WB College Recruitment 2023 – যে সমস্ত রাজ্যের চাকরিপ্রার্থীরা রাজ্যের কলেজে কাজের জন্য অপেক্ষা করছেন বা বিজ্ঞপ্তি বেরোনোর জন্য অপেক্ষা করছেন তাদের জন্য খুশির খবর। স্কটিশ চার্চ কলেজে নন টিচিং গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বিভিন্ন ধরনের শূন্য পদ রয়েছে। সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে এখানে নিয়োগ করা হবে। প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবে।
নিয়োগ সংস্থা | স্কটিশ চার্চ কলেজ |
পদের নাম | লাইব্রেরি ক্লার্ক,ল্যাব এটেনডেন্ট,পিয়ন,কর্মবন্ধু,লেডি অ্যাটেনডেন্ট ও আর অন্যান্য |
মোট শূন্যপদ | ১৫ টি |
আবেদন মাধ্যম | অফলাইন |
আবেদন শেষ | ১৯-০৮-২০২৩ |
নতুন চাকরির খবর – রামকৃষ্ণ মিশনে গ্রুপ ডি ও শিক্ষা কর্মী নিয়োগ, যোগ্যতা অষ্টম পাশ
পদের নাম ও শূন্যপদ (WB College Recruitment 2023)
১) লাইব্রেরি ক্লার্ক / Library Clerk – ০১ শূন্যপদ
২) ল্যাব এটেনডেন্ট / Lab Attendant – ০৬ শূন্যপদ
৩) পিয়ন / Peon – ০৩ শূন্যপদ
৪) কর্মবন্ধু / Karmabandhu – ০৩ শূন্যপদ
৫) লেডি অ্যাটেনডেন্ট / Lady Attendant – ০১ শূন্যপদ
৬) স্টোর কিপার / Store Keeper – ০১ শূন্যপদ
বয়স সীমা ও বেতন
এখানে অনেকগুলি শূন্য (WB College Recruitment 2023) পদ আছে। কিন্তু বিজ্ঞপ্তিতে কোন পদের জন্য কত বয়স সীমা লাগবে তা উল্লেখ নেই। এছাড়া বিস্তারিত জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ফলো করুন। কোন পদের জন্য কি বেতন হবে তারও কোন তথ্য বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই।
শিক্ষাগত যোগ্যতা (WB College Recruitment 2023)
যে সমস্ত পদ গুলো এখানে আছে সেগুলো তে ইচ্ছুক প্রার্থীদের আবেদন করতে হলে যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা বিস্তারিত ভাবে উল্লেখ নেই তবে রাজ্য সরকারের প্রস্তাবিত যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এই পদ গুলোতে আবেদন করার জন্য।
নিয়োগ প্রক্রিয়া
সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী (WB College Recruitment 2023) এখানে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে।
আবেদন মূল্য (WB College Recruitment 2023)
এখানে আপনাদের আবেদন করতে হলে অবশ্যই আবেদন মূল্য দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আবেদনমূল্য কি আছে সেটা জানার জন্য অবশ্যই সংস্থার যে অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে উল্লেখ করা আছে সেটা দেখেই নিজের দায়িত্বে আবেদন।
কি ভাবে আবেদন করতে হবে?
যে সকল ইচ্ছুক (WB College Recruitment 2023) প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের অবশ্যই অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে সেখানে গিয়ে Job Opportunities বলে যে অপশনটি আছে সেই অপশনে গিয়ে যে আবেদন করার যে বিজ্ঞপ্তি আছে এবং তার পাশাপাশি যে আবেদন করার জন্য পত্রটি আছে সেটিকে ডাউনলোড করতে হবে।
এরপর আপনাদের সেই আবেদন পত্রটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে হাতে কলমে সমস্ত কিছু তথ্য লিখে এবং সঙ্গে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলোকে সংযুক্ত করে একটি মুখ বন্ধ ওয়ালা খাম লিখতে হবে খামের মধ্যে সমস্ত কিছু ভরে তার সাথে আবেদনমূল্য দিয়ে নির্দিষ্ট টাইম ও ঠিকানার মধ্যে আপনাদের পাঠিয়ে দিলে আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। আবেদন করার আগে অবশ্যই অফিসিয়াল যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেটিকে ফলো করবেন তারপরেই নিজের দায়িত্বে আবেদন করবেন।
বিজ্ঞপ্তি প্রকাশিত | ০৪.০৮.২০২৩ |
আবেদন শুরু | ০৪.০৮.২০২৩ |
আবেদন শেষ | ১৯.০৮.২০২৩ |
অফিশিয়াল নোটিফিকেশন PDF-
https://www.scottishchurch.ac.in/noticeUpload/Job%20Opportunities/attachment_2023-08-04-07-25-26.pdf
নতুন চাকরির খবর – টাটা কোম্পানিতে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ, আবেদন মাধ্যম অনলাইন