WB Group D Recruitment 2023 – রামকৃষ্ণ মিশনে গ্রুপ ডি ও শিক্ষা কর্মী নিয়োগ, যোগ্যতা অষ্টম পাশ

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WB Group D Recruitment 2023 – রাজ্য সমস্ত বেকার চাকরিপ্রার্থীদের জন্য খুশির খবর। রাজ্যে রহড়া রামকৃষ্ণ মিশন বয়স হোম হাই স্কুলে গ্রুপ ডি ও শিক্ষা কর্মী পদে নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারবে। অষ্টম পাস যোগ্যতায় আবেদন করা যাবে। আরো বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অব্দি পড়ুন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। 

নিয়োগ সংস্থাRamakrishna Mission Boys’ Home High School
পদের নামশিক্ষক, ল্যাব অ্যাটেন্ডেন্ট
মোট শূন্যপদ০৩ টি 
আবেদন মাধ্যমঅফলাইন
আবেদন শেষ২২-০৮-২০২৩

নতুন চাকরির খবর – রাজ্যজুড়ে বিভিন্ন ব্যাংকে ক্লার্ক নিয়োগ, শূন্যপদ ৪৫৪৫ টি

পদের নাম (WB Group D Recruitment 2023)

এখানে মূলত নিয়োগ করা হবে একটি হচ্ছে ল্যাব এটেন্ডেন্ট ও অ্যাসিস্ট্যান্ট টিচার এই দুটি পদে পদে নিয়োগ করা হবে।

বয়স সীমা ও বেতন 

১) যেহেতু এখানে দুটি পদ (WB Group D Recruitment 2023) আছে সে ক্ষেত্রে দুটি পদে আলাদা আলাদা বয়সসীমা লাগছে – ল্যাব এটেন্ডেন্ট এই পদে যে সমস্ত ইচ্ছুর পাত্রের আবেদন করবেন ভাবছেন তাদের এখানে বয়সসীমা লাগছে ১৮ থেকে ৪০ বছর বয়সের মধ্যে তাছাড়া সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড়ো এখানে পাওয়া যাবে। এছাড়া অ্যাসিস্ট্যান্ট টিচার পদে আবেদন করার জন্য এখানে বয়স সীমা আছে ২১ থেকে ৪০ বছরের মধ্যে এখানেও আপনারা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন।

২) ROPA, 2019 এর নিয়ম অনুযায়ী প্রার্থীদের বেতন দেওয়া হবে এখানে। বেতন কি আছে সেটা জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তিতে আপনাদের ফলো করতে হবে।

শিক্ষাগত যোগ্যতা (WB Group D Recruitment 2023)

১) শিক্ষক – এই শিক্ষক পদে আবেদন করার জন্য অবশ্যই গ্রাজুয়েশন পাস করতে হবে ৫০ শতাংশ নাম্বার নিয়ে ও তার সাথে B.Ed করাও থাকতে হবে। অবশ্যই আবেদনকারীকে পুরুষ প্রার্থী হতে হবে।

২) ল্যাব অ্যাটেন্ডেন্ট – যে সকল ইচ্ছুক প্রার্থীরা (WB Group D Recruitment 2023) এই পদে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে ক্লাস এইট পাশ করলেই আবেদন করতে পারবেন অবশ্য প্রার্থীকে পুরুষ হতে হবে তবেই তারা আবেদনযোগ্য। 

আবেদন করতে (WB Group D Recruitment 2023) কি কি ডকুমেন্টস লাগবে?

১) বসবাসের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড/ রেশন কার্ড/ আধার কার্ড/
২) বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি
৩) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট,
৪) অভিজ্ঞতার সার্টিফিকেট,
৫) সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো,
৬) ও আরো অন্যান্য,

কি ভাবে আবেদন (WB Group D Recruitment 2023) করতে হবে? 

এখানে আবেদন করতে হলে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর সেই ওয়েবসাইটে গিয়ে রিক্রুটমেন্ট অপশনে গিয়ে যেখান থেকে এই বিজ্ঞপ্তিটি বেরিয়েছে সেই স্থানে যেতে হবে যথাযথ ও তার সঙ্গে যে বিজ্ঞপ্তিটি বেরিয়েছে তার মধ্যে আবেদন করার যে ফর্মটি আছে সেই ফর্মটি A4 পেপারে প্রিন্ট আউট করতে হবে। এরপর (WB Group D Recruitment 2023) হাতে-কলমে সমস্ত কিছু তথ্য লিখে সঙ্গে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলোকে অ্যাড করে নির্দিষ্ট ডেট এবং টাইমের মধ্যে বিজ্ঞপ্তি অনুযায়ী যে  ঠিকানা কথা বলা হয়েছে সেই ঠিকানায় নিজের হাতে গিয়ে জমা দিয়ে আসতে হবে। তাহলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে।

অফিশিয়াল নোটিফিকেশন PDF-

https://www.rkmissionrahara.org/wp-content/uploads/2023/08/Prospectus-Gr-D-Lab.pdf

নতুন চাকরির খবর – ১৭,৫৫০ টাকা বেতন রামকৃষ্ণ মিশনে কর্মী নিয়োগ