্ষার ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে এখানে নিয়োগ করে নেওয়া হবে। 

আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে?

১) জন্ম প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড/ রেশন কার্ড/ আধার কার্ড/
৩) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট,
৩) অভিজ্ঞতার সার্টিফিকেট, (যদি থাকে)
৪) সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো,
৫) এছাড়া আরো অন্যান্য, 

কি ভাবে আবেদন করতে হবে? 

যে সকল চাকরিপ্রার্থীরা এখানে আবেদন (WB Agriculture Department Job) করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে আগে থেকে কোনরকম আবেদন করতে হবে না ইন্টারভিউস্থানে পৌঁছে গেলেই সরাসরি ইন্টারভিউ হয়ে যাবে। তবে তার আগে অতি অবশ্যই একটি বায়োডাটা বানাতে হবে সঙ্গে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলোকে সংযুক্ত করে নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে ইন্টারভিউ স্থানে চলে গেলে ইন্টারভিউ প্রক্রিয়া সম্পূর্ণ হবে। অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করবেন, বুঝবেন তবেই নিজের দায়িত্বে ইন্টারভিউস্থানে যাবেন। আরো বিশদভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন।

গুরুত্বপূর্ন তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত১২.০৮.২০২৩
আবেদন শুরু..
আবেদন শেষ৩১.০৮.২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক

🌐 অফিশিয়াল ওয়েবসাইটView Now
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDFDownload Now

FAQ: WB Agriculture Department Job – পশ্চিমবঙ্গের কৃষি বিশ্ববিদ্যালয় কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি

Q – এখানে আবেদনের শিক্ষাগত যোগ্যতা কি লাগছে ?

Ans – B.Sc, M.Sc সম্পন্ন করতে হবে।

Q – কতজনকে এখানে নিয়োগ করা হবে ?

Ans – বিজ্ঞপ্তি ফলো করুন।

Q – আবেদন করার জন্য বয়সসীমা কত লাগছে?

Ans – সর্বোচ্চ ৪০ বছর।

Q – আবেদন শুরু কবে থেকে?

Ans – ..

Q – আবেদন করা শেষ তারিখ কবে?

Ans – ..

নতুন চাকরির খবর –১৫০০ শূন্যপদে রাজ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে কর্মী নিয়োগ, অনলাইন মাধ্যমে আবেদন