WB Clerkship From Fill Up 2023 – বেশ কিছুদিন আগে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে ক্লার্কশিপ পদে কর্মী নিয়োগ করা হবে তার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনেকগুলি শূন্যপদ আছে এবং ভালো বেতনের এটি একটি চাকরি। অনেকেই এই বিজ্ঞপ্তি দেখে বিভিন্ন ক্যাফেতে বা বাড়িতে বসেও আবেদন করে নিয়েছেন।
কিন্তু অনেকেই এই সম্বন্ধে বিস্তারিত (WB Clerkship From Fill Up 2023) জানে না বা এখনো আবেদন করার সময় হয়ে ওঠেনি। আজকের এই প্রতিবেদনে কি করে বাড়িতে বসে আবেদন করতে পারবেন সে বিস্তারিত তথ্য তুলে ধরবো।
আগামী ২৯/১২/২০২৩ বিকেল ৩ টা পর্যন্ত ক্লার্ক পদে আবেদন করার লাস্ট ডেট। যারা আবেদন করে ফেলেছেন তারা প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন পরীক্ষা দেওয়ার জন্য আর যারা এখনো পর্যন্ত আবেদন করেনি তাদের জন্য হাতে আছে অল্প সময় আর সময় থাকতে থাকতেই আবেদন করে ফেলুন।
পদ সম্বন্ধে বিস্তারিত তথ্য –
এই পদে আবেদন করার জন্য (WB Clerkship From Fill Up 2023) শুধু মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই আপনারা আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের সমস্ত জেলার ছেলে ও মেয়ে উভয় প্রার্থী এখানে আবেদন করতে পারবে। এখানে ১৮ থেকে সর্বোচ্চ ৪০ বছরের চাকরি প্রার্থী আবেদনযোগ্য। এখানে যদি আপনারা আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতিমাসে ২২ হাজার ৭০০ টাকা থেকে ৫৮ হাজার ৫০০ টাকা পর্যন্ত প্রদান করা হবে।
এছাড়া আবেদন করার সময় যদি কোন রকম সমস্যা হয় এডিট করার অপশন আছে সেখানে গিয়েও আপনারা এডিট করতে পারেন এবং নিজেদের ভুল ঠিক করে নিতে পারেন।
PSC Clerkship Practice All Set 2023 – দেখার জন্য ছবিতে ক্লিক করুন
পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি বলা হয়েছে, ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা যেন নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইন আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে ফেলে।
আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগছে?
আধার কার্ড/ভোটার কার্ড/মাধ্যমিক অ্যাডমিট কার্ড
মাধ্যমিকের মার্কশীট
পাসপোর্ট সাইজের ফটো
সিগনেচার,
জাতিগত শংসাপত্র সার্টিফিকেট (যদি থাকে)
এছাড়া আরো অন্যান্য
বিজ্ঞপ্তি অনুযায়ী যে পরীক্ষার সেন্টার (WB Clerkship From Fill Up 2023) গুলি পড়বে সেই স্থানগুলি দেখে নিন –
11–Kolkata,12–Baruipur,13–Diamond Harbour, 14–Barrackpore,15–Barasat, 16–Howrah, 17–Chinsurah , 18–Burdwan,19–Durgapur, 20–Medinipur, 21–Tamluk, 22–Bankura, 23–Purulia,24–Jhargram, 25-Suri,26–Krishnanagar,27–Berhampore, 28-Malda,29–Balurghat, 30-Raiganj, 31-Jalpaiguri, 32-Alipurduar, 33-Coochbehar, 34-Siliguri, 35-Kalimpong and 36-Darjeeling। এছাড়া আবেদন করার সময় কোন রকম সমস্যার সম্মুখীন হলে অতি অবশ্যই দফতরের যে Help Desk নাম্বার আছে সেখানে যোগাযোগ করতে পারেন (033) 4058-5640 (Office Time)।
তাছাড়া সমস্ত পরীক্ষার্থীদের সুবিধার জন্য সম্পূর্ণ বিনামূল্যে বিগত বছরের প্রশ্নের উপর ভিত্তি করে আমরা প্রতিনিয়ত ক্লার্কশিপ প্র্যাকটিস টেস্ট রেগুলার আপডেট করে থাকছি এই ওয়েবসাইটে আপনারা চাইলে সেগুলো ফলো করতে পারেন।
প্রয়োজনীয় লিঙ্ক
🌐 অফিশিয়াল ওয়েবসাইট | View |
📄 বিজ্ঞপ্তি | Download Now |
নতুন চাকরির খবর –রাজ্যে আপার ডিভিশন ক্লার্ক কর্মী নিয়োগ