WB DHFWS Jhargram Notification 2023 – যে সকল চাকরি প্রার্থীরা মানুষের সেবায় নিযুক্ত হতে চান একটি কর্মের মধ্যে দিয়ে তাদের জন্য খুশির খবর। রাজ্যর ঝারগ্রাম জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ থেকে Yoga Instructor পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইচ্ছুক প্রার্থীরা এখানে অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবে। এখানে সব মিলিয়ে ২০ টি শূন্য পদে নিয়োগ হবে।
নিয়োগ সংস্থা | District Health & Family Welfare Samiti, Jhargram |
পদের নাম | Yoga Instructor |
মোট শূন্যপদ | ২০ টি |
নতুন চাকরির খবর – রাজ্যে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ! নতুন সুযোগ নিয়ে এলো সরকার
বয়সসীমা ও বেতন
১) এই উল্লেখিত পদে (WB DHFWS Jhargram Notification 2023) আবেদন করার জন্য বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীদের বয়স সর্বনিম্ন ২১ ও সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। আরো বিস্তারিত ভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন।
২) এখানে যদি আপনারা আবেদন করেন এবং চাকরি পান তাহলে সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী আপনাদের বেতন প্রতিমাসে পাঁচ হাজার থেকে আট হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা (WB DHFWS Jhargram Notification 2023)
যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে মাধ্যমিক পাশ করা থাকলেই এখানে আবেদন করা যাবে। অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখে বুঝে তারপরে নিজে দায়িত্বে আবেদন করবেন।
আবেদন মূল্য ও নিয়োগ প্রক্রিয়া
১) যে সকল চাকরিপ্রার্থীরা এখানে (WB DHFWS Jhargram Notification 2023) আবেদন করবেন ভাবছেন তাদের এখানে আবেদন মূল্য দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। OBC/ GEN/ EWS এইসব প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ১০০/- টাকা ধার্য করা হয়েছে ও SC/ ST/ PWD প্রার্থীদের ৫০/- টাকা আবেদন মূল্য হিসেবে ধার্য করা হয়েছে।
২) আবেদনকারীদের সর্বপ্রথম এখানে একাডেমিক এবং ডেমোস্টেশন নেওয়া হবে তারপরে ইন্টারভিউ এর ওপরে ভিত্তি করে প্রার্থী বাছাই করে নেওয়া হবে।
কিভাবে (WB DHFWS Jhargram Notification 2023) আবেদন করতে হবে?
এখানে আবেদন করার জন্য সর্বপ্রথম রাজ্যের ঝারগ্রাম জেলার যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে যেতে হবে সেখানে গিয়ে আবেদন করার ফরমটি কে চয়েজ করে সমস্ত কিছু নির্ভুল ভাবে আবেদন করতে হবে। তারপর যা যা ডকুমেন্টস চাইবে সেগুলিকে নির্দিষ্ট সাইজের মধ্যে আপলোড করে দিতে হবে ও সর্বশেষ আবেদন মূল্য দিয়ে যাচাই করে নিজে দায়িত্বে আবেদন পত্রটি সাবমিট করতে হবে। তাহলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। আরো বিশদভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ফলো করুন।
অফিশিয়াল নোটিফিকেশন PDF-
https://cdn.s3waas.gov.in/s3aeb3135b436aa55373822c010763dd54/uploads/2023/07/2023072180.pdf
নতুন চাকরির খবর- রাজ্যে কন্যাশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ, প্রতি মাসে বেতন হবে ১৫,০০০/- টাকা