WB DCPU Job – উচ্চমাধ্যমিক পাশে রাজ্যে শিশু সুরক্ষা দপ্তরে নিয়োগ, আবেদন করুন বিনামূল্যে

WB DCPU Job – রাজ্যে শিশু সুরক্ষা দপ্তরের কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তিটি নদীয়া জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসের তরফ থেকে পাবলিশ করা হয়েছে। এখানে চুক্তিভিত্তিক পদে কর্মী নিয়োগ করা হবে। ইচ্ছুক প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। 

নিয়োগ সংস্থাDistrict Child Protection Unit (Nadia)
পদের নামঅফিসার ইন চার্জ,হাউস মাদার
মোট শূন্যপদ০২ টি

বয়সসীমা 

এখানে দুটি পদ (WB DCPU Job) আছে এবং দুটি পদে আলাদা আলাদা বয়সসীমা উল্লেখ করা আছে। অফিসার ইন চার্জ – এই পদে যদি আপনারা আবেদন করতে চান তাহলে আপনাদের বয়স সীমা লাগছে ২৭ থেকে ৪২ বছর বয়সের মধ্যে। হাউস মাদার – এই পদে আপনাদের আবেদন করতে হলে অবশ্যই আপনাদের বয়সসীমা ২১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে হতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে।

নতুন চাকরির খবর- কৃষি দপ্তরে শতাধিক পদে কর্মী নিয়োগ, বিস্তারিত জানুন

শিক্ষাগত যোগ্যতা (WB DCPU Job)

১) অফিসার ইন চার্জ – এখানে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই মহিলা হতে হবে। সঙ্গে শিক্ষাগত যোগ্যতা বলতে LLB ডিগ্রী অথবা সাইকোলজি সোশ্যাল সায়েন্স স্মার্ট ডিগ্রী বা সোশ্যাল ওয়ার্ক যদি করা থাকে তাহলে এখানে আবেদন করা যাবে সঙ্গে চাইল্ড ওয়েলফেয়ারে ন্যূনতম তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে ও কম্পিউটার অ্যাপ্লিকেশনে দক্ষতা থাকলে প্রার্থীরা এখানে অবশ্যই আবেদন করতে পারবে।
২) হাউস মাদার – এই পদে (WB DCPU Job) আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই মহিলা হতে হবে সঙ্গে উচ্চমাধ্যমিক পাশ করা থাকতে হবে ও তিন বছরে কাজের অভিজ্ঞতা থাকলে এখানে আবেদন করা যাবে।

WB DCPU Job

মাসিক বেতন (WB DCPU Job)

১) অফিসার ইন চার্জ – আপনারা যদি আবেদন করেন এই পদে এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রত্যেক মাসে ৩৩,১০০/- টাকা হিসাবে পাবেন।
২) হাউস মাদার – এই পদে আপনারা যদি আবেদন করেন এই পদে এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রত্যেক মাসে ১৪ হাজার ৫৬৪ টাকা টাকা হিসাবে পাবেন।

নিয়োগ প্রক্রিয়া 

এইখানে তিনটি ধাপে প্রার্থী নিয়োগ প্রক্রিয়া (WB DCPU Job) সম্পূর্ণ করা হবে। 
১) লিখিত পরীক্ষা।
২) কম্পিউটার টেস্ট।
৩) ইন্টারভিউয়ের টেস্ট।

কিভাবে আবেদন (WB DCPU Job) করতে হবে? 

যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইনের মাধ্যমে বিনামূল্যে আবেদন করতে পারেন। আবেদন করার জন্য প্রার্থীদের সংস্কার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তি তিন নম্বর পেজে যে আবেদনের ফর্মটি আছে সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে হাতে কলমে সমস্ত কিছু লিখে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সঙ্গে অবশ্যই যে যে নথি গুলি চেয়েছে সেগুলিকে সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও ঠিকানায় পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে।

অফিশিয়াল নোটিফিকেশন PDF-

https://cdn.s3waas.gov.in/s33c7781a36bcd6cf08c11a970fbe0e2a6/uploads/2023/07/2023071440.pdf

নতুন চাকরির খবর- রাজ্যে কন্যাশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ, প্রতি মাসে বেতন হবে ১৫,০০০/- টাকা