WB Hospital Staff New Vacancy 2024 – রাজ্যের হাসপাতালে কর্মী নিয়োগ, অনলাইনে আবেদন করুন।

WB Hospital Staff New Vacancy 2024 – চাকরি প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল দপ্তরে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। যেসব আবেদনকারীদের বড়ো হাসপাতালে চাকরির সপ্ন আছে তাদের জন্য খুবই সুবর্ণ সুযোগ। শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে মিলবে এই মোটা বেতনের স্বপ্ন পূরণের চাকরি।

এখানে ইচ্ছুক প্রার্থীরা ইমেইলের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবে। আবেদন পদ্ধতি কি হবে? বয়স সীমা কি থাকছে? মাসিক বেতন কত হবে? ইত্যাদি সমস্ত বিষয় নিয়েই আজকের এই প্রতিবেদনটি অবশ্যই সমস্ত বিজ্ঞপ্তি প্রথম থেকে শেষ অব্দি পড়বেন বুঝবেন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পূর্ণ করবেন।

নিয়োগ সংস্থাSarat Chandra Chattopadhyay Government Medical College & Hospital
পদের নামহাউস স্টাফ/ জুনিয়র রেসিডেন্ট
মোট শূন্যপদনিচে উল্লেখিত
আবেদন মাধ্যম ইমেইল
আবেদনের শেষ তারিখ০৯/০৫/২০২৪

নতুন চাকরির খবর – পশ্চিমবঙ্গে স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ, আবেদন পদ্ধতি জানুন

পদের নাম ও শূন্যপদ

(১) এখানে যে পদগুলিতে নিয়োগ করা হবে সে পদগুলির নাম হল – হাউস স্টাফ/ জুনিয়র রেসিডেন্ট

(২) এই পদগুলিতে মোট ২৭ জন প্রার্থীকে নিয়োগ করা হবে।

বয়সসীমা ও বেতন (WB Hospital Staff New Vacancy 2024)

(১) উল্লেখিত পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে। এখানে আবেদনকারীদের বয়স ৩১/০৩/২০২৪ তারিখ অনুসারে প্রযোজ্য হবে। আরো বিস্তারিত জানতে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখতে পারেন।

(২) এই পদে যাচাইকরনের পর নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে পারিশ্রমিক হাসপাতাল দপ্তরের নিয়ম অনুসারে দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা

যেসকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে (WB Hospital Staff New Vacancy 2024)আবেদন করার জন্য প্রার্থীদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে। ইচ্ছুক আবেদনকারীদের SCCGMCH দপ্তরের নোটিফিকেশনের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী নিয়োগ করা হবে ‌। অবশ্যই সমস্ত কিছু তথ্য বিস্তারিত জানতে গেলে সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেন।

এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে

wbhealth.gov.in এই পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।

কিভাবে আবেদন করতে হবে

যেসকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইন বা অনলাইনে আবেদন করতে হবে না। সংস্থার বিজ্ঞপ্তিতে যে আবেদনপত্রটি আছে সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে সঙ্গে যা যা নথি বলেছে সেগুলো কে সঠিকভাবে স্ক্যান করে নির্দিষ্ট সময়ে uluberia@gmail.com এই Email মাধ্যমে পাঠিয়ে দিতে হবে। এছাড়া আরো বিস্তারিত জানার জন্য সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন করবেন।

আবেদন মূল্য কি আছে?

এখানে আবেদন করার জন্য সকল প্রার্থীদের কোন আবেদনমূল্য জমা দিতে হবে না। অবশ্য আবেদনপত্র পূরণের আগে সমস্ত কিছু তথ্য যাচাই করবেন বুঝবেন তবেই নিজের দায়িত্বে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন।

নিয়োগ প্রক্রিয়া (WB Hospital Staff New Vacancy 2024)

এখানে উপযুক্ত বয়সসীমা ও যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের  নির্দিষ্ট যাচাইকরণ পদ্ধতির মাধ্যমে নিয়োগ প্রদান করা হবে। যাচাই করার জন্য কোনরকম অনলাইন বা অনলাইন পরীক্ষা দিতে হবে না। শুধুমাত্র সাক্ষাৎকারের ও ডকুমেন্ট ভেরিফাইয়ের মাধ্যমে প্রার্থীদের এখানে নিযুক্ত করা হবে।

প্রার্থীদের এই পদগুলিতে চুক্তিভিত্তিক ৬ মাসের জন্য নিয়োগ করা হবে এবং পরবর্তীতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, W.B সরকারের অনুমোদনের ভিত্তিতে নিয়োগের সময়সীমা বাড়তে পারে । আরো ভালোভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন দেখুন যাচাই করুন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করুন।

গুরুত্বপূর্ন তারিখ

আবেদন প্রকাশের তারিখ০২/০৫/২০২৪
আবেদনের শেষ তারিখ০৯ /০৫/২০২৪

প্রয়োজনীয় লিঙ্ক

🌐 অফিশিয়াল ওয়েবসাইটwbhealth.gov.in
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDFDownload Now
More DetailsClick Here

নতুন চাকরির খবর – বন দপ্তর, পরিবেশ ও জলবায়ু দপ্তরে কর্মী নিয়োগ, বয়সসীমা ১৮ থেকে ৫৬

বিঃদ্রঃ– উপরের তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। wbtak.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এটা কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা করে না। এটা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে প্রকাশিত করে। wbtak.com সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।

আবেদন কারীদের অনুরোধ করা হচ্ছে আপনারা অতি অবশ্যই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ও অফিসিয়াল নোটিফিকেশন নিজে থেকে ভালো করে যাচাই করবেন, দেখবেন, বুঝবেন তবেই নিজের দায়িত্ব আবেদন করতে পারেন।