Skip to content
WBTAK Bengali Daily News Portal | বাংলা খবর, বাংলা সংবাদ
  • Home
  • Trending
  • Jobs
  • Scholarship
  • Govt Scheme
    • Education
    • Economics
    • Business
  • Tech News
  • Hroscope
WB Ayush Recruitment 2023

WB Ayush Recruitment 2023 – রাজ্যে আয়ুষ প্রকল্পে কর্মী নিয়োগ, বিস্তারিত জেনে নিন।

September 15, 2023 by WB TAK

WB Ayush Recruitment 2023 – কেন্দ্র সরকারের সৃষ্টি আয়ুস প্রকল্পের অধীনে স্বাস্থ্য কেন্দ্রগুলিতে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি ইতি মধ্যে প্রকাশিত হয়েছে। এখানে ভারতবর্ষে নাগরিক হলে আবেদন করা যাবে সে ক্ষেত্রে পশ্চিমবঙ্গের সকল জেলা থেকে চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে। এখানে একাধিক শূন্য পদে নিয়োগ হবে। এছাড়া আরও অন্যান্য বিষয়বস্তু জানার জন্য অবশ্যই এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অবধি পড়ুন বুঝুন তারপরে নিজের দায়িত্বে আবেদন করুন।

নিয়োগ সংস্থাDH&FWS
পদের নামVarious
মোট শূন্যপদনিচে বিস্তারিত উল্লেখ করা আছে
আবেদন মাধ্যমঅফলাইনে
আবেদন শেষ১৫-০৯-২০২৩ – সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত।

নতুন চাকরির খবর – টাটা মেমোরিয়াল সেন্টারে ক্লার্ক ও অন্যান্য পদে কর্মী নিয়োগ, আবেদন করুন অনলাইনে

পদের নাম – Specialist Medical Officer (Paediatrics)

১) শিক্ষাগত যোগ্যতা – এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই West Bengal Medical Council এর অধীনে Registered হতে হবে। তাছাড়া National Medical Council স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে Pediatric Medicine এর বিষয়ে Specialization সহ Masters in MBBS ডিগ্রি থাকলে এই পদে আবেদন করতে পারবেন।
২) শূন্যপদ – ১ টি শূন্য পদ রয়েছে।
৩) মাসিক বেতন – যদি আপনার এই পদে আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন সাপ্তাহিক তিন দিন ডিউটির ভিত্তিতে প্রতিদিন ৩০০০/-  টাকা করে মাসিক বেতন প্রদান করা হবে।
৪) বয়স সীমা – এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সীমা সর্বোচ্চ ৬২ বছরের মধ্যে হলে এখানে আবেদন করা যাবে।

টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন
WhatsApp গ্রুপে যুক্ত হন

পদের নাম – Specialist Medical Officer (Medicine)

১) শিক্ষাগত যোগ্যতা – এই পদে আবেদন (WB Ayush Recruitment 2023) করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই West Bengal Medical Council এর অধীনে Registered হতে হবে সাথে National Medical Council দ্বারা স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর (Masters) সহ MBBS ডিগ্রীপ্রাপ্ত হলে এখানে আবেদন করা যাবে।
২) শূন্যপদ – ১ টি শূন্য পদ রয়েছে।
৩) মাসিক বেতন – যদি আপনার এই পদে আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন সাপ্তাহিক তিন দিন ডিউটির ভিত্তিতে প্রতিদিন ৩০০০/-  টাকা করে মাসিক বেতন প্রদান করা হবে।
৪) বয়স সীমা – এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সীমা সর্বোচ্চ ৬২ বছরের মধ্যে হলে এখানে আবেদন করা যাবে। 

পদের নাম – Accountant (Aayush)

১) শিক্ষাগত যোগ্যতা – এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস করা থাকতে হবে সঙ্গে কম্পিউটার অপারেটিং এর বিশেষ জ্ঞান থাকলে তবেই এই পদে আবেদন করা যাবে। আরও বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই সংস্থার অফিসার বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখতে পারেন।
২) শূন্যপদ – ১ টি শূন্য পদ রয়েছে।
৩) মাসিক বেতন – যদি আপনার এই পদে আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতিমাসে ১২,০০০/- টাকা দেওয়া হবে।
৪) বয়স সীমা – এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সীমা সর্বোচ্চ ৬২ বছরের মধ্যে হলে এখানে আবেদন করা যাবে। 

পদের নাম – Specialist Medical Officer (Ophthalmologist)

১) শিক্ষাগত যোগ্যতা – এই পদে (WB Ayush Recruitment 2023) আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই West Bengal Medical Council এর অধীনে Registered হতে হবে প্রার্থীদের National Medical Council দ্বারা স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে Diploma in Ophthalmology তে স্নাতকোত্তর MBBS ডিগ্রীপ্রাপ্ত হলে এখানে আবেদন করা যাবে।
২) শূন্যপদ – ১ টি শূন্য পদ রয়েছে।
৩) মাসিক বেতন – যদি আপনার এই পদে আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন সাপ্তাহিক তিন দিন ডিউটির ভিত্তিতে প্রতিদিন ৩০০০/-  টাকা করে মাসিক বেতন প্রদান করা হবে।
৪) বয়স সীমা – এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সীমা সর্বোচ্চ ৬২ বছরের মধ্যে হলে এখানে আবেদন করা যাবে। 

নিয়োগ পদ্ধতি (WB Ayush Recruitment 2023)

এখানে নিয়োগ করা হবে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে। এই সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য পাওয়ার জন্য অবশ্যই সংস্থার অফিসার বিজ্ঞপ্তি ডাউনলোড করে সমস্ত কিছু দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন করতে পারেন।

কি ভাবে আবেদন করতে হবে?

এই সকল পদে আবেদন করার জন্য আলাদা করে কোনো রকম অনলাইন বা অফলাইনে আবেদন করতে হবে না। সংস্থার  (WB Ayush Recruitment 2023) বিজ্ঞপ্তিতে যে সময় ও তারিখ উল্লেখ করেছে সেই সময় ও তারিখে ইন্টারভিউ স্থানে গিয়ে ইন্টারভিউ দিতে হবে। ইন্টারভিউ দেওয়ার আগে অতি অবশ্যই একটি বায়োডাটা তৈরি করতে হবে যেখানে যোগ্যতার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র , স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র ইত্যাদি সমস্ত ডকুমেন্ট সাথে করে নিয়ে ইন্টারভিউর স্থানে চলে গেলে ইন্টারভিউ হয়ে যাবে।

এই সংক্রান্ত বিষয় বস্তু সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে। যে সকল (WB Ayush Recruitment 2023) ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন অবশ্যই সংস্থার অফিশিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তারপরেই নিজের দায়িত্বে আবেদন করবেন। এখানে কিছু পদ আছে শুধুমাত্র রিটায়ার্ড প্রার্থীরাই আবেদন করতে পারবে সেটাও আপনারা দেখে তবেই ইন্টারভিউ স্থানে যাবেন।

ইন্টারভিউ কোন (WB Ayush Recruitment 2023) স্থানে নেওয়া হবে?

সেটা জানার জন্য সংস্থার বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখতে হবে।

গুরুত্বপূর্ন তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত০১-০৮-২০২৩
আবেদন শুরু..
ইন্টারভিউ তারিখ আগামী ১৫ সেপ্টেম্বর সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত।

প্রয়োজনীয় লিঙ্ক

🌐 অফিশিয়াল ওয়েবসাইটjhargram.gov.in
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDFDownload Now

নতুন চাকরির খবর – রাজ্যে কন্যাশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ, প্রতিমাসে বেতন ১১ হাজার টাকা

Related Posts

WB College Recruitment 2023

WB College Recruitment 2023 – রাজ্যের ইঞ্জিনিয়ারিং কলেজে কর্মী নিয়োগ, একাধিক শূন্য পদে চাকরি, আবেদন করা শেষ তারিখ আজই।

CPCB Recruitment 2023

CPCB Recruitment 2023 – পশ্চিমবঙ্গে দূষণ নিয়ন্ত্রণ দপ্তরে নিয়োগ, বিনামূল্যে আবেদন করুন।

WBPSC Food SI Practice Set 04

WBPSC Food SI Practice Set 04 – ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ০৪, আজ থেকেই প্রস্তুতি নিতে শুরু করুন

Librarian Recruitment 2023

Librarian Recruitment 2023 – লাইব্রেরিয়ান পদে কর্মী নিয়োগ, মোটা বেতনের চাকরি।

Cochin Shipyard Job Vacancy 2023

Cochin Shipyard Job Vacancy 2023 – জাহাজ বন্দরে কর্মী নিয়োগ, বিনামূল্যে আবেদন করুন।

WB Group C Recruitment 2023

WB Group C Recruitment 2023 – উচ্চমাধ্যমিক পাশে গ্রুপ সি কর্মী নিয়োগ, ভালো বেতনের চাকরি।

WBPSC Food SI Practice Set 03

WBPSC Food SI Practice Set 03 – ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ০৩, শুরু করুন আজ থেকেই প্রস্তুতি নিতে।

Railway New Vacancy 2023

Railway New Vacancy 2023 – রেলে নতুন করে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাস যোগ্যতায় আজই আবেদন করুন।

NHIDCL Recruitment 2023

NHIDCL Recruitment 2023 – কেন্দ্রের পরিবহন দপ্তরে কর্মী নিয়োগ, অনেকগুলি শূন্য পদে চাকরি।

Recent Posts

  • WB College Recruitment 2023 – রাজ্যের ইঞ্জিনিয়ারিং কলেজে কর্মী নিয়োগ, একাধিক শূন্য পদে চাকরি, আবেদন করা শেষ তারিখ আজই।
  • CPCB Recruitment 2023 – পশ্চিমবঙ্গে দূষণ নিয়ন্ত্রণ দপ্তরে নিয়োগ, বিনামূল্যে আবেদন করুন।
  • WBPSC Food SI Practice Set 04 – ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ০৪, আজ থেকেই প্রস্তুতি নিতে শুরু করুন
  • Librarian Recruitment 2023 – লাইব্রেরিয়ান পদে কর্মী নিয়োগ, মোটা বেতনের চাকরি।
  • Cochin Shipyard Job Vacancy 2023 – জাহাজ বন্দরে কর্মী নিয়োগ, বিনামূল্যে আবেদন করুন।
  • About Us
  • Disclaimer
  • Privacy Policy
  • Site Map
  • Terms and Conditions
  • Contact Us
Copyright © 2023 wbtak.com