WB Computer Teacher Recruitment 2023 – রাজ্যের একটি স্কুলে কম্পিউটার শিক্ষক নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে পুরুষ ও মহিলা উভয় চাকরিপ্রার্থী আবেদনযোগ্য। ইচ্ছুক প্রার্থীরা খুব সহজে অফলাইনের মাধ্যমে আবেদন করে নিতে পারবে। এছাড়া আরো বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে প্রথম থেকে শেষ অব্দি দেখুন, যাচাই করুন তারপরে নিজের দায়িত্বে আবেদন করুন।
নিয়োগ সংস্থা | LightHouse For The Blind |
পদের নাম | Computer Instructor |
মোট শূন্যপদ | নিচে উল্লেখ করা আছে |
আবেদন মাধ্যম | অফলাইনে |
আবেদনের শেষ তারিখ | ১৭/১০/২০২৩ |
নতুন চাকরির খবর – জেলায় শিশু সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগ, বেতন প্রতিমাসে ১২,০০০/-টাকা
পদের নাম ও শূন্যপদ (WB Computer Teacher Recruitment 2023)
১) এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – Computer Instructor।
২) সংস্থার বিজ্ঞপ্তিতে (WB Computer Teacher Recruitment 2023) উল্লেখ করা নেই যে এখানে কত জনকে নিয়োগ করা হবে।
বয়স সীমা ও বেতন
১) উল্লেখিত পদে আবেদন করার জন্য এখানে প্রার্থীদের বয়স লাগছে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হলেই এখানে আবেদন করা যাবে। তাছাড়া সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় এখানে পাওয়া যাবে।
২) আপনারা যদি এখানে আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে লেভেল ৬ অনুযায়ী ২২,৭০০ টাকা থেকে ৫৮,৫০০ টাকা হবে।
শিক্ষাগত যোগ্যতা (WB Computer Teacher Recruitment 2023)
এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্তত উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে তার সাথে কম্পিউটারের ওপরে ডিপ্লোমা কোর্স এবং কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে। তাছাড়া উচ্চতর শিক্ষকতা যোগ্যতার প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবে।
এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?
www.lighthousefortheblind.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।
নিয়োগ প্রক্রিয়া
এখানেও প্রার্থীদের (WB Computer Teacher Recruitment 2023) নিয়োগ করা হবে কোন পদ্ধতিতে সেই সম্বন্ধে কোন কিছু উল্লেখ নেই যদিও সেই সংক্রান্ত বিষয় ভালোভাবে জানতে বা বুঝতে হলে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন করুন।
আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে?
১) বসবাসের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড/ রেশন কার্ড/ আধার কার্ড/
২) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট,
৪) অভিজ্ঞতার সার্টিফিকেট, যদি থাকে
৫) সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো,
৬) এছাড়া আরো অন্যান্য,
কি ভাবে আবেদন করতে হবে?
যে সকল ইচ্ছুক প্রার্থীরা (WB Computer Teacher Recruitment 2023) এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। একটি বায়োডাটা তৈরি করতে হবে সর্বপ্রথম সঙ্গে অবশ্যই যে যে নথি গুলি চেয়েছে সেগুলিকে সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও ঠিকানায় পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। এছাড়া এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করবেন দেখবেন, বুঝবেন, যাচাই করবেন তবে নিজের দায়িত্বে আবেদন করবেন।
গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | ৩/১০/২০২৩ |
আবেদন শুরু | ৩/১০/২০২৩ |
আবেদন শেষ | ১৭/১০/২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক
🌐 অফিশিয়াল ওয়েবসাইট | www.lighthousefortheblind.in |
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF | Download Now |
নতুন চাকরির খবর – রামকৃষ্ণ মিশনে শিক্ষক নিয়োগ,আবেদন পদ্ধতি অনলাইন