WB Clerk Recruitment 2023 – রাজ্যে জেলা ভিত্তিক ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি, প্রতি মাসে বেতন ১২,০০০/- টাকা

WB Clerk Recruitment 2023 – রাজ্যের জেলাভিত্তিক আপার ডিভিশন ক্লার্ক পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি বেরিয়েছে। ইচ্ছুক প্রার্থীদের এখানে কোন রকম লিখিত পরীক্ষা দিতে হবে না সম্পূর্ণ ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ পত্র দেওয়া হবে। পশ্চিমবঙ্গের স্থানীয় নাগরিক হলেই এখানে আবেদন করা যাবে। এটি একটি কন্ট্রাকচুয়াল কাজ। পুরুষ ও মহিলা উভয়ই এখানে আবেদনযোগ্য। আরো বিস্তারিত জানার জন্য অবশ্যই প্রথম থেকে শেষ অব্দি এই প্রতিবেদনটি পড়তে থাকুন।

নিয়োগ সংস্থাজেলা তথ্য ও সাংস্কৃতিক আধিকারিক, কোচবিহারের কার্যালয়,
পদের নামআপার ডিভিশন ক্লার্ক
মোট শূন্যপদবিজ্ঞপ্তিতে উল্লেখ নেই

নতুন চাকরির খবর – রাজ্যে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ! নতুন সুযোগ নিয়ে এলো সরকার

শিক্ষাগত যোগ্যতা (WB Clerk Recruitment 2023)

এই উল্লিখিত পদে আবেদন করার জন্য বহু আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা লাগছে সেটা জানার জন্য আপনাদের অতি অবশ্যই সংস্থার যে অফিশিয়াল বিজ্ঞপ্তি তারা প্রকাশিত করেছে সেখান থেকে ডাউনলোড করে সমস্ত কিছু দেখতে পারেন।

বেতন ও বয়স সীমা 

১) এই পদে আপনারা (WB Clerk Recruitment 2023) যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে ১২,০০০/- টাকা দেওয়া হবে।

২) এখানে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স লাগবে সর্বনিম্ন ১৮ বছর। অর্থাৎ প্রাপ্তবয়স্ক সকল চাকরি প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবেন। আরো বিস্তারিতভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তিটির ফলো করুন।

আবেদন মূল্য ও নিয়োগ প্রক্রিয়া 

১) বিজ্ঞপ্তি অনুযায়ী (WB Clerk Recruitment 2023) কোনরকম আবেদন মূল্যর কথা উল্লেখ নেই।

২) এখানে কোনো রকম লিখিত পরীক্ষা হবে না সম্পূর্ণ ইন্টারভিউ এর মাধ্যমে সঠিক প্রার্থী বাছাই করে নেওয়া হবে। 

আবেদন করতে কি কি (WB Clerk Recruitment 2023) ডকুমেন্টস লাগবে?

১) বসবাসের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড/ রেশন কার্ড/ আধার কার্ড/
২) মাধ্যমিকের এডমিট কার্ড/ রেজিস্ট্রেশন সার্টিফিকেট/ পাস সার্টিফিকেট
৩) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট,
৪) অভিজ্ঞতার সার্টিফিকেট,
৫) সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো,

কিভাবে আবেদন (WB Clerk Recruitment 2023) করতে হবে?

যে সকল চাকরি প্রার্থী এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করার ফর্মটি যে বিজ্ঞপ্তি বেরিয়েছে তার মধ্যে দেওয়া আছে সেখান থেকে  আবেদনের ফরম  A4 পেপারে প্রিন্ট আউট করতে হবে। এরপর হাতে-কলমে সমস্ত কিছু ডিটেলস সেখানে লিখে সঙ্গে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলোকে সঙ্গে অ্যাটাচ করে নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে আবেদন পত্র পাঠানো ঠিকানায় পাঠিয়ে দিলেই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। বিশদ জানার জন্য সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ফলো করুন।

অফিশিয়াল নোটিফিকেশন PDF-

https://cdn.s3waas.gov.in/s3fbd7939d674997cdb4692d34de8633c4/uploads/2023/07/2023072731.pdf

নতুন চাকরির খবর- রাজ্যে কন্যাশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ, প্রতি মাসে বেতন হবে ১৫,০০০/- টাকা