WB DM Office Recruitment 2023 – রাজ্যর উত্তর দিনাজপুর জেলার ডিএম অফিসের তরফ থেকে একাধিক শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এখানে পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেই আবেদন করা যাবে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে ২৩ টি জেলার উভয় চাকরিপ্রার্থী আবেদনযোগ্য। ইচ্ছুক প্রার্থীরা খুব সহজে অনলাইন এর মাধ্যমে আবেদন করে নিতে পারবে। এ ছাড়া আরও বিস্তারিত তথ্য পাওয়ার জন্য প্রথম থেকে শেষ অবধি এই প্রতিবেদনটি পড়বেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।
নিয়োগ সংস্থা | Office Of The District Magistrate & Collector, Uttar Dinajpur |
পদের নাম | বিভিন্ন |
মোট শূন্যপদ | ১৭ টি |
আবেদন মাধ্যম | অনলাইনে |
আবেদন শেষ | ৩১.০৮.২০২৩ |
নতুন চাকরির খবর – রাজ্যে সুপারভাইজার পদে কর্মী নিয়োগ, সময় সীমিত এখনই আবেদন করে ফেলুন।
পদের নাম ও শূন্যপদ (WB DM Office Recruitment 2023)
১) এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম গুলি তলায় উল্লেখ করা হলো –
- Officer-in-charge
- Counsellor
- Child Welfare Officer (CWO) / Case Worker/ Probation Officer
- House Mother/ Father
- Para Medical Staff
- Store Keeper cum Accountant
- Cook
- Helper-cum-Night Watchman (Erstwhile Helper)
- Housekeeper
২) সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে মোট ১৭ টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে –
পুরুষদের যে পদে নিয়োগ করা হবে ও শূন্য পদ –
- Officer-in-charge – ১ টি
- Counsellor – ১ টি
- Child Welfare Officer (CWO) / Case Worker/ Probation Officer – ১ টি
- House Mother/ Father – ১ টি
- Para Medical Staff – ১ টি
- Store Keeper cum Accountant – ১ টি
- Cook – ১ টি
- Helper-cum-Night Watchman (Erstwhile Helper) – ১ টি
- Housekeeper – ১ টি
মহিলাদের যে পদে নিয়োগ করা হবে ও শূন্য পদ –
- Officer-in-charge – ১ টি
- Counsellor – ১ টি
- Child Welfare Officer (CWO) / Case Worker/ Probation Officer – ১ টি
- House Mother/ Father – ১ টি
- Para Medical Staff – ২ টি
- Cook – ১ টি
- Housekeeper – ১ টি
বয়স সীমা ও বেতন (WB DM Office Recruitment 2023)
১) এখানে অনেকগুলি পদ আছে এবং প্রত্যেক পদে আলাদা আলাদা বয়সসীমা উল্লেখ করা আছে তবে বেশিরভাগ ক্ষেত্রে চাকরি প্রার্থীদের সর্বনিম্ন ১৮ বছর বয়স থেকে সর্বোচ্চ ৪২ বছর বয়সের মধ্যে হতে হবে। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী এখানে বয়সের ছাড় পাওয়া যাবে। WB DM Office Recruitment 2023 আরও বিস্তারিত তথ্য পাওয়ার জন্য অবশ্যই সংস্থার অফিশিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন।
২) এখানে যদি আপনারা আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে ১২,০০০/- টাকা থেকে ৩৩,১০০/- টাকা পর্যন্ত মাসিক বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা (WB DM Office Recruitment 2023)
যেহেতু এখানে অনেকগুলি পদ আছে এবং অনেকগুলি পদে আলাদা আলাদা শিক্ষকতা যোগ্যতা লাগছে সেক্ষেত্রে অবশ্যই অনুরোধ করা হচ্ছে চাকরিপ্রার্থীদের সংস্থার অফিশিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন।
এই বিজ্ঞপ্তি WB DM Office Recruitment 2023 কোথা থেকে প্রকাশ হয়েছে ?
uttardinajpur.gov.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন, বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।
নিয়োগ প্রক্রিয়া
এখানে লিখিত পরীক্ষার মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীকে নিয়োগ করা হবে।
কি ভাবে (WB DM Office Recruitment 2023) আবেদন করতে হবে?
যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য সংস্থার অফিসার ওয়েবসাইটে গিয়ে নিজেদের নাম রেজিস্ট্রেশন করে সঙ্গে যা যা তথ্য চেয়েছে সেগুলিকে আপলোড করতে হবে নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে তাহলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। আরো বিস্তারিত ভাবে জানার জন্য অবশ্য সংস্থার অফিসার বিজ্ঞপ্তি ফলো করুন।
গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | ০২.০৮.২০২৩ |
আবেদন শুরু | ০৩.০৮.২০২৩ |
আবেদন শেষ | ৩১.০৮.২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক
🌐 অফিশিয়াল ওয়েবসাইট | View Now |
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF | Download Now |
WB DM Office Recruitment 2023 – জেলার DM অফিসে বিভিন্ন পদে কর্মী নিয়োগ, বেতন শুরু ১২,০০০ টাকা থেকে।
Q – এখানে আবেদনের শিক্ষাগত যোগ্যতা কি লাগছে ?
Ans – বিভিন্ন।
Q – কত জনকে এখানে নিয়োগ করা হবে ?
Ans – ১৭ জনকে নিয়োগ করা হবে।
Q – আবেদন করার জন্য বয়সসীমা কি লাগছে ?
Ans – ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪২।
Q – আবেদন শুরু কবে থেকে?
Ans – ০২.০৮.২০২৩ তারিখ থেকে।
Q – আবেদন করা শেষ তারিখ কবে?
Ans – ৩১.০৮.২০২৩ এই তারিখ অব্দি।
নতুন চাকরির খবর – রাজ্যে ডেটা এন্ট্রি অপারেটর কর্মী নিয়োগ, ২৫ হাজার টাকা বেতনের চাকরি।