WB Clerk Vacancy 2024- রাজ্য চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর। রাজ্যের একটি জেলা থেকে ক্লার্ক পদে কর্মী নিয়োগ করা হবে তার বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এখানে ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ হবে। বেতন কত থাকছে? শিক্ষাগত যোগ্যতা কি লাগছে? আবেদন করতে হবে কোথায় গিয়ে? সমস্ত কিছু জানার জন্য অবশ্যই এই প্রতিবেদন টি প্রথম থেকে শেষ অবধি পড়বেন, বুঝবেন তারপরেই নিজের দায়িত্বে আবেদন পদ্ধতি সম্পূর্ণ করবেন।
নিয়োগ সংস্থা | Coochbehar DM Office |
পদের নাম | Clerk |
মোট শূন্যপদ | নিচে উল্লেখ করা আছে |
আবেদন মাধ্যম | ইন্টারভিউ |
শেষ তারিখ | ২০.০২.২০২৪ |
নতুন চাকরির খবর – অষ্টম পাশে ব্যাঙ্কে কর্মী নিয়োগ,আবেদন পদ্ধতি দেখুন
পদের নাম (WB Clerk Vacancy 2024)
এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – Clerk।
বয়স সীমা ও বেতন
১) উল্লেখিত পদে আবেদন (WB Clerk Vacancy 2024) করার জন্য প্রার্থীদের বয়সসীমা ৬৪ বছরের মধ্যে হলেই আবেদন করা যাবে। আরো বিস্তারিত জানার জন্য অবশ্য সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে পারেন।
২) এখানে যদি আপনারা আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতিমাসে ১০,০০০/- টাকা প্রদান করা হবে।
শিক্ষাগত যোগ্যতা (WB Clerk Vacancy 2024)
যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে সকল চাকরি প্রার্থী আবেদন করতে পারবে না। এখানে কেবলমাত্র অবসরপ্রাপ্ত কর্মীরায় একমাত্র আবেদনযোগ্য ও তার সাথে তাদেরকে কম্পিউটার চালানোর যথেষ্ট অভিজ্ঞতা থাকতে হবে তবে এখানে তারা আবেদন করতে পারবে।
এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?
coochbehar.gov.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।
কি ভাবে আবেদন করতে হবে?
যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইন বা অনলাইনে আবেদন করতে হবে না। সংস্থার বিজ্ঞপ্তিতে যে পাতায় আবেদন (WB Clerk Vacancy 2024) পত্রটি আছে সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে সঙ্গে যা যা নথি বলেছে সে গুলোকে সংযুক্ত করে নির্দিষ্ট সময় ও ঠিকানায় ইন্টারভিউ স্থানে পৌঁছে গেলে ইন্টারভিউ হয়ে যাবে। এছাড়া আরো বিস্তারিত জানার জন্য সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে ইন্টারভিউ দিতে যাবেন।
গুরুত্বপূর্ন তারিখ
ইন্টারভিউ তারিখ | ২০.০২.২০২৪ |
প্রয়োজনীয় লিঙ্ক
🌐 অফিশিয়াল ওয়েবসাইট | coochbehar.gov.in |
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF | Download Now |
More Details | Click Here |
নতুন চাকরির খবর – পৌরসভায় ক্লার্ক কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন