WB Land Department Recruitment 2023 – রাজ্যে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে কর্মী নিয়োগ করা হবে তার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে সঠিক ও যোগ্য ব্যক্তিকে নিয়োগ করা হবে। এখানে আবেদন করতে পারবে শুধুমাত্র রাজ্য সরকারের রিটায়ার্ড কর্মীরা। এছাড়া আরো বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে প্রথম থেকে শেষ অব্দি দেখুন, যাচাই করুন তারপরে নিজের দায়িত্বে আবেদন করুন।
নিয়োগ সংস্থা | DM Office Malda. |
পদের নাম | Amin |
মোট শূন্যপদ | নিচে উল্লেখ করে দেওয়া আছে |
আবেদন মাধ্যম | ইন্টারভিউ |
ইন্টারভিউ তারিখ | ০২-১১-২০২৩ |
নতুন চাকরির খবর – রেলে টিকিট কালেক্টর কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন
পদের নাম ও শূন্যপদ (WB Land Department Recruitment 2023)
১) এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – Amin।
২) কত জনকে নিয়োগ করা হবে সেটা জানতে বিজ্ঞপ্তি ফলো করুন।
বয়স সীমা ও বেতন
১) উল্লেখিত পদে আবেদন করার জন্য এখানে প্রার্থীদের সর্বোচ্চ বয়স সীমা ৬৪ বছরের মধ্যে হলেই এখানে আবেদন করা যাবে।
২) এখানে যদি আপনারা আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে ১০,০০০/- টাকা করে প্রদান করা হবে।
শিক্ষাগত যোগ্যতা (WB Land Department Recruitment 2023)
এই পদে আবেদন (WB Land Department Recruitment 2023) করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্তত মাধ্যমিক পাশ করা থাকলে এখানে আবেদন করা যাবে।
এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?
malda.gov.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।
নিয়োগ প্রক্রিয়া (WB Land Department Recruitment 2023)
এখানেও প্রার্থীদের কোনরকম (WB Land Department Recruitment 2023) লিখিত পরীক্ষা হবে না সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে।
আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে?
১) বসবাসের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড/ রেশন কার্ড/ আধার কার্ড/
২) মাধ্যমিকের এডমিট কার্ড/ রেজিস্ট্রেশন সার্টিফিকেট/ পাস সার্টিফিকেট
৩) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট,
৪) অভিজ্ঞতার সার্টিফিকেট,
৫) সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো,
৬) এছাড়া আরো অন্যান্য,
৭) ইত্যাদি আরো সমস্ত ডকুমেন্টেশন নিয়ে ইন্টারভিউ স্থানে যেতে হবে।
কি ভাবে আবেদন করতে হবে?
যে সকল ইচ্ছুক প্রার্থীরা (WB Land Department Recruitment 2023) এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইন বা অনলাইন কোন মাধ্যমে আবেদন করতে হবে না। ইচ্ছুক প্রার্থীদের কেবলমাত্র নিজেদের সমস্ত প্রয়োজনীয় নথি এবং নিজের দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি নিয়ে সঙ্গে বিজ্ঞপ্তিতে যে ফর্মটি আছে সেই ফর্মটিকে হাতে-কলমে ফিলাপ করে ও যা যা বিজ্ঞপ্তিতে (WB Land Department Recruitment 2023) উল্লেখ আছে ডকুমেন্টস গুলি সংযুক্ত করে নির্দিষ্ট স্থানে চলে গেলে ইন্টারভিউ হয়ে যাবে। এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে ইন্টারভিউ স্থানে ইন্টারভিউ দিতে যাবেন।
গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | ১০-১০-২০২৩ |
ইন্টারভিউ তারিখ | ০২-১১-২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক
🌐 অফিশিয়াল ওয়েবসাইট | malda.gov.in |
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF | Download Now |
নতুন চাকরির খবর – ইন্সপায়ার কলারশিপে আবেদন করুন আর পেয়ে যান প্রতি মাসে ১০০০ টাকা