WB Agriculture Recruitment 2023 – রাজ্যের কৃষি দপ্তরে কর্মী নিয়োগ, আবেদন পদ্ধতি দেখে নিন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WB Agriculture Recruitment 2023 – রাজ্যের বেকার চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। রাজ্যের কৃষি দপ্তরের পক্ষ থেকে কর্মী নিয়োগ করা হবে তার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে ভারতবর্ষে নাগরিক হলে আবেদন করা যাবে সে ক্ষেত্রে পশ্চিমবঙ্গে ২৩ টি জেলার উভয় চাকরিপ্রার্থী এখানে আবেদনযোগ্য। এছাড়া আরো বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে প্রথম থেকে শেষ অব্দি দেখুন, যাচাই করুন তারপরে নিজের দায়িত্বে আবেদন করুন। 

নিয়োগ সংস্থাWB Agriculture Dept. Soil Testing Laboratory Malda
পদের নামField Worker
মোট শূন্যপদ নিচে উল্লেখ করে দেওয়া আছে
আবেদন মাধ্যমঅফলাইনে
আবেদনের শেষ তারিখ১০/১১/২০২৩

নতুন চাকরির খবর – ইন্সপায়ার কলারশিপে আবেদন করুন আর পেয়ে যান প্রতি মাসে ১০০০ টাকা

পদের নাম ও শূন্যপদ (WB Agriculture Recruitment 2023)

১) এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – Field Worker।
২) সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে ০১ জনকে নিয়োগ করা হবে।

বয়স সীমা ও বেতন

১) উল্লেখিত পদে আবেদন করার জন্য এখানে প্রার্থীদের সর্বোচ্চ বয়স সীমা ৬০ বছরের মধ্যে হলেই এখানে আবেদন করা যাবে। 

২) এখানে যদি আপনারা আবেদন (WB Agriculture Recruitment 2023) করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন পশ্চিমবঙ্গের সরকারের বেতন কাঠামো অনুযায়ী অর্থাৎ লেবার কমিশন অনুযায়ী আপনাদের বেতন প্রত্যেক মাসে প্রদান হবে।

শিক্ষাগত যোগ্যতা (WB Agriculture Recruitment 2023)

এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েশন পাশ করা থাকতে হবে সায়েন্স বিভাগ নিয়ে ও তার সাথে স্নাতক স্তরে এগ্রিকালচার অথবা কেমিস্ট্রি বিষয়ে বি.এসসি পাশ করা থাকলে অবশ্যই এই পদে আবেদন করা যাবে।

এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?

malda.gov.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন। 

নিয়োগ প্রক্রিয়া

এখানেও প্রার্থীদের নিয়োগ (WB Agriculture Recruitment 2023) করা হবে সেই সম্বন্ধে সমস্ত তথ্য জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন করতে পারেন।

আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে?

১) বসবাসের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড/ রেশন কার্ড/ আধার কার্ড/
২) মাধ্যমিকের এডমিট কার্ড/ রেজিস্ট্রেশন সার্টিফিকেট/ পাস সার্টিফিকেট
৩) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট,
৪) অভিজ্ঞতার সার্টিফিকেট,
৫) সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো,
৬) এছাড়া আরো অন্যান্য, 

কি ভাবে আবেদন করতে হবে? 

যে সকল ইচ্ছুক প্রার্থীরা (WB Agriculture Recruitment 2023) এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। আবেদন করার জন্য প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তি আবেদনের ফর্মটি আছে সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে হাতে কলমে সমস্ত কিছু লিখে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সঙ্গে অবশ্যই যে যে নথি গুলি চেয়েছে সেগুলিকে সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও ঠিকানায় পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। এছাড়া এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করবেন দেখবেন, বুঝবেন, যাচাই করবেন তবে নিজের দায়িত্বে আবেদন করবেন।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- 

Office of the Agriculture Chemist, Soil Testing Laboratory, Gour Road, Mokdumpur, Near Krishi Bhawan, Malda

গুরুত্বপূর্ন তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত১২-১০-২০২৩
আবেদন শুরু১৬-১০-২০২৩
আবেদন শেষ১০-১১-২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক

🌐 অফিশিয়াল ওয়েবসাইটmalda.gov.in
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDFDownload Now
Application FormClick Here

নতুন চাকরির খবর – রেলে টিকিট কালেক্টর কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন