WB ICDS Recruitment 2023 – জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ, যোগ্যতা অষ্টম শ্রেণি ও মাধ্যমিক পাশ

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WB ICDS Recruitment 2023 বহুদিনের অপেক্ষায় অবশেষে রাজ্যে অঙ্গনওয়াড়ি ও সহায়িকা পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছেযার ফলে রাজ্যের বহু মহিলা চাকরি প্রার্থীরা আসার আলো দেখছে। এখানে মাধ্যমিক পাস যোগ্যতায় ও অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় আবেদন করতে পারা যাবে। তাহলে আর দেরি না করে কোন জেলা থেকে এই বিজ্ঞপ্তি বেরিয়েছে ও এখানে কিভাবে আবেদন করা যাবে সমস্ত তথ্য এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম অবশ্যই প্রথম থেকে শেষ অব্দি পড়বেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।

নিয়োগ সংস্থাDistrict Programme Officer, ICDS, Hooghly.
পদের নামঅঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা
মোট শূন্যপদ১৫৫ টি
আবেদন মাধ্যমঅনলাইন
আবেদন শেষ৪ সেপ্টেম্বর, ২০২৩

নতুন চাকরির খবর – রামকৃষ্ণ মিশনে গ্রুপ ডি ও শিক্ষা কর্মী নিয়োগ, যোগ্যতা অষ্টম পাশ

পদের নাম ও শূন্যপদ (WB ICDS Recruitment 2023)

১) বিজ্ঞপ্তি অনুযায়ী মূলত এখানে দুটি পদে কর্মী নিয়োগ করা হবে, প্রথমটি হল অঙ্গনওয়াড়ি কর্মী ও দ্বিতীয়টি হলো সহায়িকা পদে নিয়োগ করা হবে। আরো বিস্তারিত জানার জন্য অবশ্যই সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট ও বিজ্ঞপ্তি ফলো করুন। 

২) এখানে মোট ১৫৫ টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে।

বয়স সীমা ও বেতন

১) এখানে আবেদন করার (WB ICDS Recruitment 2023) জন্য ১৮ থেকে ৪৫ বছর বয়সী প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবে। অবশ্যই আবেদন করার আগে বয়সের হিসাব ০১-০১-২০২৩ তারিখ অনুযায়ী দেখে নিতে হবে। বিস্তারিত জানার জন্য সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তিটির ফলো করুন।

২) সংস্থার বিজ্ঞপ্তিতে বেতন সম্বন্ধে কোন কিছু উল্লেখ নেই।

শিক্ষাগত যোগ্যতা (WB ICDS Recruitment 2023)

উল্লিখিত পদগুলিতে আবেদন করার জন্য আবেদনকারীদের অতি অবশ্যই নিম্নতম অষ্টম শ্রেণি অথবা মাধ্যমিক পাস হতে হবে। এছাড়া শিশু খাদ্য রান্না এবং প্রাথমিক শিক্ষাদানের ধারণা থাকলে অবশ্যই অগ্রাধিকার পাবেন চাকরি প্রার্থীরা। 

কোথায় (WB ICDS Recruitment 2023) নিয়োগ করা হবে?

এই বিজ্ঞপ্তিটি বেরিয়েছে হুগলি জেলার অফিসিয়াল ওয়েবসাইটে। সেক্ষেত্রে হুগলি জেলার পান্ডুয়া, জঙ্গিপাড়া,আরামবাগ, ভদ্রেশ্বর সহ বিভিন্ন সুসংগত শিশু বিকাশ কেন্দ্রগুলোতে এই নিয়োগ হবে।

নিয়োগ প্রক্রিয়া

ক. মাতৃভাষায় ১৫০ শব্দের রচনা লিখন (অষ্টম শ্রেণী)- পূর্ণমান – ১৫
খ. পাটি গণিত (অষ্টম শ্রেণী)- পূর্ণমান – ২০
গ. পুষ্টি, জনস্বাস্থ্য, মহিলাদের অবস্থান বিষয়ক প্রশ্ন- পূর্ণমান – ১৫
ঘ. ইংরেজি ভাষাজ্ঞান, অনুবাদ- পূর্ণমান – ২০
ঙ. সাধারণ জ্ঞান- পূর্ণমান – ২০

এই বিজ্ঞপ্তি কোথা থেকে (WB ICDS Recruitment 2023) প্রকাশ হয়েছে ?

hooghly.nic.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন, বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।

কি ভাবে আবেদন করতে হবে? 

যে সকল চাকরিপ্রার্থীরা এখানে (WB ICDS Recruitment 2023) আবেদন করবেন ভাবছেন তারা এখানে খুব সহজেই বাড়িতে বসে অনলাইনে মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। আবেদন করার জন্য আপনাদের সর্বপ্রথম hooghly.nic.in এই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে সেখানে গিয়ে রিকুটমেন্ট অপশনে ক্লিক করে আপনারা সরাসরি দেখতে পারবেন এই পদগুলি দেখাচ্ছে এবং সেখানে গিয়ে আপনাদের আবেদন করার যে লিংকটি আছে সেই লিংকে ক্লিক করে সমস্ত তথ্য দিতে হবে। তারপর যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলিকে আপলোড করতে হবে নির্দিষ্ট সাইজের মাধ্যমে। এরপর নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে আপনারা সমস্ত কিছু যাচাই করে নিজের দায়িত্বে সাবমিট করে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। আরো বিস্তারিত জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখে বুঝে তারপরে আবেদন করব।

অফিশিয়াল নোটিফিকেশন PDF-

https://hooghly.nic.in/notice_category/recruitment/

নতুন চাকরির খবর – রাজ্যজুড়ে বিভিন্ন ব্যাংকে ক্লার্ক নিয়োগ, শূন্যপদ ৪৫৪৫ টি